লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

U 19 World Cup: দ্বিতীয়ার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিততেই ভরে গেল ঝুলি, তৃষাদের কত টাকা দিল BCCI? | Board of Control for Cricket in India Prize Money For Women Team India

Updated on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার অনূর্ধ্ব-19 মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের জন্য জয়ের মুকুট মাথায় চড়ালো ভারতীয় দল। গতকাল, 2 ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে দুরন্ত দাপট দেখিয়ে 9 উইকেটে জয় তুলে নিয়েছে ভারতের মেয়েরা। এদিন জাতীয় দলের হয়ে শত্রু শিবিরের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন গঙ্গাদি তৃষা।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

ভারতীয় তরুণীদের অসামান্য পারফরমেন্স দলকে সাফল্যের সিঁড়িতে তুলে দেয়। এবার সেই সূত্র ধরেই ভারতের তরুণী মহিলা দলের অসামান্য অবদানকে সম্মানিত করতে মোট অঙ্কের পুরস্কার ঘোষণা করে বসলো BCCI। ভারতীয় ক্রিকেট বোর্ডের টাকার অঙ্কটা জানালে ভিমড়ি খাবেন আপনিও।

অনূর্ধ্ব-19 মহিলা দলের সাফল্যে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা BCCI-এর

অনূর্ধ্ব-19 মহিলা দলের হাত ধরে বিশ্বকাপে দ্বিতীয়বারের জন্য শিরোপা জয় করল টিম ইন্ডিয়া। ভারতের মেয়েদের হাড়ভাঙা পরিশ্রম ও আমরণ ময়দানে টিকে থাকার লড়াই গতকাল ভারতের ঝুড়িতে নতুন পালক পুরে দিয়েছে। এবার সেই পরিশ্রমকে সম্মান জানাতেই মোট অঙ্কের পুরস্কার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

READ MORE:  Super Cup 2025: সুপার কাপে শক্তিশালী প্রতিপক্ষ পাচ্ছে ইস্টবেঙ্গল, প্রথম আসরে বাগানের শত্রু কারা?| Which Team Will East Bengal Face In The First Match Of Super Cup 2025

বেশ কিছু রিপোর্ট মারফত খবর, BCCI একটি বিবৃতিতে জানিয়েছে, দেশের মেয়েদের সাফল্যকে সম্মান জানাতে ভারতীয় কোচ নুশিন খাদিরের নেতৃত্বাধীন বিজয়ী দল ও সহকারি কোচিং স্টাফের জন্য 5 কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করা হলো। এই অর্থ তাদের চলার পথে যাবতীয় প্রতিকূল অবস্থার সঙ্গী হবে। সেই সাথে আগামীতে দেশের হয়ে লড়াই করতে উৎসাহ জোগাবে।

READ MORE:  Gold Price: বিশ্বের ১০টি দেশ যেখানে সোনার দাম সবচেয়ে কম, ভারতের তুলনায় কত সস্তা জানেন? | Gold Price India And Other Countries

শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বোর্ড সভাপতি

ভারতের অনূর্ধ্ব-19 মহিলা দলের সাফল্যকে সামনে রেখে বিজয়ী দলকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি রজার বিনি। বোর্ড সভাপতি লিখেছেন, অনূর্ধ্ব- 19 বিশ্বকাপজয়ী দলের মেয়েদের জন্য একরাশ শুভেচ্ছা রইল। লড়াইটা যথেষ্ট কঠিন ছিল।

সেই লড়াইয়ে একভাবে টিকে থেকে জয় পাওয়াটা মোটেই সহজ কথা নয়। ওরা এই কাজ করে দেখিয়েছে। গতকালই আমরা নমন আওয়ার্ড শো চলাকালীন ওদের পারফরমেন্স নিয়ে কথা বলেছিলাম। আর আজই ওরা গোটা দেশের গর্বের জায়গা তৈরি করেছে। ভারতীয় মহিলা ক্রিকেট ক্রমশ উন্নতির পথে এগিয়ে চলেছে। যার প্রমাণ এই খেতাব।

দলের হয়ে বিরাট দায়িত্ব নিয়েছিলেন গঙ্গাদি তৃষা

অনূর্ধ্ব-19 টুর্নামেন্টটিতে দলের হয়ে অসামান্য অবদান রেখেছেন ভারতের মেয়ে গঙ্গাদি তৃষা। এই টুর্নামেন্টে তাঁর ব্যাট শত্রু শিবিরের বিপক্ষে ঝোড়ো হাওয়া তুলে ছিল। বলে রাখি, তৃষার ব্যাট ঘুরে এই প্রতিযোগিতায় একটি শতরান এসেছিল ভারতের ঝুলিতে। সেই সাথে টুর্নামেন্টে একার কাঁধে 309 রানের দায়িত্ব নিয়েছিলেন তৃষা।

READ MORE:  India Vs New Zealand: ম্যাচ শেষের আগেই কিউইদের কাছে হারলো ভারত!| ICC Champions Trophy

বিরাট রান সংখ্যা গড়ার পাশাপাশি বল হাতে 7 উইকেট শিকার করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালের আসরেও 3 উইকেট তুলেছেন তৃষা। আর এই পরিশ্রমের ফল টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই হাতেনাতে পেয়েছেন তিনি। নিজের অসাধারণ দক্ষতা দেখিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ ও প্লেয়ার অব দ্য সিরিজ দুই তকমাই নিজের নামের পাশে জুড়েছেন ভারতের এই প্রতিভাবান তরুণী।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.