লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Ultraviolette Tesseract: এক চার্জেই কলকাতা থেকে দীঘা! হাই-টেক ইলেকট্রিক স্কুটার এনে চমকে দিল এই সংস্থা | Ultraviolette Tesseract Electric Scooter Launched

Published on:

বেঙ্গালুরুর স্টার্টআপ Ultraviolette তাদের উচ্চগতির ইলেকট্রিক মোটরসাইকেলের জন্য পরিচিত। সংস্থাটি আজ ভারতে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল। নতুন মডেলটির নাম Tesseract৷ দাম, রেঞ্জ ও ফিচার্স-এ বিশাল চমক রেখেছে তারা৷ এককথায় অভাবনীয়৷ পেট্রল স্কুটারের দাম অসাধারণ প্রযুক্তি অফার করছে কোম্পানি৷ আগামী বছর থেকে শুরু হবে ডেলিভারি। নিজস্ব সুপারনোভা চার্জিং নেটওয়ার্ক গড়ে তোলা এবং ইউরোপের বাজারে প্রবেশের পরিকল্পনাও প্রকাশ করেছে আলট্রাভায়োলেট।

READ MORE:  দেশের সবথেকে বেশি বিক্রি হওয়া ১০টি স্কুটার, চার নম্বরে কে জানলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে | Top 10 Best Selling Scooters in February

Ultraviolette Tesseract: রেঞ্জ ও ফিচার্স

কমব্যাট হেলিকপ্টার থেকে অনুপ্রাণিত ডিজাইন রাখা হয়েছে আলট্রাভায়োলেটের টেজার‍্যাক্ট ইলেকট্রিক স্কুটারে। এতে এলইডি লাইটিং, ৭ ইঞ্চি টিএফটি টাচস্ক্রিন, অনবোর্ড নেভিগেশন, ৩৪ লিটার আন্ডারসিট স্টোরেজ, রাইড অ্যানালিটিক্স, টোয়িং অ্যালার্ট এবং ১৪ ইঞ্চি চাকা উপলব্ধ। নিরাপত্তার জন্য মজুত সামনে ও পিছনে রাডার প্রযুক্তি, ব্লাইন্ড স্পট মনিটরিং, ওভারটেক অ্যালার্ট, লেন অ্যাসিস্ট্যান্স, ইন্টিগ্রেটেড ড্যাশক্যাম, হ্যান্ডেলবারে হ্যাপটিক রিয়াকশন ইত্যাদি।

READ MORE:  Jawa 350 Legacy Edition Launched: রয়্যাল এনফিল্ডের সঙ্গে চলবে ফাইট, Jawa 350 Legacy এডিশন লঞ্চ হল ভারতে | Jawa 350 Legacy Edition Price

আলট্রাভায়োলেটের দাবি, এই স্কুটার একবার চার্জে ২৬১ কিলোমিটার আইডিসি রেঞ্জ দিতে পারে। এতে যে বৈদ্যুতিক মোটর রয়েছে তা সর্বাধিক ২০ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে সক্ষম। ইলেকট্রিক স্কুটারটি মাত্র ২.৯ সেকেন্ডে ০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারে বলে দাবি কোম্পানির। সর্বোচ্চ গতি ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।

Ultraviolette Tesseract: দাম

টেজার‍্যাক্ট ইলেকট্রিক স্কুটারের দাম রাখা হয়েছে ১.২০ লাখ টাকা (এক্স-শোরুম)। তবে এই দামে কিনতে পারবেন প্রথম ১০ হাজার গ্রাহক। তারপর দাম বেড়ে হবে ১.৪৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। বুক করার জন্য কোম্পানির শোরুমে অথবা ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। এই ইলেকট্রিক স্কুটার তিনটি রংয়ে পাওয়া যাবে – ডেজার্ট, স্টিলথ ব্ল্যাক এবং সোনিক পিঙ্ক।

READ MORE:  Hero Xpulse 210-এর বুকিং অবশেষে চালু হল, এই বাইক থাকলে স্পেশাল 3000 টাকা ছাড় পাবেন | Hero Xpulse 210 Bookings Open

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.