Unified Pension Scheme: ৪৫,০০০ বেসিক স্যালারি হলে নয়া পেনশন সিস্টেমে মিলবে কত? দেখে নিন হিসেব | Unified Pension Scheme Calculation for Rs 45000 Basic pay with 53 Percent DA
পার্থ সারথি মান্না, কলকাতাঃ অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন পেনশনের অপশন চালু করা হয়েছে। যে সমস্ত কর্মীরা ১লা জানুয়ারি ২০০৪ সালের পর জয়েন করেছেন ন্যাশনাল পেনশন সিস্টেমের আওতায় তাঁরা চাইলে NPS এর আওতায় ইউনিফায়েড পেনশন স্কিম বা UPS কে বেছে নিতে পারেন।
নতুন পেনশন স্কিমের আওতায় এলে ২৩ লক্ষেরও বেশি কর্মীরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে সরকারের অবদান আগের বেসিক মাইনে ও মহার্ঘ ভাতা তুলনায় ১৮.৫% বাড়বে। একইসাথে কর্মীরাও পেনশনের জন্য ১০% অবদান রাখতে পারবেন।
এই পেনশন সিস্টেম বেছে নিলে কেন্দ্রীয় সরকারি ক্রীড়া নিশ্চিত পেনশন ও অবসরের সময় একটা গ্যারেন্টীড মোটা টাকা পাবেন। যেটা নির্ভর করবে ওই ব্যক্তি কতদিন কাজ করেছেন তার উপর। অর্থাৎ কেউ চাইলে ২৫ বছর কাজ করার পর এককালীন মোটা টাকা ও পেনশন নিয়ে ভলিন্টিয়ারি রিটায়ারমেন্ট নিতে পারেন। আবার চাইলে ৬০ বছর পর্যন্ত কাজ করার পরেও অবসর নিতে পারবেন।
UPS এর যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেটা অনুযায়ী (১/১০ X মোট বেতন) X L এই ফর্মুলাতে এককালীন পেমেন্টের অঙ্ক নির্ধারিত হবে। এখেনা L এর অর্থ যতগুলি ৬ মাস কাজ করেছেন। এর উপরেই যে কোনো ব্যক্তির পেনশন করপাস নির্ভর করবে।
এছাড়া প্রতিটি শেষ ছয় মাসের জন্য মাসিক প্রাপ্য বেতন এর10% হারে (বেসিক বেতন + প্রিয়তা ভাতা) সুপারেনুয়েশনে একটি একক অঙ্কের অর্থ প্রদানের অনুমতি দেওয়া হবে। এই এককালীন পেমেন্ট যে অঙ্কটা পাওয়া উচিত সেটার পরিমাণকে কোনোভাবে প্রভাবিত করবে না।
যদি কোনো ব্যক্তির অবসরের সময় বা ভিলিন্টিয়ারি রিটায়ারমেন্টের সময় বেসিক বেতন হয় ৪৫,০০০ টাকা ও ৫৩% হারে DA হয় ২৩,৮৫০ টাকা তাহলে মোট মাইনে হয় ৬৮,৮৫০ টাকা। সুতরাং ফর্মুলা অনুযায়ী এককালীন প্রদেয় অর্থ হবে (১/১০ X ৬৮,৮৫০) X L। এক্ষেত্রে ওই ব্যক্তি কতমাস কাজ করেছে সেটার উপর এককালীন টাকার হার নির্ভর করবে। যদি ২০ বছর কাজ করে থাকে তাহলে ১,৩৭,৭০০ টাকা যদি ৩০ বছর কাজ করে থাকে তাহলে ২,০৬,৫৫০ টাকা ও ৪০ বছর কাজ করে থাকলে ২,৭৫,৪০০ টাকা পাওয়া যাবে।
পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (WBBSE) ঘোষণা করেছে যে, ২০২৫ সালের মাধ্যমিক (দশম শ্রেণি) পরীক্ষার ফলাফল…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে দ্বিমুকুট জয়ের পর কলিঙ্গ সুপার কাপের কোয়ার্টারে অনামি খেলোয়াড়দের…
ভারত ও ফ্রান্সের মধ্যে ৬৩,০০০ কোটি টাকার এক বিশাল প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতি মাসেই নির্দিষ্ট কিছু ছুটির বাইরেও কিছু বাড়তি ছুটি দেওয়া হয়ে থাকে।…
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া মর্মান্তিক জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্ক (India…
প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত বেশ কিছুদিন ধরেই রাজ্যের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। অবস্থা এতটাই…
This website uses cookies.