লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

TVS লঞ্চ করল নতুন Jupiter 110, দাম Activa-র থেকে 5,000 টাকা কম

Published on:

সোমবার TVS লঞ্চ করল ভারত সরকারের BS6 ফেজ-টু বা OBD-2B নির্গমন বিধির মানসম্মত নতুন Jupiter। স্কুটারটির ১০০ সিসির সংস্করণ আপডেট করেছে কোম্পানি। দেশজুড়ে সমস্ত ডিলারশিপে আপডেটেড মডেলটি পাওয়া যাচ্ছে, বলে জানিয়েছে টিভিএস। 2025 TVS Jupiter 100 স্কুটারের দাম রাখা হয়েছে ৭৬,৬৯১ টাকা (এক্স-শোরুম)।

কোম্পানি জানিয়েছে, তাদের লক্ষ্য ২০২৫ সালের মার্চের শেষ নাগাদ তাদের সম্পূর্ণ লাইনআপকে OBD-2B মানদন্ডে রূপান্তর করা। এই ঘোষণার ইঙ্গিত আগামীদিনে আরও কয়েকটি আপডেটেড মডেল লঞ্চ হতে পারে। এই ধরনের দুই চাকার গাড়িগুলির সেন্সর প্রযুক্তি উল্লেখযোগ্যভাবে উন্নত করা হয়েছে। এই সিস্টেমে একঝাঁক সেন্সর রয়েছে যা থ্রোটল রেসপন্স, এয়ার-ফুয়েল রেশিও, ইঞ্জিনের তাপমাত্রা, জ্বালানি স্তর এবং ইঞ্জিনের গতির উপর তথ্য সংগ্রহ করে।

READ MORE:  2025 KTM 390 Duke Launch: মাইলেজ বাড়াতে যুক্ত হচ্ছে বিশেষ ফিচার, KTM-এর বাইক এবার পছন্দ হবে সকলের | 2025 KTM 390 Duke Price

2025 TVS Jupiter 110: বৈশিষ্ট্য

বৈশিষ্ট্যের দিক থেকে, টিভিএস জুপিটার ১১০-এর উচ্চ ভ্যারিয়েন্টগুলিতে রয়েছে একটি রঙিন এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যা ম্যাপমাইইন্ডিয়া দ্বারা চালিত এবং ব্লুটুথ সংযোগ ও টার্ন-বাই-টার্ন নেভিগেশন সুবিধা পাওয়া যাবে। এই স্কুটার সাতটি রঙের বিকল্প থেকে বেছে নিতে পারবেন – ডন ব্লু ম্যাট, গ্যালাকটিক কপার ম্যাট, স্টারলাইট ব্লু গ্লস, টাইটানিয়াম গ্রে ম্যাট, লুনার হোয়াইট গ্লস টোয়াইলাইট পার্পল গ্লস, ও মেটিওর রেড গ্লস।

READ MORE:  আজ বুক করলে পাবেন ২০২৮ সালে, দেশে গাড়ির রেকর্ড চাহিদা দেখে হিমশিম খাচ্ছে Lamborghini

ইঞ্জিন স্পেসিফিকেশন

যান্ত্রিকভাবে, স্কুটারটি অপরিবর্তিত রাখা হয়েছে। এতে মিলবে ১১৩.৩ সিসির সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন, যা সর্বোচ্চ ৮ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে। আইজিও অ্যাসিস্টের সাথে সর্বোচ্চ টর্ক আউটপুট ৯.৮ এনএম এবং আইজিও অ্যাসিস্ট ছাড়া ৯.২ এনএম টর্ক। এর সঙ্গে রয়েছে সিভিটি ট্রান্সমিশন। স্কুটারের সামনে রয়েছে ডিস্ক ব্রেক ও টেলিস্কপিক সাসপেনশন এবং পিছনে ড্রাম ব্রেক। ভারতে জুপিটারের সবথেকে বড় প্রতিপক্ষ হল হোন্ডা অ্যাক্টিভা।

READ MORE:  Royal Enfield Classic 650 Design: বাজার কাঁপিয়ে লঞ্চ হল Royal Enfield Classic 650, লুকস দেখলে মুগ্ধ হবেন! | Royal Enfield Classic 650 Launched

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.