Umran Malik: চোট কাটিয়ে IPL খেলতে নামছেন উমরান! KKR নয়, মাঠে নামতে পারেন অন্য দলের হয়ে | Umran Is Ready To Play In IPL
বিক্রম ব্যানার্জী, কলকাতা: নাইটদের দুঃসময়ের মাঝে এলো বড় খবর! শোনা যাচ্ছে, চোট কাটিয়ে ফিট হয়ে উঠেছেন কলকাতা নাইট রাইডার্সের 75 লাখের খেলোয়াড় উমরান মালিক। সম্প্রতি প্রকাশ্যে আসা বেশ কিছু রিপোর্ট মারফত খবর, আপাতত পুরোপুরি ফিট উমরান (Umran Malik)। সূত্রের খবর যদি সত্যি হয় সেক্ষেত্রে, খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন ম্যাচ গুলিতে বল হাতে নামতে পারেন উমরান। তবে KKR-র হয়ে নয় বরং নাইটদের বিরুদ্ধে অন্য দলে ভিড়তে পারেন মালিক।
বেশকিছু জনপ্রিয় সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে, কলকাতা নাইট রাইডার্সের 75 লাখের পেসার উমরান মালিক এখন পুরোপুরি ফিট। দীর্ঘ রিহ্যাব পর্ব শেষ ইঞ্জুরি কাটিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত তিনি। বেশ কয়েকটি সূত্র বলছে, চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোনও দলের বোলার ফিট না থাকলে, তাঁর জায়গায় খেলতে পারেন এই ভারতীয় তারকা।
গত বছরের নভেম্বরে IPL 2025 অকশন চলাকালীন তরুণ পেসার উমরান মালিককে 75 লাখের বিনিময়ে দলে টানে KKR। তবে লিগ শুরুর কয়েক সপ্তাহ আগে চোটের কারণে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে যান মালিক। ফলত, তড়িঘড়ি উমরানের বিকল্প হিসেবে চেতন সাকারিয়াকে দলে নেয় ডিফেনডিং চ্যাম্পিয়নরা। তবে মালিক যে ফিরবেন সে কথা হয়তো ভেবেই দেখেনি নাইট রাইডার্স।
তবে সম্প্রতি খবর আসছে, খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মরসুমে খেলতে দেখা যাবে তাঁকে। যদিও সেক্ষেত্রে শর্ত রয়েছে, চলতি IPL-এ যদি কোনও বোলার চোটের কারণে বাইরে চলে যান তবে তাঁর স্থলাভিসিক্ত হবেন উমরান। কিন্তু কলকাতা নাইট রাইডার্সে নয়, বরং ঋষভ পন্থের লখনউ সুপার জয়েন্টে প্রবেশ করতে পারেন তিনি।
অবশ্যই পড়ুন: সেমির আগে দুই তারকাকে নিয়ে দুঃসংবাদ মোহনবাগানে
হ্যাঁ, মনে করা হচ্ছে, LSG-র মায়াঙ্ক যাদব যেহেতু ফিট নন, সেক্ষেত্রে প্রয়োজন মাফিক উমরান মালিককে দলে টানতে পারে LSG। আর এই ঘটনা বাস্তবায়িত হলে, আফসোস করা ছাড়া আর দ্বিতীয় কোনও রাস্তা খোলা থাকবে না KKR-র।
সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় তো সবাই করতে চায়। তবে অনেকেই নিরাপদ এবং সুরক্ষিত সঞ্চয়ের বিকল্প…
বাজেট কম থাকলেও এবার চিন্তা নেই। কম দামে স্মার্ট টিভি উপভোগ করার সুযোগ দিতে Thomson…
শ্বেতা মিত্র, কলকাতাঃ অক্ষরে অক্ষরে যেন মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। বদলাতে শুরু করেছে…
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ভারতীয় ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত একটি উচ্চ-গতির ব্রডব্যান্ড প্ল্যান হাজির করেছে।…
মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে দুটোই দারুন বিকল্প। দাম ৩০,০০০ টাকার মধ্যে। Motorola Edge 60 Fusion এবং…
বাজারে ছেয়ে গিয়েছে 5G স্মার্টফোন। কিন্তু এর মধ্যে থেকে সঠিক ও ব্যবহারের জন্য উপযুক্ত মডেল…
This website uses cookies.