U 19 World Cup: দ্বিতীয়ার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিততেই ভরে গেল ঝুলি, তৃষাদের কত টাকা দিল BCCI? | Board of Control for Cricket in India Prize Money For Women Team India
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার অনূর্ধ্ব-19 মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের জন্য জয়ের মুকুট মাথায় চড়ালো ভারতীয় দল। গতকাল, 2 ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে দুরন্ত দাপট দেখিয়ে 9 উইকেটে জয় তুলে নিয়েছে ভারতের মেয়েরা। এদিন জাতীয় দলের হয়ে শত্রু শিবিরের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন গঙ্গাদি তৃষা।
ভারতীয় তরুণীদের অসামান্য পারফরমেন্স দলকে সাফল্যের সিঁড়িতে তুলে দেয়। এবার সেই সূত্র ধরেই ভারতের তরুণী মহিলা দলের অসামান্য অবদানকে সম্মানিত করতে মোট অঙ্কের পুরস্কার ঘোষণা করে বসলো BCCI। ভারতীয় ক্রিকেট বোর্ডের টাকার অঙ্কটা জানালে ভিমড়ি খাবেন আপনিও।
অনূর্ধ্ব-19 মহিলা দলের হাত ধরে বিশ্বকাপে দ্বিতীয়বারের জন্য শিরোপা জয় করল টিম ইন্ডিয়া। ভারতের মেয়েদের হাড়ভাঙা পরিশ্রম ও আমরণ ময়দানে টিকে থাকার লড়াই গতকাল ভারতের ঝুড়িতে নতুন পালক পুরে দিয়েছে। এবার সেই পরিশ্রমকে সম্মান জানাতেই মোট অঙ্কের পুরস্কার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।
বেশ কিছু রিপোর্ট মারফত খবর, BCCI একটি বিবৃতিতে জানিয়েছে, দেশের মেয়েদের সাফল্যকে সম্মান জানাতে ভারতীয় কোচ নুশিন খাদিরের নেতৃত্বাধীন বিজয়ী দল ও সহকারি কোচিং স্টাফের জন্য 5 কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করা হলো। এই অর্থ তাদের চলার পথে যাবতীয় প্রতিকূল অবস্থার সঙ্গী হবে। সেই সাথে আগামীতে দেশের হয়ে লড়াই করতে উৎসাহ জোগাবে।
ভারতের অনূর্ধ্ব-19 মহিলা দলের সাফল্যকে সামনে রেখে বিজয়ী দলকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি রজার বিনি। বোর্ড সভাপতি লিখেছেন, অনূর্ধ্ব- 19 বিশ্বকাপজয়ী দলের মেয়েদের জন্য একরাশ শুভেচ্ছা রইল। লড়াইটা যথেষ্ট কঠিন ছিল।
সেই লড়াইয়ে একভাবে টিকে থেকে জয় পাওয়াটা মোটেই সহজ কথা নয়। ওরা এই কাজ করে দেখিয়েছে। গতকালই আমরা নমন আওয়ার্ড শো চলাকালীন ওদের পারফরমেন্স নিয়ে কথা বলেছিলাম। আর আজই ওরা গোটা দেশের গর্বের জায়গা তৈরি করেছে। ভারতীয় মহিলা ক্রিকেট ক্রমশ উন্নতির পথে এগিয়ে চলেছে। যার প্রমাণ এই খেতাব।
অনূর্ধ্ব-19 টুর্নামেন্টটিতে দলের হয়ে অসামান্য অবদান রেখেছেন ভারতের মেয়ে গঙ্গাদি তৃষা। এই টুর্নামেন্টে তাঁর ব্যাট শত্রু শিবিরের বিপক্ষে ঝোড়ো হাওয়া তুলে ছিল। বলে রাখি, তৃষার ব্যাট ঘুরে এই প্রতিযোগিতায় একটি শতরান এসেছিল ভারতের ঝুলিতে। সেই সাথে টুর্নামেন্টে একার কাঁধে 309 রানের দায়িত্ব নিয়েছিলেন তৃষা।
বিরাট রান সংখ্যা গড়ার পাশাপাশি বল হাতে 7 উইকেট শিকার করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালের আসরেও 3 উইকেট তুলেছেন তৃষা। আর এই পরিশ্রমের ফল টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই হাতেনাতে পেয়েছেন তিনি। নিজের অসাধারণ দক্ষতা দেখিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ ও প্লেয়ার অব দ্য সিরিজ দুই তকমাই নিজের নামের পাশে জুড়েছেন ভারতের এই প্রতিভাবান তরুণী।
প্রীতি পোদ্দার, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পাহেলগাঁও (Pahalgam Terror Attack) অঞ্চলে পর্যটকদের ওপরে জঙ্গিদের আক্রমণ সাড়া…
সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের 43টি আঞ্চলিক ব্যাঙ্ক এবার মিশে গিয়ে 28টি ব্যাঙ্কে পরিণত হচ্ছে। হ্যাঁ,…
রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। হ্যাঁ, মুখ্যমন্ত্রী এবার একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা (Government Announcement) করে…
চীনে আইকো আজ ঘোষণা মতো iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro স্মার্টফোন লঞ্চ…
প্রীতি পোদ্দার, কলকাতা: গরমকালে প্রখর রোদে তৃষ্ণা নিবারণ করতে অনেকেই রাস্তার ধারে দাঁড়িয়ে পুদিনার সরবত,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: 14 বছরের তুফান গতকাল উড়িয়ে দিয়েছে গুজরাতের তাবড় বোলারদের। সোমবার শুভমন গিলদের…
This website uses cookies.