TRP List : শুরুতেই ছক্কা হাঁকালো পরশুরাম! পরিণীতার কী হাল? দেখুন ওলটপালট TRP তালিকা | Bengali Serial TRP List Parineeta Again Becomes Bengal Topper
পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেখতে দেখতে মার্চ মাসের শেষ সপ্তাহে চলে এল। আর বৃহস্পতিবার মানেই বাঙালি দর্শকেরা সিরিয়ালের টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) জন্য অপেক্ষায় থাকেন। ইতিমধ্যেই এসপ্তাহের তালিকা প্রকাশ্যে এসেছে, যেখানে রীতিমত চমক অপেক্ষা করে রয়েছে। পুরোনোদের টেক্কা দিয়ে সেরা পাঁচে এন্ট্রি নিয়েছে নতুন মেগা। কে হল বেঙ্গল টপার? চলুন দেখে নেওয়া যাক।
বিগত কয়েক সপ্তাহের মত এবারেও সকলকে টেক্কা দিয়ে বেঙ্গল টপার হয়েছে পরিণীতা। এসপ্তাহে ৬.৮ পয়েন্ট এসেছে রায়ান ও পারুলের জুটির ঝুলিতে। তবে দ্বিতীয় স্থানে থাকা ধারাবাহিকের পয়েন্টের ফারাক খুব একটা বেশি নয়! একটুর জন্য এবারের মত প্রথম হওয়ার সুযোগ হারিয়েছে সিরিয়ালটি। ভাবছেন কারা রয়েছে সেরা পাঁচে? চলুন দেখে নেওয়া যাক তালিকা।
অল্পের জন্য পরিণীতাকে টেক্কা না দিতে পেরে ৬.৭ পয়েন্ট সহ দ্বিতীয় স্থানে রয়েছে রাঙ্গামতি তীরন্দাজ। এর ঠিক পরেই রয়েছে সকলের প্রিয় জগদ্ধাত্রী, এসপ্তাহে জ্যাসের ঝুলিতে এসেছে ৬.৬ পয়েন্ট। তারপর রীতিমত ছক্কা হাঁকিয়ে চতুর্থ স্থানে তৃণা ও ইন্দ্রনীলের নতুন মেগা পরশুরাম আজকের নায়ক। টানটান উত্তেজনার পর্বের জেরে এসপ্তাহে পরশুরাম পেয়েছে ৬.৪ পয়েন্ট। আর পঞ্চম স্থানে রয়েছে কথা, যার প্রাপ্ত পয়েন্ট ৬.৩। এই ছিল সেরা পাঁচ, আর নিচে সম্পূর্ণ সেরা দশের নম্বর সহ তালিকা দেওয়া হল।
পরিণীতা – ৬.৮
রাঙ্গামতি তীরন্দাজ – ৬.৭
জগদ্ধাত্রী – ৬.৬
পরশুরাম আজকের নায়ক – ৬.৪
কথা – ৬.৩
গীতা LLB, ফুলকি – ৬.১
কোন গোপনে মন ভেসেছে, গৃহপ্রবেশ, চিরদিনই তুমি যে আমার – ৫.৯
চিরসখা – ৫.৫
মিত্তির বাড়ি – ৫.৩
অনুরাগের ছোঁয়া + রোশনাই – ৫.২
এই ছিল বাংলা সিরিয়ালের সেরা দশের তালিকা। তবে, সিরিয়াল ছাড়াও রিয়েলিটি শো দেখার জন মুকিয়ে থাকে আমজনতা। এবারের টিআরপি তালিকা অনুযায়ী, জি বাংলার দিদি নাম্বার ওয়ান সানডে ধামাকা পেয়েছে ৩.৭। ডান্স বাংলা ডান্সের ওপেনিং পর্ব পেয়েছে ৫.২ পয়েন্ট।
সুমন পাত্র, কলকাতা: গত জানুয়ারিতে লঞ্চ হয়েছে Samsung Galaxy S25 5G। কয়েকমাস যেতে না যেতেই…
প্রীতি পোদ্দার, কলকাতা: শুরু থেকেই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) লন্ডন যাত্রা নিয়ে একের পর এক নানা…
শ্বেতা মিত্র, কলকাতা: এখনো অবধি ভারতের অনেক রাজ্য এমন আছে যারা কিনা পুরাতন পেনশন প্রকল্প…
অঙ্কিতা মন্ডল, কলকাতা: যদি আপনার কাছে Samsung এর ফোন বা ট্যাবলেট থাকে এবং আপনি অ্যান্ড্রয়েড…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই সপ্তম বেতন থেকে শুরু করে অষ্টম বেতন পে…
শ্বেতা মিত্র, কলকাতা: রাজ্যবাসীর জন্য দারুণ সুখবর। এবার নতুন মাস অর্থাৎ এপ্রিল থেকে মিলবে একদম…
This website uses cookies.