TRP List : শুরুতেই ছক্কা হাঁকালো পরশুরাম! পরিণীতার কী হাল? দেখুন ওলটপালট TRP তালিকা | Bengali Serial TRP List Parineeta Again Becomes Bengal Topper

পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেখতে দেখতে মার্চ মাসের শেষ সপ্তাহে চলে এল। আর বৃহস্পতিবার মানেই বাঙালি দর্শকেরা সিরিয়ালের টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) জন্য অপেক্ষায় থাকেন। ইতিমধ্যেই এসপ্তাহের তালিকা প্রকাশ্যে এসেছে, যেখানে রীতিমত চমক অপেক্ষা করে রয়েছে। পুরোনোদের টেক্কা দিয়ে সেরা পাঁচে এন্ট্রি নিয়েছে নতুন মেগা। কে হল বেঙ্গল টপার? চলুন দেখে নেওয়া যাক।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কে হল বেঙ্গল টপার? TRP List This Week

বিগত  কয়েক সপ্তাহের মত এবারেও সকলকে টেক্কা দিয়ে বেঙ্গল টপার হয়েছে পরিণীতা। এসপ্তাহে ৬.৮ পয়েন্ট এসেছে রায়ান ও পারুলের জুটির ঝুলিতে। তবে দ্বিতীয় স্থানে থাকা ধারাবাহিকের পয়েন্টের ফারাক খুব একটা বেশি নয়! একটুর জন্য এবারের মত প্রথম হওয়ার সুযোগ হারিয়েছে সিরিয়ালটি। ভাবছেন কারা রয়েছে সেরা পাঁচে? চলুন দেখে নেওয়া যাক তালিকা।

READ MORE:  ১৮ বছর বয়সী সুন্দরী চোখ টিপে জাতীয় ক্রাশ হয়ে উঠলেন, ৭ বছর পর অত্যন্ত সুন্দরী হয়ে উঠলেন, এই কাজ করলেন

এ সপ্তাহের সেরা পাঁচ ধারাবাহিক

অল্পের জন্য পরিণীতাকে টেক্কা না দিতে পেরে ৬.৭ পয়েন্ট সহ দ্বিতীয় স্থানে রয়েছে রাঙ্গামতি তীরন্দাজ। এর ঠিক পরেই রয়েছে সকলের প্রিয় জগদ্ধাত্রী, এসপ্তাহে জ্যাসের ঝুলিতে এসেছে ৬.৬ পয়েন্ট। তারপর রীতিমত ছক্কা হাঁকিয়ে চতুর্থ স্থানে তৃণা ও ইন্দ্রনীলের নতুন মেগা পরশুরাম আজকের নায়ক। টানটান উত্তেজনার পর্বের জেরে এসপ্তাহে পরশুরাম পেয়েছে ৬.৪ পয়েন্ট। আর পঞ্চম স্থানে রয়েছে কথা, যার প্রাপ্ত পয়েন্ট ৬.৩। এই ছিল সেরা পাঁচ, আর নিচে সম্পূর্ণ সেরা দশের নম্বর সহ তালিকা দেওয়া হল।

বাংলা সিরিয়ালের সেরা দশের টিআরপি । Bengali Serial Top 10 Serial TRP

পরিণীতা – ৬.৮
রাঙ্গামতি তীরন্দাজ – ৬.৭
জগদ্ধাত্রী – ৬.৬
পরশুরাম আজকের নায়ক – ৬.৪
কথা – ৬.৩

গীতা LLB, ফুলকি – ৬.১
কোন গোপনে মন ভেসেছে, গৃহপ্রবেশ, চিরদিনই তুমি যে আমার – ৫.৯
চিরসখা – ৫.৫
মিত্তির বাড়ি – ৫.৩
অনুরাগের ছোঁয়া + রোশনাই – ৫.২

READ MORE:  Target Rating Point: শুরুতেই সেরার তালিকায় চিরসখা, পারুল না কথা এসপ্তাহে ছক্কা হাঁকাল কে? দেখুন TRP লিস্ট | Bengali Serial TRP List This Week

এই ছিল বাংলা সিরিয়ালের সেরা দশের তালিকা। তবে, সিরিয়াল ছাড়াও রিয়েলিটি শো দেখার জন মুকিয়ে থাকে আমজনতা। এবারের টিআরপি তালিকা অনুযায়ী, জি বাংলার দিদি নাম্বার ওয়ান সানডে ধামাকা পেয়েছে ৩.৭। ডান্স বাংলা ডান্সের ওপেনিং পর্ব পেয়েছে ৫.২ পয়েন্ট।

Scroll to Top