Ultraviolette Tesseract: এক চার্জেই কলকাতা থেকে দীঘা! হাই-টেক ইলেকট্রিক স্কুটার এনে চমকে দিল এই সংস্থা | Ultraviolette Tesseract Electric Scooter Launched
বেঙ্গালুরুর স্টার্টআপ Ultraviolette তাদের উচ্চগতির ইলেকট্রিক মোটরসাইকেলের জন্য পরিচিত। সংস্থাটি আজ ভারতে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল। নতুন মডেলটির নাম Tesseract৷ দাম, রেঞ্জ ও ফিচার্স-এ বিশাল চমক রেখেছে তারা৷ এককথায় অভাবনীয়৷ পেট্রল স্কুটারের দাম অসাধারণ প্রযুক্তি অফার করছে কোম্পানি৷ আগামী বছর থেকে শুরু হবে ডেলিভারি। নিজস্ব সুপারনোভা চার্জিং নেটওয়ার্ক গড়ে তোলা এবং ইউরোপের বাজারে প্রবেশের পরিকল্পনাও প্রকাশ করেছে আলট্রাভায়োলেট।
কমব্যাট হেলিকপ্টার থেকে অনুপ্রাণিত ডিজাইন রাখা হয়েছে আলট্রাভায়োলেটের টেজার্যাক্ট ইলেকট্রিক স্কুটারে। এতে এলইডি লাইটিং, ৭ ইঞ্চি টিএফটি টাচস্ক্রিন, অনবোর্ড নেভিগেশন, ৩৪ লিটার আন্ডারসিট স্টোরেজ, রাইড অ্যানালিটিক্স, টোয়িং অ্যালার্ট এবং ১৪ ইঞ্চি চাকা উপলব্ধ। নিরাপত্তার জন্য মজুত সামনে ও পিছনে রাডার প্রযুক্তি, ব্লাইন্ড স্পট মনিটরিং, ওভারটেক অ্যালার্ট, লেন অ্যাসিস্ট্যান্স, ইন্টিগ্রেটেড ড্যাশক্যাম, হ্যান্ডেলবারে হ্যাপটিক রিয়াকশন ইত্যাদি।
আলট্রাভায়োলেটের দাবি, এই স্কুটার একবার চার্জে ২৬১ কিলোমিটার আইডিসি রেঞ্জ দিতে পারে। এতে যে বৈদ্যুতিক মোটর রয়েছে তা সর্বাধিক ২০ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে সক্ষম। ইলেকট্রিক স্কুটারটি মাত্র ২.৯ সেকেন্ডে ০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারে বলে দাবি কোম্পানির। সর্বোচ্চ গতি ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।
টেজার্যাক্ট ইলেকট্রিক স্কুটারের দাম রাখা হয়েছে ১.২০ লাখ টাকা (এক্স-শোরুম)। তবে এই দামে কিনতে পারবেন প্রথম ১০ হাজার গ্রাহক। তারপর দাম বেড়ে হবে ১.৪৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। বুক করার জন্য কোম্পানির শোরুমে অথবা ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। এই ইলেকট্রিক স্কুটার তিনটি রংয়ে পাওয়া যাবে – ডেজার্ট, স্টিলথ ব্ল্যাক এবং সোনিক পিঙ্ক।
সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকপ্রেমীদের জন্য চমক। এবার বাজারে তাক লাগাতে আসছে বাজাজ অটোর Dominar 400।…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ (SSC Upper Primary Recruitment) এখনও…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন…
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
মে মাসের শুরুতেই একের পর এক ফল প্রকাশের তোড়জোড়। হ্যাঁ, গরমের ছুটির মধ্যেই এবার অপেক্ষার…
ভারতের কৃষকদের জন্য সুখবর! প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) যোজনার আওতায় সরকার কৃষকদের বছরে ৬০০০…
This website uses cookies.