লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

TVS HLX Series Global Sales: বিশ্বের ৫৭টি দেশের বাজার কাঁপিয়ে রেকর্ড TVS-এর এই বাইকের, বিক্রি শুনলে চমকে যাবেন

Published on:

২০১৩ সালে আফ্রিকাতে প্রথম লঞ্চ হয়েছিল TVS HLX। বর্তমানে আমেরিকা, আফ্রিকা এবং মধ্য এশিয়া-সহ ৫৭টি দেশে বিক্রি হয় এই বাইক।

শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: বিশ্বের একাধিক দেশের বাজারে উজ্জ্বল উপস্থিতি রয়েছে ভারতীয় সংস্থা টিভিএস মোটর কোম্পানির। বিশেষ করে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলিতে। সম্প্রতি এক বিরাট মাইলফলক অর্জন করেছে ভারতের এই সংস্থা। বিশ্বজুড়ে TVS HLX সিরিজের মোটরসাইকেলের বিক্রি ৪০ লাখ অতিক্রম করেছে। বর্তমানে আমেরিকা, আফ্রিকা এবং মধ্য এশিয়া-সহ ৫৭টি দেশে বিক্রি হয় এই বাইক।

READ MORE:  Yamaha R3 & MT 03: আনন্দে ভাসছে ক্রেতারা, বাইকের দাম পুরো 1 লক্ষ টাকা কমানোর ঘোষণা করল Yamaha | Yamaha R3 & MT 03 Price Drop India

২০১৩ সালে আফ্রিকাতে প্রথম লঞ্চ হয়েছিল TVS HLX বাইক। প্রথম ১০ লাখ বিক্রির মাইলস্টোন স্পর্শ করে ২০১৯ সালে। অবাক করার মতো বিষয় হল, গত ২ বছরেই আরও ১০ লাখ ইউনিট বিক্রির নজির স্পর্শ করেছে সংস্থা। ব্যক্তিগত ব্যবহারের মোটরসাইকেল ট্যাক্সি এবং ডেলিভারি পরিষেবাতেও বিপুল স্তরে ব্যবহার হয় এই বাইক।

টিভিএস মোটর কোম্পানির ইন্টারন্যাশনাল বিজনেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল নায়ক এক বিবৃতিতে বলেন, “৪০ লাখ বিক্রিতে পৌঁছানো টিভিএস এইচএলএক্সের প্রতি গ্রাহকদের আস্থার প্রমাণ। এটি একটি নির্ভরযোগ্য গতিশীলতা অংশীদার হিসেবে কাজ করে, যা বিক্রয়োত্তর পরিষেবা, খুচরা যন্ত্রাংশ এবং প্রশিক্ষিত প্রযুক্তিবিদদের নেটওয়ার্ক দ্বারা সমর্থিত। মালিকানা সহজ করার জন্য আর্থিক বিকল্পও উপলব্ধ রয়েছে।”

READ MORE:  ১৫ বছরের পুরনো গাড়িতে পেট্রল-ডিজেল ভরাতে দেবে না সরকার, তাহলে চালাবেন কীভাবে | Delhi Ban Fuel 15 Year Old Vehicles

টিভিএস জানিয়েছে, আফ্রিকার মতো বাজারে উচ্চ ওজন নেওয়ার মতো দক্ষতা এবং বড় আসনের সাথ মানিয়ে নেওয়ার জন্য এই বাইকটিকে প্রকাশ করা হয়েছে। LED হেডলাইট, ডিস্ক ব্রেক, সেমি-ডিজিটাল স্পিডোমিটার, IOC প্রযুক্তি, অ্যান্টি-থেফট এলার্ট এবং উন্নত সাসপেনশনের মতো একাধিক বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।

TVS HLX মোটরসাইকেল সিরিজের অধীনে HLX Plus HLX 125 4G, HLX 125 5G, HLX 150, এবং HLX 150X মডেলের একাধিক বাইক পাওয়া যায়। সংস্থার সাম্প্রতিক সংযোজনগুলি হল HLX 150 DISC এবং HLX 150 F, যা মূলত ডেলিভারি এবং ব্যক্তিগত দুই ব্যবহারের কথা মাথায় রেখে হাজির করেছে কোম্পানি।

READ MORE:  BNC Perfetto Electric Scooter Launched: জাপানি প্রযুক্তির ইলেকট্রিক স্কুটার লঞ্চ হল ভারতে, ফুল চার্জে পাবেন ১৬০ কিমি রেঞ্জ | BNC Perfetto Electric Scooter Price

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.