TVS Apache RTX 300 Features: বাজার কাঁপাবে TVS, আসছে নতুন Apache RTX 300 বাইক, লঞ্চের আগেই প্রকাশ্যে ছবি | TVS Apache RTX 300 Design

TVS মোটর কোম্পানির প্রথম অ্যাডভেঞ্চার বাইক, Apache RTX লঞ্চ হতে আর বেশি দেরি নেই। সংস্থা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, সাম্প্রতিক ঘটনাগুলি সেই দিকেই ইঙ্গিত করছে। জানুয়ারি মাসে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ইভেন্টে বাইকটি প্রথমবারের জন্য জনসমক্ষে আনা হয়েছিল। আর এখন কোম্পানি Apache RTX 300-এর ডিজাইন পেন্টেন্ট ফাইল করেছে। বর্তমানে দেশের অ্যাডভেঞ্চার ট্যুরার সেগমেন্টে দাপিয়ে বেড়াচ্ছে Himalayan, V-Strom SX, and Hero Xpulse-এর মতো মডেল। এদেরকে চ্যালেঞ্জ জানাবে টিভিএসের নতুন মডেলটি।

READ MORE:  Yamaha FZ-S Fi Hybrid: মাইলেজ নিয়ে চিন্তার দিন শেষ! দেশের প্রথম হাইব্রিড বাইক লঞ্চ করে চমকে দিল Yamaha | Yamaha FZ-S Fi Hybrid Launched

TVS Apache RTX 300 ডিজাইন ও হার্ডওয়্যর

টিভিএস অ্যাপাচি আরটিএক্স ৩০০ দেখতে কিছুটা ডুকাটি বা ট্রায়াম্ফের অ্যাডভেঞ্চার বাইকের মতো। প্রকৃত ট্যুরিং মোটরসাইকেলের মতো সামনের দিকে পাখির ঠোঁটের মতো মাডগার্ড, উইন্ডস্ক্রিন, ও স্প্লিট হেডল্যাম্প সেটআপ রয়েছে। অটো এক্সপো-তে প্রদর্শিত মডেলটি ক্র্যাশ গার্ড, নাকল গার্ড, টপ বক্স, সাইড প্যানিয়া, এবং আন্ডারবেলি প্যানের মতো অ্যাক্সেসরিজে সজ্জিত ছিল।

বাইকটির সামনে ও পিছনে যথাক্রমে ১৯ ইঞ্চি এবং ১৭ ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে, যা টিউবলেস টায়ার দিয়ে মোড়ানো। সামনের দিকে আপসাইড ডাউন ফর্ক এবং পিছনে মনোশক সাসপেনশন বর্তমান। দুই চাকায় সিঙ্গেল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। সাথে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম উপলব্ধ।

READ MORE:  এবার বাজারে ঝড় তুলবে Yamaha, আগুনে লুকস নিয়ে দেশে আসছে নতুন বাইক

TVS Apache RTX 300: ইঞ্জিন ও ফিচার্স

টিভিএস অ্যাপাচি আরটিএক্স ৩০০ কোম্পানির ব্র্যান্ড-নিউ ৩০০ সিসির লিকুইড কুলড ইঞ্জিনে ছুটবে, যা সর্বাধিক ৩৪ হর্সপাওয়ার এবং ২৮.৫ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। রাইড-বাই-ওয়্যার প্রযুক্তি ও ছয় গতির গিয়ারবক্সের সাথে যুক্ত রয়েছে ইঞ্জিনটি। ফিচার্সের কথা বললে, বাইকটিতে ফুল এলইডি লাইটিং, এলইডি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্টফোন কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, এবিএস মোড, ট্র্যাকশন কন্ট্রোল, ও ক্রুজ কন্ট্রোল থাকতে পারে।

READ MORE:  Activa ভুলে যাবেন, বিদেশে বিক্রিত হোন্ডার জনপ্রিয় স্টাইলিশ স্কুটার আসছে ভারতে

TVS Apache RTX 300: দাম

টিভিএস অ্যাপাচি আরটিএক্স ৩০০ বাইকটির দাম ২.৫০ লক্ষ টাকা থেকে ২.৬০ লক্ষ (এক্স-শোরুম) টাকার মধ্যে থাকবে বলে আশা করা যায়। এটি চলতি বছরের মাঝামাঝি সময় বা পুজোর মরসুমের ঠিক আগে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হতে পারে।

Scroll to Top