লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Truke Buds Dyno Launched: হাজার টাকার কমে ৭০ ঘন্টা ব্যাটারি লাইফ সহ লঞ্চ হল Truke Buds Dyno ইয়ারবাডস, পাবেন স্বচ্ছ চার্জিং কেস | Truke Buds Dyno Price

Published on:

যারা কম বাজেট দীর্ঘ ব্যাটারি লাইফের ইয়ারবাডস খোঁজ করছেন তাদের জন্য Truke নিয়ে এল Buds Dyno ইয়ারবাডস। এটি কোম্পানির গেমিং সিরিজের নতুন ইয়ারবাডস। ১০০০ টাকার কমের এই ইয়ারবাডস HiFi সাউন্ড, স্টেবল কানেক্টিভিটি অফার করবে। এর চার্জিং কেসে রয়েছে ট্রান্সপারেন্ট কভার, ফলে ভিতরের সবকিছু দেখা যাবে। আসুন Truke Buds Dyno ইয়ারবাডসের দাম ও সম্পূর্ণ ফিচার জেনে নেওয়া যাক।

READ MORE:  U&i ভারতে আনল ছয় ছয়টি নতুন ইয়ারবাড ও নেকব্যান্ড, দাম শুরু মাত্র ৫৬৫ টাকা থেকে

Truke Buds Dyno এর দাম ও সেল

Truke Buds Dyno প্রথম সেলে মাত্র ৭৯৯ টাকায় কেনা যাবে, প্রথম দুই ঘণ্টা এই অফার পাওয়া যাবে। এরপর এর দাম হয়ে যাবে ৯৯৯ টাকা। ২১ এপ্রিল থেকে এটি Amazon, Flipkart ও Truke-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে। কোম্পানি এর সাথে এক বছরের ওয়ারেন্টিও দিচ্ছে।

READ MORE:  ৬৪ জিবি পর্যন্ত র‌্যাম সহ লঞ্চ হল Asus ExpertBook P সিরিজের ল্যাপটপ, দাম সাধ্যের মধ্যে

Truke Buds Dyno এর ডিজাইন ও ফিচার

Truke Buds Dyno-এর প্রিমিয়াম লেদার ফিনিশ এবং স্লিম আকৃতির কেস একে আকর্ষণীয় করে তুলেছে। এটি রেভেন ব্ল্যাক, ওক ব্রাউন ও আর্কটিক ব্লু কালার অপশনে পাওয়া যাবে। এই ইয়ারবাডসে পাওয়া যাবে ১৩ এমএম টাইটেনিয়াম ড্রাইভার, যা ৩৬০ ডিগ্রি স্প্যাশিয়াল সাউন্ড অফার করে। এতে ব্লুটুথ ৫.৪ ভার্সন থাকায় কানেক্টিভিটি খুবই দ্রুত এবং নিরবিচ্ছিন্ন পাওয়া যাবে।

READ MORE:  Smart TV: প্রিমিয়াম ফিচার ও বড় স্ক্রিনের সস্তা Smart TV খোঁজ করছেন? এই তিনটি মডেলে রয়েছে দুর্দান্ত ডিল | Big Screen Smart TV Under 20000

ব্যাটারি লাইফের কথা বললে, কোম্পানির দাবি Truke Buds Dyno চার্জিং কেসসহ ৭০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম দেবে। আর এতে রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। যারা গেম খেলেন, তাদের জন্য এই ইয়ারবাডসে ৪০ এমএস লেটেন্সি পাওয়া যাবে, যা গেমিং অভিজ্ঞতা অনেক উন্নত করবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.