Ultraviolette F77 Super Street Price: ইলেকট্রিক বাইক কিনবেন ভাবছেন? একটু অপেক্ষা করুন, 5 মার্চ বড় চমক আসছে | Ultraviolette F77 Mach 2 Price
হাই-পারফরম্যান্স ইলেকট্রিক বাইকের জন্য পরিচিত বেঙ্গালুরুর ইভি টু-হুইলার স্টার্টআপ আল্ট্রাভায়োলেট অটোমোটিভ (Ultraviolette Automotive)। বর্তমানে এই সংস্থার ঝুলিতে দুটি অত্যাধুনিক ই-বাইক রয়েছে। যেগুলি হল – F77 Mach 2 এবং F77 SuperStreet। উভয়ই ইলেকট্রিক স্পোর্টস বাইক, তবে দ্বিতীয়টির রাইডিং পজিশন বেশি আরাদায়ক। আল্ট্রাভায়োলেট এবার একাধিক দু’চাকা গাড়ির সেগমেন্টে প্রবেশ করবে বলে ঘোষণা করেছে।
কোম্পানিটি আগামীতে কেমন ইলেকট্রিক টু-হুইলার লঞ্চ করবে তার একটি পরিকল্পনা প্রকাশ করেছে। সংস্থার শেয়ার করা ছবি (ডিজিটাল ড্রয়িং) অনুসারে, তারা সম্ভবত একটি ইলেকট্রিক নেকেড স্ট্রিট বাইক, একটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল, একটি স্কুটার ও একটি ক্রুজার বাইক বাজারে আনতে পারে। এগুলির কনসেপ্ট মডেল ৫ই মার্চ আত্মপ্রকাশ করবে বলে জানা গিয়েছে।
এই প্রসঙ্গে আল্ট্রাভায়োলেটের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও নারায়ণ সুব্রহ্মণ্যম বলেন,” F77-এর সাথে আমাদের যাত্রা কেবল শুরু ছিল। গত সাত বছর ধরে, ব্যাটারি প্রযুক্তি, পাওয়ারট্রেন এবং সুরক্ষা ব্যবস্থা সহ মূল সিস্টেমগুলির উপর নিরলস গবেষণা চালিয়েছি আমরা। যা আমাদের ইলেকট্রিক বাইকের প্রযুক্তির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”
তিনি আরও যোগ করেন, এই শক্তিশালী ভিত্তি আমাদের সামনে আরও দ্রুত গতিতে একাধিক দুই চাকার গাড়ির বিভাগে সম্প্রসারণের সুযোগ সামনে এনেছে। আমাদের লক্ষ্য হল ইভি শিল্পে নতুন মানদন্ড স্থাপন করা এবং বিস্তৃত গ্রাহকদের মধ্যে বৈদ্যুতিক গতিশীলতা গ্রহণকে চালিত করা। তবে, আপকামিং মডেলগুলি কেমন স্পেসিফিকেশন অফার করবে, তা এখনও খোলসা করা হয়নি।
উল্লেখ্য, এই মাসের প্রথমেই Ultraviolette F77 Super Street লঞ্চ হয়েছে। F77 Mach 2 যেখানে একটি ইলেকট্রিক স্পোর্টস বাইক, সেখানে F77 Super Street আরও রোড-ওরিয়েন্টেড। দাম ২.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম, দিল্লি) থেকে শুরু। ১০.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ও ৩০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি আছে এতে। প্রতি ঘন্টায় টপ স্পিড ১৫৫ কিমি। ফুল চার্জে ৩২৩ কিমি রেঞ্জ দেয়।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
This website uses cookies.