লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

U&i ভারতে আনল ছয় ছয়টি নতুন ইয়ারবাড ও নেকব্যান্ড, দাম শুরু মাত্র ৫৬৫ টাকা থেকে

Published on:

U&i আজ ভারতে ছয়টি নতুন ফিচার-প্যাকড অডিও প্রোডাক্ট লঞ্চ করেছে। এর মধ্যে রয়েছে Entry 9 TWS, Entry 15 TWS, Entry 18 TWS, Entry 1 Neckband, Entry 3 Neckband এবং Entry 10 Neckband। সংস্থাটি জানিয়েছে যে, সমস্ত অডিও প্রোডাক্টকে ক্রেতা উপযোগী হিসেবে বানানো হয়েছে। এগুলি সাশ্রয়ী মূল্যে এসেছে। আসুন এদের ফিচার জেনে নেওয়া যাক।

U&i Entry 9 TWS

ইউ এন্ড আই এন্ট্রি ৯ টিডাব্লুএস ফুল চার্জে মোট ৩০ ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম অফার করবে। ফলে এটি এমন ব্যবহারকারীদের জন্য উপযুক্ত যারা সারা দিন গান শুনতে চায়। এতে ব্লুটুথ ৫.৪ কানেক্টিভিটি সাপোর্ট করে। চার্জিংয়ের জন্য এতে রয়েছে টাইপ-সি চার্জিং পোর্ট। এই ইয়ারবাডে ১৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সাপোর্ট করে।

READ MORE:  সস্তায় ২০০০০mAh ব্যাটারির পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ করে চমক দিল Ambrane

U&i Entry 15 TWS with ENC

ইউ এন্ড আই এন্ট্রি ১৫ টিডাব্লুএস ৪০ ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম দেবে। এর চার্জিং কেসে ২০০ এমএএইচ ব্যাটারি এবং প্রতিটি ইয়ারফোনে ৩০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ ভার্সন ৫.৪ সাপোর্ট করে। এতে স্মার্ট টাচ কন্ট্রোল সহ ১১ মিমি ড্রাইভার উপস্থিত। এটি তিনটি কালার ভ্যারিয়েন্টে এসেছে এবং এতে ইএনসি সাপোর্ট করে।

U&i Entry 18 TWS

ইউ এন্ড আই এন্ট্রি ১৮ টিডব্লিউএস মোট ৩৬ ঘণ্টা মিউজিক প্লেব্যাক টাইম অফার করবে। এর স্মার্ট টাচ কন্ট্রোলের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই কল ও প্লেব্যাক কন্ট্রোল করতে পারবেন। এর কেসে ২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং এর চার্জিং কেসে টাইপ-সি পোর্ট উপলব্ধ। এতে কানেক্টিভিটির জন্য ব্লুটুথ ভার্সন ৫.৪ রয়েছে।

READ MORE:  ঠাসা ফিচার, রয়েছে ব্লুটুথ কলিং! ১৫০০ টাকার মধ্যে boAt থেকে Noise এর সেরা তিন স্মার্টওয়াচ | 3 Top Smartwatch Under 1500 Rupees

U&i Entry 1 Neckband

U&i এন্ট্রি ১ নেকব্যান্ডে ৩০০ ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম এবং ৩০ ঘণ্টা ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এটি দীর্ঘদিন ধরে ব্যবহার করা যাবে। নয়েজ ক্যান্সেলেশন ফিচার সহ আসা এই ইয়ারফোনে কানেক্টিভিটির জন্য ব্লুটুথ ভার্সন ৫.৩ সাপোর্ট করে। এটি ১০ মিমি ড্রাইভার সহ এসেছে।

U&i Entry 3 Neckband

U&i এন্ট্রি ৩ নেকব্যান্ড ২০ ঘন্টা মিউজিক টাইম এবং এরগোনমিক ডিজাইন সহ এসেছে। এতে ১০ মিমি ড্রাইভার এবং নয়েজ ক্যান্সেলেশন ফিচার রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ ভার্সন ৫.৩ সাপোর্ট করে। চার্জিংয়ের জন্য পাওয়া যাবে টাইপ-সি চার্জিং পোর্ট। এটি তিনটি রঙে লঞ্চ হয়েছে।

U&i Entry 10 Neckband

U&i এন্ট্রি ১০ নেকব্যান্ড ট্রেন্ডিং ডিজাইন ও দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করে। এটি ৩০০ ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দেবে। সম্পূর্ণ চার্জে, এটি ৩০ ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম দেবে। এতে রয়েছে ম্যাগনেটিক ইয়ারবাডস। চার্জিংয়ের জন্য এতে টাইপ-সি পোর্টও উপস্থিত।

READ MORE:  শুরু হল সেল, নতুন iPad Air (2025), iPad (2025) কত দামে কিনতে পারবেন দেখে নিন

বিভিন্ন মডেলের দাম

ইউ এন্ড আই এন্ট্রি ৯ টিডব্লিউএস এর মূল্য ৫৬৫ টাকা, এন্ট্রি ১৫ টিডব্লিউএস এর দাম ৬২০ টাকা এবং এন্ট্রি ১৮ টিডব্লিউএস এর মূল্য ৬১০ টাকা। এন্ট্রি ১ নেকব্যান্ডের দাম ২৫০ টাকা, এন্ট্রি ৩ নেকব্যান্ডের দাম ২৬০ টাকা এবং এন্ট্রি ১০ নেকব্যান্ডের দাম ২৭০ টাকা। এগুলি বিভিন্ন দেশের মোবাইল অ্যাক্সেসরিজ স্টোর‌ থেকে কেনা যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.