লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Trump Tariff Effect: চীনের উপর অতিরিক্ত শুল্ক, ট্রাম্পের চালে ভারত থেকে সস্তায় iPhone সহ ল্যাপটপ যাচ্ছে আমেরিকায় | India’s Electronic Exports

Published on:

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ট্যারিফ নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন। এর ফলে ভারত ও ভিয়েতনাম থেকে রফতানি হওয়া স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক প্রোডাক্টের ওপর ২০ শতাংশ পর্যন্ত ট্যারিফ সুবিধা মিলবে। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্ত বিশ্ববাজারে ভারসাম্য আনতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

চীনের উপর অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক

ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন (ICEA) জানিয়েছে, আমেরিকা সম্প্রতি যেসব ইলেকট্রনিক প্রোডাক্টের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ করেছিল, তার থেকে ভারত ও ভিয়েতনামকে ছাড় দিয়েছে। যদিও চীনকে অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক দিতে হবে, যার ফলে ভারত ও ভিয়েতনাম থেকে রফতানি হওয়া প্রোডাক্ট তুলনামূলকভাবে সস্তা হবে।

READ MORE:  Solar Eclipse 2025: ২৯ মার্চ বছরের প্রথম সূর্যগ্রহণ, বিশেষ ডুডল তৈরি করল গুগল | Solar Eclipse Time and Date

ভারত থেকে আমদানি বাড়বে

ICEA-র চেয়ারম্যান পঙ্কজ মোহিন্দ্রুর মতে, অ্যাপল, ফক্সকন, ডিক্সনের মতো সংস্থাগুলি ভারত থেকে রফতানি আরও বাড়াতে পারে। ভারতের আইফোন তৈরির ফ্যাক্টরিগুলিতে ইতিমধ্যেই বিপুল কর্মসংস্থানের সৃষ্টি করছে। এই সুবিধার ফলে প্রোডাকশন আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে মোবাইল ফোন রফতানির পরিমাণ ২ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এর মধ্যে আইফোনের অবদান থাকতে পারে ১.৫ লক্ষ কোটি টাকা। গত বছর এই রফতানির পরিমাণ ছিল ১.২৯ লক্ষ কোটি টাকা।

READ MORE:  Lenovo ThinkBook Plus Gen 6: গোলানো যাবে ডিসপ্লে, যুগান্তকারী ল্যাপটপ আনল Lenovo | Lenovo ThinkBook Plus Gen 6 Rollable AI Laptop Launched
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.