TVS Apache RR 310 2025 Launched: নতুন ইঞ্জিনের সাথে দুর্দান্ত পারফরম্যান্স দেবে TVS Apache RR 310, দাম কত
TVS Apache RR 310 মোটরসাইকেলের নতুন আপডেটেড মডেল বাজারে এল। এই নতুন বাইকে সরকারী নিয়ম অনুযায়ী OBD-2B স্ট্যান্ডার্ডের ইঞ্জিন পাওয়া যাবে। আশা করা যায় নতুন ইঞ্জিন বাইকের পারফরম্যান্সে উন্নতি ঘটাবে। এর পাশাপাশি কিছু ছোটখাটো পরিবর্তনও করা হয়েছে। ফলে বলতে দ্বিধা নেই যে, নতুন TVS Apache RR 310 বাইকটি বিভিন্ন দিক থেকে আরও শক্তিশালী, কার্যকরী এবং আধুনিক হয়ে উঠেছে।
নতুন টিভিএস অ্যাপাচি আরআর ৩১০ বিভিন্ন কালার অপশনে এসেছে, যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য সেপাং ব্লু রেস রিপ্লিকা কালার স্কিম। এটি মোট ৩টি স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট এবং ৩টি বিল্ট টু অর্ডার (BTO) কাস্টমাইজেশন কিটসহ পাওয়া যাবে।
এরমধ্যে টিভিএস অ্যাপাচি আরআর ৩১০ এর কুইকশিফটার ছাড়া রেড ভ্যারিয়েন্টের দাম ২,৭৭,৯৯৯ টাকা। আর কুইকশিফটার যুক্ত রেড ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২,৯৪,৯৯৯ টাকা। আর বোম্বার গ্রে কালার অপশন কিনতে খরচ হবে ২,৯৯,৯৯৯ টাকা।
BTO কিটের জন্য আলাদা দাম ধার্য করা হয়েছে, যার মধ্যে ডাইনামিক কিটের দাম ১৮,০০০ টাকা, ডাইনামিক প্রো কিটের দাম ১৬,০০০ টাকা এবং রেস রিপ্লিকা কালার স্কিমের জন্য ১০,০০০ টাকা অতিরিক্ত দিতে হবে। নতুন মডেলটি TVS এর ওয়েবসাইট এবং অনুমোদিত ডিলারশিপ থেকে বুক করা যাবে।
টিভিএস অ্যাপাচি আরআর ৩১০ এর ডিজাইনের কথা বললে, একে রেসিং এবং ট্র্যাক পারফরম্যান্সের দিকে মনোযোগ দিয়ে তৈরি করা হয়েছে। এতে ফুল-ফেয়ারড ডিজাইন এবং ট্র্যাক-কেন্দ্রিক এর্গোনোমিক্স রয়েছে। বাইকটি ৪টি রাইডিং মোড সহ এসেছে – ট্র্যাক, স্পোর্ট, আর্বান এবং রেন।
টিভিএস অ্যাপাচি আরআর ৩১০ বাইকের উচ্চতা ১,১৩৫ মিমি, দৈর্ঘ্য ২,০০১ মিমি এবং প্রস্থ ৭৮৬ মিমি। এর হুইলবেস ১,৩৬৫ মিমি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮০ মিমি, এবং ওজন ১৭৪ কেজি। এতে ১১ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। সাথে পাওয়া যাবে ৫ ইঞ্চি TFT স্ক্রিন।
এতে সিকোয়েন্সিয়াল টার্ন সিগনাল ল্যাম্প এবং কর্নারিং ড্র্যাগ টর্ক কন্ট্রোল উপস্থিত। এর সাসপেনশন সিস্টেমে টেলিস্কোপিক ফর্ক এবং অ্যালুমিনিয়াম ডাই-কাস্ট সুইংআর্ম সাসপেনশন পাওয়া যাবে। ব্রেকিং সিস্টেমের কথা বললে, এই বাইকে ৩০০ মিমি পেটাল টাইপ ডিস্ক ব্রেক এবং ২৪০ মিমি ডিস্ক ব্রেক রয়েছে।
নতুন Apache RR 310 বাইকে ব্যবহার করা হয়েছে ৩১২ সিসি রিভার্স-ইনক্লাইন্ড DOHC ইঞ্জিন, যা ৯,৮০০ আরপিএমে ৩৮ পিএস ক্ষমতা এবং ৭,৯০০ আরপিএমে ২৯ নিউটন মিটার টর্ক জেনারেট করে। এই ইঞ্জিন ৬-স্পিড ট্রান্সমিশন গিয়ারবক্সের সাথে সংযুক্ত। টিভিএসের দাবি বাইকটি ২.৮২ সেকেন্ডে ০ থেকে ৬০ কিমি/ঘণ্টা এবং ৬.৭৪ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতিতে পৌঁছাতে সক্ষম। এর সর্বোচ্চ গতিবেগ ১৬৪ কিমি/ঘণ্টা।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাপের কামড়ে আর মৃত্যু হবে না কারোরই! বিরাট আবিষ্কার করে ফেললেন বিজ্ঞানীরা।…
সহেলি মিত্র, কলকাতাঃ স্কুল পড়ুয়াদের জন্য রইল দারুণ সুখবর। এবার দ্বাদশ শ্রেণী উত্তির্ণদের এক লাফে…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরি বাতিল হলেও তারা স্কুলে ফিরবেন না। তাদের এখন একটাই দাবি, যোগ্য-অযোগ্যদের…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারি (Lottery) কেটেই লক্ষীলাভ! কথাটা যেমন সব ক্ষেত্রে খাটে না, ঠিক তেমনই…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় সেনার (Indian Army) বিরাট কৃতিত্ব! চিনা আগ্রাসনের আশঙ্কায় ভারতের অরুণাচল প্রদেশ…
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। জানা যাচ্ছে, খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে…
This website uses cookies.