Uniform Allowance: এবার বছরে একাধিকবার মিলবে ভাতার টাকা! সরকারি কর্মচারীদের জন্য সুখবর | Good News For Central Government Employees
শ্বেতা মিত্র, কলকাতা: এবার দারুণ আরও এক সুখবর অপেক্ষা করছে সরকারি কর্মীদের জন্য। আরও বাড়ানো হল ভাতা দেওয়ার সময়সীমা। এবার বছরে একাধিকবার সরকারি কর্মীরা পেয়ে যাবেন ভাতা, এমনটাই খবর। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। জানা গিয়েছে, কর্মচারীদের পোশাক বা বিশেষ পোশাক কেনার জন্য যে ভাতা (Uniform Allowance) দেওয়া হয় তা এখন বছরে একাধিকবার দেওয়া হবে। এতদিন এই ভাতা বছরে মাত্র একবার দেওয়া হত।
সরকার গত ২৪শে মার্চ, ২০২৫ তারিখে একটি সার্কুলার জারি করে, যেখানে বলা হয়েছে যে জুলাইয়ের পরে কেন্দ্রীয় সরকারি চাকরিতে যোগদানকারী কর্মচারীরাও এই ভাতার সুবিধা পাবেন। এর অর্থ হল এখন ভাতা বছরে একাধিকবার পাওয়া যাবে। এখন প্রশ্ন উঠছে, পোশাক ভাতা কী? ২০১৭ সালের আগস্টে অর্থ মন্ত্রকের তরফে জারি করা একটি সার্কুলার অনুসারে, ইউনিফর্ম ভাতার মধ্যে রয়েছে পোশাক ভাতা, মৌলিক সরঞ্জাম ভাতা, কিট রক্ষণাবেক্ষণ ভাতা, পোশাক ভাতা, জুতা ভাতা ইত্যাদি।
পোশাক ভাতার আনুপাতিক অর্থ এই সূত্র ব্যবহার করে দেওয়া হবে: পরিমাণ / ১২ x মাসের সংখ্যা (সরকারি চাকরিতে যোগদানের মাস থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত)। উদাহরণস্বরূপ, ধরুন একজন কর্মচারী এক বছরের আগস্ট মাসে চাকরিতে যোগদান করেন এবং প্রতি বছর ২০,০০০ টাকা পোশাক ভাতা পান। এই সূত্র অনুসারে, তিনি আনুপাতিক ভিত্তিতে তার পোশাক ভাতা পাবেন, যা হবে (২০,০০০/১২ x ১১), অর্থাৎ ১৮,৩৩৩ টাকা।
সপ্তম বেতন কমিশনের অধীনে, সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিভিন্ন শ্রেণীর জন্য বিভিন্ন পরিমাণ নির্ধারণ করেছিল। সেনাবাহিনী, ভারতীয় বিমান বাহিনী, নৌবাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তারা প্রতি বছর ২০,০০০ টাকা পোশাক ভাতা পাওয়ার যোগ্য। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, দিল্লি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ, দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলি এবং পুলিশ সার্ভিস, কাস্টমস, সেন্ট্রাল এক্সাইজ অ্যান্ড নারকোটিক্স বিভাগের নির্বাহী কর্মী, ইন্ডিয়ান কর্পোরেট ল সার্ভিস (আইসিএলএস) এর কর্মকর্তা, এনআইএ, ব্যুরো অফ ইমিগ্রেশন পার্সোনেল (মুম্বাই, চেন্নাই, দিল্লি, অমৃতসর, কলকাতা) এবং ইমিগ্রেশন ব্যুরোর সমস্ত চেকপয়েন্টের আইনি কর্মকর্তারা
বার্ষিক ১০,০০০ টাকা ইউনিফর্ম ভাতা পাওয়ার যোগ্য। প্রতিরক্ষা পরিষেবা/সিএপিএফ/রেলওয়ে সুরক্ষা বাহিনী/কেন্দ্রশাসিত অঞ্চল পুলিশ বাহিনী এবং ভারতীয় রেলের ভারতীয় উপকূলরক্ষী এবং স্টেশন মাস্টারদের অফিসার পদমর্যাদার নীচের সমস্ত কর্মীরাও বার্ষিক ১০,০০০ টাকা ইউনিফর্ম ভাতা পাওয়ার যোগ্য। অন্যান্য শ্রেণীর কর্মচারীদের যাদের ইউনিফর্ম জারি করা হয়েছিল এবং নিয়মিত এটি পরতে বাধ্য করা হয়েছিল, যেমন ট্র্যাকম্যান, ভারতীয় রেলওয়ের রানিং স্টাফ, স্টাফ কার ড্রাইভার এবং অ-বিধিবদ্ধ বিভাগীয় ক্যান্টিনের ক্যান্টিন কর্মীরা, প্রতি ৫,০০০ টাকা ইউনিফর্ম ভাতা পাওয়ার যোগ্য।
সৌভিক মুখার্জী, কলকাতা: কল্পনা করে দেখুন তো, আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি (Android Phone) তিন দিন…
সহেলি মিত্র, কলকাতা: বাংলায় টানা ঝড়-বৃষ্টির জন্য তাপপ্রবাহ থেকে স্বস্তি পেয়েছেন বাংলার মানুষ। আলিপুর আবহাওয়া…
বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কল করার পাশাপাশি বিভিন্ন কাজে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯শে এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: মহাকাশ অভিযানে এবার নতুন ইতিহাস লিখতে চলেছে ভারতের মহাকাশচারী। হ্যাঁ, ভারতীয় বংশদ্ভূত…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে ভারত শুধুমাত্র জনসংখ্যার দিক থেকে নয়, বরং অর্থনীতির (Indian…
This website uses cookies.