লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Ultraviolette Shockwave Launched: পেট্রলের পিছনে খরচের দিন শেষ, এক চার্জে 165 কিমি যেতে পারবে এই ইলেকট্রিক বাইক | Ultraviolette Shockwave Electric Bike Price in India

Published on:

বেঙ্গালুরুর স্টার্টআপ আল্ট্রাভায়োলেট অটোমোটিভ আজ তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার Tessaract লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছে। এতে এমন সব ফিচার্স রয়েছে যা সত্যিই চোখ কপালে তোলার মতো। এর পাশাপাশি, সংস্থাটি একটি এন্ডুরো ইলেকট্রিক বাইক নিয়ে এসেছে। মডেলটির নাম Shockwave। এটি একটি বৈদ্যুতিক ডুয়াল স্পোর্টস মোটরসাইকেল যা অফ-রোডিং করার জন্যও উপযুক্ত।

Ultraviolette Shockwave: স্পেসিফিকেশন ও ফিচার্স

আল্ট্রাভায়োলেট তাদের শকওয়েভ মডেলটি সম্পর্কে বেশি কিছু তথ্য প্রকাশ করেনি। তবে জানিয়েছে যে বাইকটির চাকায় ৫০৫ এনএম টর্ক আছে। ওজন মাত্র ১২০ কেজি। এটি সম্পূর্ণ চার্জে ১৬৫ কিলোমিটার চলতে পারে। ২.৯ সেকেন্ডে ০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে সক্ষম। প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতি ১২০ কিলোমিটার। বৈদ্যুতিক মোটর থেকে ১৪.৫ বিএইচপি পাওয়ার উৎপাদন হবে।

READ MORE:  Aprilia RS 457 Discount: হাই-স্পিডে বাইক চালানোর ইচ্ছা? Aprilia RS 457 স্পোর্টস বাইকে মিলছে 13,050 টাকা ছাড় | Aprilia RS 457 with Quickshifter Now Available

শকওয়েভ ছয় স্তরের রিজেন এবং চার স্তরের ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম অফার করে। এতে ডুয়াল এলইডি প্রজেক্টর হেডল্যাম্প এবং এলইডি টেলল্যাম্প রয়েছে। দুটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে – কালো ও নিয়ন এবং সাদা ও লাল। স্ট্যান্ডার্ড হিসেবে সিঙ্গেল-সিটার মডেল পাওয়া গেলেও, ডুয়াল-সিট কনফিগারেশনের বিকল্পও রয়েছে।

আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে আল্ট্রাভায়োলেট বাইকটির সামনের দিকে ৩৭ মিমি কার্ট্রাইড-টাইপ ফ্রন্ট ফর্ক রেখেছে, যার ট্র্যাভেল ২০০ মিমি। এবং পিছনে রয়েছে ১৮০ মিমি ট্র্যাভেল সহ মনোশক সেটআপ। এছাড়া, সামনে ১৯ ইঞ্চি স্পোকড হুইল সহ ২৭০ মিমি ডিস্ক ব্রেক এবং পিছনে ১৭ ইঞ্চি স্পোকড হুইল সহ ২২০ মিমি ডিস্ক ব্রেক বর্তমান।

READ MORE:  Tesla Car Price in India: ভারতে টেসলার গাড়ির দাম ঠিক কত হবে? আপনার বাজেটে থাকবে কিনা জেনে নিন | How Much Tesla Car Cost in India

Ultraviolette Shockwave: দাম

আল্ট্রাভায়োলেট দাবি করেছে, শকওয়েভ বহুমুখী ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে, যা শহুরে এবং অফ-রোড উভয় রাইডারদের জন্য স্টাইল, কর্মক্ষমতা এবং উপযোগিতা একত্রিত করে। বাইকটির প্রাথমিক দাম ১.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এটি প্রথম ১,০০০ জন ক্রেতার জন্য প্রযোজ্য। তার পরে কিনলে খরচ হবে ১.৭৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

READ MORE:  Oben Rorr EZ Electric Bike: দাম বাড়ার আগেই কিনে ফেলুন ১৭৫ কিমি মাইলেজের এই অনবদ্য ইলেকট্রিক বাইক | Oben Rorr EZ Price
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.