TRP List: অপ্রতিরোধ্য! গোটা মাস বেঙ্গল টপার হয়ে রেকর্ড পরিণীতার, বাকিরা কোথায়? রইল TRP তালিকা | 27th February TRP List Of Bengali Serials Parineeta Tops Again

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বৃহস্পতিবার এলেই টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) জন্য রীতিমত অপেক্ষায় থাকেন দর্শকেরা। আসলে এই দিনেই  যে সারা সপ্তাহের টানটান উত্তেজনার পর্ব দেখিয়ে কতটা জনপ্রিয়তা পেল পছন্দের ধারাবাহিকগুলো তার প্রমাণ মেলে। জি বাংলা থেকে শুরু করে ষ্টার জলসা, দুই হিট চ্যানেলের মধ্যে সেরা হওয়ার লড়াই লেগেই রয়েছে। তবে বিগত কয়েক সপ্তাহ ধরে লাগাতার বাজিমাত করছে জি বাংলার পরিণীতা। এসপ্তাহে কি পাল্টে গেল রেজাল্ট নাকি ফের সেরার সিংহাসনে পারুল?


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কে হল বেঙ্গল টপার? TRP List This Week

সম্প্রতি প্রকাশ্যে এসেছে এসপ্তাহের TRP তালিকা। আর সেখানে বিগত কয়েক সপ্তাহের মত আবারও বেঙ্গল টপার হয়েছে পরিণীতা। বাকি সবাইকে অনেকটা পিছনে ফেলে ৮.০ টিআরপি নিয়ে বাংলার সেরা মেগা হয়ে গিয়েছে পারুল ও রায়ানের কাহিনী। তাহলে সেরা পাঁচে ঠাঁই হল কাদের? চলুন দেখে নেওয়া যাক সেরা পাঁচ মেগার নাম ও তাদের প্রাপ্ত পয়েন্ট।

READ MORE:  রাখে হরি তো মারে কে! ট্রেনের তলায় শরীরের অর্ধেক, সহযাত্রীর সহায়তায় প্রাণ ফিরে পেলেন যুবক, হাড় হিম করা ভিডিও

এ সপ্তাহের সেরা পাঁচ ধারাবাহিক

পরিণীতার পরে দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলারই আরেক মেগা, জগদ্ধাত্রী। এসপ্তাহে জগদ্ধাত্রীর ঝুলিতে এসেছে ৭.৫ পয়েন্ট। এরপর আচমকাই জব্বর টুইস্ট এনে ৭.৩ পয়েন্ট সহ তৃতীয় স্থানে ফুলকি সিরিয়াল। স্বামী-স্ত্রী থেকে ভাই বোন হয়ে যেতে পারে রোহিত-ফুলকি। মাথা ঘোরানো টুইস্টের প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। চতুর্থ স্থানে রয়েছে ষ্টার জলসার গীতা LLB ও জি বাংলার কোন গোপনে মন ভেসেছে। আর পঞ্চম হয়েছে রাঙ্গামতি তীরন্দাজ। অর্থাৎ এসপ্তাহেও জি এর পাল্লা ভারী সেরা পাঁচের তালিকায়। চলুন এবার সেরা দশের তালিকা দেখে নেওয়া যাক।

READ MORE:  Anurager Chhowa: TRP ফেরাতে মেগা টুইস্ট অনুরাগের ছোঁয়ায়, আসছে নতুন সোনা-রুপা, কারা তাঁরা? | Big Changes For Target Rating Point

বাংলা সিরিয়ালের সেরা দশের টিআরপি । Bengali Serial Top 10 Serial TRP

পরিণীতা – ৮.০
জগদ্ধাত্রী – ৭.৫
ফুলকি – ৭.৩
গীতা LLB, কোন গোপনে মন ভেসেছে – ৬.৬
রাঙামতি তীরন্দাজ – ৬.৫


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

উড়ান – ৫.৯
মিত্তির বাড়ি, আনন্দী – ৫.৫
গৃহপ্রবেশ – ৫.২
চিরস্খা – ৫.০
অনুরাগের ছোঁয়া + রোশনাই – ৪.৮

READ MORE:  Neem Phooler Madhu: সম্পন্ন হল নিম ফুলের মধুর শেষ দিনের শ্যুটিং, কবে অন্তিম পর্ব সম্প্রচার? মন খারাপ দর্শকদের | Zee Bangla Serial Is Going Off Soon

এই ছিল এসপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা। এছাড়া বেশ কিছু নতুন মেগার প্রোমোও প্রকাশ্যে এসেছে। আশা করা হচ্ছে নতুনেরা এলে পুরোনোদের সাথে জব্বর লড়াই চলবে। তবে সিরিয়াল ছাড়াও রিয়েলিটি শোয়ের জনপ্রিয়তাও রয়েছে বেশ। জি বাংলার দিদি নাম্বার ওয়ানের সানডে ধামাকা পর্ব ৫.২ পয়েন্ট ও সারেগামাপা ৫.৯ টিআরপি পেয়েছে এসপ্তাহে।

Scroll to Top