UIDAI-এর নতুন পোর্টাল: এবার আধার কার্ড আপডেটের ঝামেলা শেষ

আধার কার্ড সংক্রান্ত কাজে এবার আর কোন জটিলতা থাকবে না। আগামী সপ্তাহে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) চালু করছে নতুন পোর্টাল। আদার প্রমাণিকরণের ক্ষেত্রে স্বচ্ছতা এবং কার্যকারিতা আরো নিশ্চিত করতে এই পোর্টাল চালু করা হচ্ছে। UIDAI-এর ডেপুটি ডিরেক্টর মনীষ ভারদ্বাজ জানিয়েছেন, এই পোর্টাল আধার সংক্রান্ত সমস্ত কাজ আরো সহজ এবং নিরাপদ করে তুলবে।

নতুন পোর্টালের সুবিধা কী কী?

UIDAI-এর এই নতুন পোর্টালের মাধ্যমে যে সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হল-

  • নতুন পোর্টালের মাধ্যমে আধার সংক্রান্ত সমস্ত কাজ যেমন- প্রমাণিকরণ, তথ্য আপডেট এবং সমস্যার সমাধান দ্রুত করা সহজ হবে। 
  • আধার কার্ড জালিয়াতি রোধ করার জন্য এই পোর্টাল বিশেষ ডিজাইন করা হয়েছে। প্রমাণিকরণ প্রক্রিয়া এবার থেকে আরও শক্তিশালী এবং নিরাপদ হবে। 
  • ব্যবহারকারীরা সহজেই বাড়িতে বসে অনলাইনে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন।
READ MORE:  Aadhaar Mitra: আধার সংক্রান্ত যাবতীয় সমস্যা মেটাবে Aadhaar Mitra, এক নিমেষে মিলবে সমাধান | Aadhaar Mitra will solve all Aadhaar related problems

কাদের জন্য প্রযোজ্য?

UIDAI আধার কার্ডধারীদের মূলত দুইটি ভাগে ভাগ করেছে। এগুলি হল-

  • প্রাপ্তবয়স্কদের জন্য রেগুলার আধার কার্ড এবং
  • পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য নীল আধার কার্ড।

আধার আপডেটের নিয়ম এবং ফি

  • ৫ থেকে ৭ বছর এবং ১৫ থেকে ১৭ বছরের শিশুদের বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।
  • প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আধার আপডেট করতে চাইলে ১০০ টাকা আবেদন ফি দিতে হবে।
  • ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল আইডি বা নাম সংশোধনের ক্ষেত্রে ৫০ টাকা চার্জ কাটা হবে। 
READ MORE:  7th Pay Commission: ১৮ মাসের বকেয়া DA-র টাকা ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে? অবশেষে জানা গেল | Due Dearness Allowance For Government EmployeeS

নীল আধার আপডেটের প্রয়োজনীয়তা

যেসব শিশুদের বয়স ৫ বছর বা তার বেশি তাদের নীলা আধার আপডেট করতে হবে। কারণ এই বয়সে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়। আপডেট না করলে ভবিষ্যতে বিভিন্ন পরিষেবা পেতে অসুবিধার সম্মুখীন হতে পারে। 

UIDAI-এর এই নতুন পোর্টালের মাধ্যমে ব্যবহারকারীরা আধার সম্পর্কিত সমস্ত কাজ একটা প্লাটফর্মের মাধ্যমে পেতে পারবেন। এর ফলে সময় এবং ঝামেলা অনেকটাই কমবে। 

READ MORE:  রাজ্যের এই সমস্ত কর্মীদের জন্যে বড় সুখবর, মিলবে এবার প্রচুর সুবিধা

UIDAI-এর উদ্দেশ্য

UIDAI-এর মূল উদ্দেশ্য হল, আধার ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ এবং স্বচ্ছ প্রক্রিয়া তৈরি করা। নতুন পোর্টালটি চালু হলে আধার সংক্রান্ত প্রতারণা রোধ হবে এবং পরিষেবা আরো দ্রুত পাওয়া সহজ হবে।

সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে তা বলা যায়। তাই আধার কার্ড নিয়ে কোন সমস্যার মুখোমুখি হলে এই নতুন পোর্টালটি এখন থেকে আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবে।

Scroll to Top