TRP List: শুরুতেই সেরার তালিকায় পরশুরাম, কোথায় টপার পরিণীতা? দেখুন লেটেস্ট TRP তালিকা | Target Rating Point List
পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেখতে দেখতে একটা গোটা সপ্তাহ শেষ হয়ে ফের বৃহস্পতিবার চলে এসেছে। আর নিয়মমত প্রকাশ্যে এসেছে বাংলা ধারাবাহিকের টার্গেট রেটিং পয়েন্টের তালিকা। এই লিস্টের উপরেই নির্ভর করে মেগার আগামী দিনের ভবিষ্যৎ, তাই দর্শকদের পাশাপাশি খোদ অভিনেতা অভিনেত্রীরাও অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। বিগত দুমাস যাবৎ টিআরপি তালিকায় একাই রাজত্ব করছে পরিণীতা। সেই ধারাই বজায় থাকল নাকি ঘুরে গেল খেলা?
যে তালিকা প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে প্রতিবারের মত এবারেও সেরার মুকুট উঠেছে পরিণীতার মাথায়। এসপ্তাহে ৭.২ পয়েন্ট পেয়েছে পারুল ও রায়ানের। জুটি। যদিও দ্বিতীয়র থেকে ব্যবধান অনেকটাই কম। নতুন মেগার মধ্যে কারা জায়গা পেল সেরা পাঁচে? চলুন দেখে নেওয়া যাক তালিকা।
অল্প কিছু পয়েন্টের জন্য পিছিয়ে এসপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। দুর্গার দৌলতে টানটান উত্তেজনার পর্ব দেখিয়ে ৬.৮ পেয়েছে ধারাবাহিকটি। এরপরেই রয়েছে ফুলকি, এবারে তাঁর ঝুঁলিতে এসেছে ৬.৬ পয়েন্ট। চতুর্থ স্থানে রয়েছে দুই মেগা, একটি রাঙ্গামতি তীরন্দাজ ও আরেকটি পরশুরাম আজকের নায়ক। অর্থাৎ পুরোনোদের ভিড়ে সেরা পাঁচে এন্ট্রি নিয়েছে তৃণা ও ইন্দ্রজিতেরমেগা। চতুর্থ স্থানেও রয়েছে দুই মেগা একটি কথা ও আরেকটি কোন গোপনে মন ভেসেছে। এই ছিল এসপ্তাহের সেরা পাঁচ। এবার দেখে নেওয়া যাক সেরা দশের নম্বর সহ সম্পূর্ণ টিআরপি তালিকা।
পরিণীতা – ৭.২
জগদ্ধাত্রী – ৬.৮
ফুলকি – ৬.৬
রাঙ্গামতি তীরন্দাজ, পরশুরাম আজকের নায়ক – ৬.৩
কথা, কোন গোপনে মন ভেসেছে – ৫.৯
গৃহপ্রবেশ – ৫.৮
গীতা LLB, চিরদিনই তুমি যে আমার – ৫.৭
চিরসখা – ৫.৫
অনুরাগের ছোঁয়া + রোশনাই – ৫.২
মিত্তির বাড়ি – ৪.৭
অর্থাৎ নতুন মেগাগুলিও ইতিমধ্যেই দর্শকদের মন কাড়তে শুরু করেছে। তবে শুধুই মেগা নয়, সাথে নন ফিকশন রিয়েলিটি শোয়ের জনপ্রিয়তাও রয়েছে বেশ। এসপ্তাহের টিআরপি তালিকায় ৪.৬ পয়েন্ট পেয়েছে দিদি নাম্বার ওয়ান সানডে ধামাকা পর্ব। ৪.৭ পেয়েছে ডান্স বাংলা ডান্স।
রিয়েলমি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জগতে ফের একবার আলোড়ন ফেলার জন্য তোড়জোড় শুরু করেছে। কেন এমন কথা…
বাজাজ পালসার (Bajaj Pulsar) সিরিজের হাত ধরে তৈরি হল নতুন রেকর্ড। বিশ্বের ৫০টির বেশি দেশে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওপর ওপর সখ্যতা রেখে ভারতের অর্থ ভাান্ডারে কোপ বসাচ্ছে আমেরিকা! গত সোমবার…
সৌভিক মুখার্জী, কলকাতা: তীব্র গরমে আপনার ঘরের ছাদ কি চুল্লীর মত গরম হয়ে যাচ্ছে? AC’ও…
স্মার্টফোন নির্মাতারা হঠাৎই হালকা ও পাতলা ফোন তৈরির দিকে ঝুঁকছে। ফলে সাম্প্রতিক কালে বাজারে আগমন…
হিরো ক্যারিশমা (Hero Karzima) যে বিশাল পুরনো বাইক তা নয়। ২০০০ এর গোড়ায় এই মোটরবাইকটি…
This website uses cookies.