Ultraviolette Shockwave Launched: পেট্রলের পিছনে খরচের দিন শেষ, এক চার্জে 165 কিমি যেতে পারবে এই ইলেকট্রিক বাইক | Ultraviolette Shockwave Electric Bike Price in India
বেঙ্গালুরুর স্টার্টআপ আল্ট্রাভায়োলেট অটোমোটিভ আজ তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার Tessaract লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছে। এতে এমন সব ফিচার্স রয়েছে যা সত্যিই চোখ কপালে তোলার মতো। এর পাশাপাশি, সংস্থাটি একটি এন্ডুরো ইলেকট্রিক বাইক নিয়ে এসেছে। মডেলটির নাম Shockwave। এটি একটি বৈদ্যুতিক ডুয়াল স্পোর্টস মোটরসাইকেল যা অফ-রোডিং করার জন্যও উপযুক্ত।
আল্ট্রাভায়োলেট তাদের শকওয়েভ মডেলটি সম্পর্কে বেশি কিছু তথ্য প্রকাশ করেনি। তবে জানিয়েছে যে বাইকটির চাকায় ৫০৫ এনএম টর্ক আছে। ওজন মাত্র ১২০ কেজি। এটি সম্পূর্ণ চার্জে ১৬৫ কিলোমিটার চলতে পারে। ২.৯ সেকেন্ডে ০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে সক্ষম। প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতি ১২০ কিলোমিটার। বৈদ্যুতিক মোটর থেকে ১৪.৫ বিএইচপি পাওয়ার উৎপাদন হবে।
শকওয়েভ ছয় স্তরের রিজেন এবং চার স্তরের ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম অফার করে। এতে ডুয়াল এলইডি প্রজেক্টর হেডল্যাম্প এবং এলইডি টেলল্যাম্প রয়েছে। দুটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে – কালো ও নিয়ন এবং সাদা ও লাল। স্ট্যান্ডার্ড হিসেবে সিঙ্গেল-সিটার মডেল পাওয়া গেলেও, ডুয়াল-সিট কনফিগারেশনের বিকল্পও রয়েছে।
আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে আল্ট্রাভায়োলেট বাইকটির সামনের দিকে ৩৭ মিমি কার্ট্রাইড-টাইপ ফ্রন্ট ফর্ক রেখেছে, যার ট্র্যাভেল ২০০ মিমি। এবং পিছনে রয়েছে ১৮০ মিমি ট্র্যাভেল সহ মনোশক সেটআপ। এছাড়া, সামনে ১৯ ইঞ্চি স্পোকড হুইল সহ ২৭০ মিমি ডিস্ক ব্রেক এবং পিছনে ১৭ ইঞ্চি স্পোকড হুইল সহ ২২০ মিমি ডিস্ক ব্রেক বর্তমান।
আল্ট্রাভায়োলেট দাবি করেছে, শকওয়েভ বহুমুখী ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে, যা শহুরে এবং অফ-রোড উভয় রাইডারদের জন্য স্টাইল, কর্মক্ষমতা এবং উপযোগিতা একত্রিত করে। বাইকটির প্রাথমিক দাম ১.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এটি প্রথম ১,০০০ জন ক্রেতার জন্য প্রযোজ্য। তার পরে কিনলে খরচ হবে ১.৭৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৮ই মার্চ, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আজ আপনার দিন…
আগামী সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে iPhone 17 Air। তার আগে বিভিন্ন রিপোর্ট থেকে ডিভাইসটি সম্পর্কে…
ভারতের টেলিকম বাজারে আসতে চলেছে আবার নতুন বিপ্লব। রিলায়েন্স জিও এবং এয়ারটেল এবার হাত মিলিয়েছে…
ভাল ক্যামেরা-সহ একটি ফ্ল্যাগশিপ অর্থাৎ এমন একটি স্মার্টফোনের সন্ধানে রয়েছেন, যেখানে ঠাসা থাকবে ফিচার, তাহলে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতীয় রেলে যাতায়াত করেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, মহিলা যাত্রীদের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ শেয়ারবাজারে (Stock Market Tips) এখন বিনিয়োগের প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়। কিন্তু…
This website uses cookies.