TVS Ronin Rann Utsav Edition Engine: সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে নতুন বাইক আনল TVS | TVS Ronin Rann Utsav Edition Unveiled

মোটরসাইক্লিং এবং সাংস্কৃতিক ঐতিহ্য পালন করার লক্ষ্যে গুজরাত ট্যুরিজমের সঙ্গে হাত মিলিয়ে বিশেষ TVS Ronin “রণ উৎসব এডিশন” লঞ্চ করতে চলেছে কোম্পানি। এই এডিশনের একটি নয়, দুটি বাইক প্রকাশ করেছে টিভিএস। এই উৎসব, পর্যটন প্রচারে এবং ২০৪৭ সালের মধ্যে “বিকশিত ভারত”-এর দৃষ্টিভঙ্গিকে সমর্থন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দাবি করা হয়েছে।

TVS Ronin Rann Utsav Edition : বাইকের ডিজাইন

গুজরাতের ঐতিহ্য, রণ উৎসবের বিশেষত্বকে মোটরসাইকেলের মধ্যে আকর্ষণীয় গ্রাফিক্স এবং প্যাটার্নের মধ্যে দিয়ে ফুঁটিয়ে তুলেছে টিভিএস। কোম্পানির লক্ষ্য, মডার্ন ইঞ্জিনিয়ারিংকে আরও অভিনব রূপ দেওয়া, যা স্পষ্টত বোঝা যায় বাইকের সামগ্রিক চেহারা এবং ফ্রন্ট মাডগার্ড দেখলেই। জানা গিয়েছে, এই স্পেশাল এডিশনের দাম, স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের তুলনায় ৪,০০০ টাকা বেশি হতে পারে।

READ MORE:  BNC Perfetto Electric Scooter Launched: জাপানি প্রযুক্তির ইলেকট্রিক স্কুটার লঞ্চ হল ভারতে, ফুল চার্জে পাবেন ১৬০ কিমি রেঞ্জ | BNC Perfetto Electric Scooter Price

TVS Ronin Rann Utsav Edition : ইঞ্জিন ও ফিচার্স

ডিজাইনগত নানা পরিবর্তন করা হলেও টিভিএস রনিন বাইকটির স্পেশাল এডিশনের ইঞ্জিন পারফরম্যান্স অপরিবর্তিত রয়েছে। এতে পাওয়া যাবে ২২৫.৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুল্ড ইঞ্জিন, যা থেকে সর্বাধিক ২০.১ হর্সপাওয়ার এবং ১৯.৯৩ এনএম টর্ক উৎপন্ন হয়। নিও-রেট্রো স্টাইলের ক্রুজার বাইক হিসাবে এটি দেশে জনপ্রিয়।

READ MORE:  Know What is ABS: ABS-এর নাম সবাই শুনেছেন, কিন্তু এটি কীভাবে দুর্ঘটনার ঝুঁকি কমায় জানেন কি | How does work ABS in Bikes

মোটরসাইকেলের সামনে রয়েছে আপসাইড ডাউন সাসপেনশন এবং পিছনে মজুত সেভেন স্টেপ অ্যাডজাস্টেবেল মনোশক। ব্রেকিংয়ের জন্য পরিপাটি ব্যবস্থা রয়েছে বাইকে। দু’চাকাতেই মিলবে ডিস্ক ব্রেক, সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লকিং ব্রেকিং সিস্টেম। বাইকে উপস্থিত ইংরেজি টি আকৃতির এলইডি ডিআরএল, এলইডি হেডল্যাম্প, দুটি রাইডিং মোড এবং ১৭ ইঞ্চি অ্যালয় হুইল।

টিভিএসের প্রিমিয়াম-এর ব্যবসায়িক প্রধান বিমল সুম্বলি বলেন, “আমাদের কোম্পানি মোটরসাইকেলের সাথে জীবনধারা, অ্যাডভেঞ্চার এবং সংস্কৃতিকে একত্রিত করার চেষ্টা করে। রণ উৎসব, তার ঐতিহ্যের সাথে, মোটরসাইকেল চালানো এবং ভারতের শৈল্পিক ঐতিহ্যের মধ্যে এই সংযোগ প্রদর্শনের জন্য একটি আদর্শ পরিবেশ প্রদান করে।” এর পাশাপাশি তিনি রাজ্যের পর্যটন সচিব রাজেন্দ্র কুমার উৎসবের বিকাশ এবং পর্যটন গন্তব্য হিসেবে গুজরাতের এর ভূমিকা সম্পর্কেও কথা বলেন।

READ MORE:  চালাতে যেমন আরাম, তেমন দুর্ধর্ষ মাইলেজ, TVS-এর এই বাইক কিনতে ভিড় ক্রেতাদের

Scroll to Top