Two Wheeler: নতুন বাইক ও স্কুটারের সাথে দুটো হেলমেট পাবেন বিনামূল্যে, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর
হেলমেট ব্যবহারে উৎসাহ দিতে এবং সচেতনতা বাড়াতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। সাম্প্রতিক কালে, হেলমেট না থাকার কারণে দুর্ঘটনার জেরে আহত হয়েছেন বহু আরোহী। এই দুর্ঘটনার রাশ টানার জন্য হেলমেট ব্যবহারে উৎসাহ জাগাচ্ছে কেন্দ্রীয় সরকার। যে কারণে নতুন বাইক কিনলে দুটি ISI (ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট) মানের হেলমেট বিনামূল্যে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি দু’চাকা বিক্রেতাদের প্রতি এই নির্দেশনা জারি করেছেন। শীঘ্রই তা আইনে পরিণত হতে পারে বলে জানা গিয়েছে। তিনি বলেছেন, ব্যতিক্রম ছাড়াই সমস্ত দু’চাকার গাড়িতে দুটি আইএসআই-প্রত্যয়িত হেলমেট থাকা উচিত। নয়া দিল্লিতে অটো সামিটে এই কথা জানিয়েছেন তিনি।
গড়করির এই ঘোষণাকে সমর্থন করেছে ভারতের টু-হুইলার হেলমেট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (THMA)। এখানে উল্লেখ করা প্রয়োজন, গত কয়েক বছরে ভারতে সড়ক দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান ভারতের সড়ক নিরাপত্তার এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে।
প্রতি বছর ৪,৮০,০০০ এরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটে এবং ১,৮৮,০০০ জন মারা যায়। এই ৬৬ শতাংশ দুর্ঘটনার মধ্যে ১৮ থেকে ৪৫ বছর বয়সী ব্যক্তিরা জড়িত। দুই চাকার গাড়ির মৃত্যুর মধ্যে, বার্ষিক ৬৯,০০০ এরও বেশি মৃত্যু ঘটে এবং ৫০ শতাংশ হেলমেট না থাকার কারণে ঘটে।”
সড়ক দুর্ঘটনা বৃদ্ধির জন্য ইঞ্জিনিয়ারদের দায়ী করে কেন্দ্রীয় মন্ত্রী নিম্নমানের বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) -এর দিকেও ইঙ্গিত করেছেন। তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার ২০৩০ সালের মধ্যে দুর্ঘটনার হার ৫০% কমানোর লক্ষ্য নিয়েছে।
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি পড়শী দেশে ঘটে যাওয়া এক ট্রেন (Pakistan Railway) হাইজ্যাকের ঘটনার পর…
সহেলি মিত্র, কলকাতা: আজ পয়লা বৈশাখ। চারিদিকে সাজো সাজো রব। কিন্তু এই উৎসবে জল ঢালতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৫ই এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী বছরের প্রথম দিনটি…
সৌভিক মুখার্জী, কলকাতা: মুর্শিদাবাদ, যেখানে একসময় মিষ্টি ঘ্রাণ আর ইতিহাসের গল্প লেখা থাকতো, আজ এই…
সৌভিক মুখার্জী, কলকাতা: বয়সের অঙ্ক যত গড়ায় তত বিনিয়োগের দিকে ঝোঁক বাড়ে। বিশেষ করে সিনিয়র…
টেলিকম জগতের পর এবার অটোমোবাইল দুনিয়ায় বিপ্লব ঘটাতে চলেছে আম্বানির সংস্থা রিলায়েন্স। বহু প্রতিক্ষার পর…
This website uses cookies.