Unique Business Idea: সরকারের সাহায্যে খুলুন মর্ডান রিটেল স্টোর, শেষ হবে আজীবনের আয়ের চিন্তা | Harhith Store Business
প্রীতি পোদ্দার, গান্ধীনগর: বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেকেই চাইছেন নিজের অধীনে থেকে কাজ করতে। বাইরের কারোর দায়িত্বে কাজ করতে আজকাল অনেকেরই মন চায় না। এককথায় বলা যায় তরুণ প্রজন্ম এখন বেশি ঝুঁকছে বিজনেস বা ব্যবসার (Business) দিকে। তাই এখন আর কেউ চাকরির পিছনে ছুটছে না। তবে এটা সঠিক যে চাকরি করে যতটা না লাভ অর্জন করা যায় ব্যাবসা করে সেই লাভ আরও বেশি অর্জন করে ব্যবসায়ীরা।
তাইতো বিভিন্ন রাজ্য সরকার বেকার যুবক যুবতীদের কাজের ক্ষেত্রে আত্মনির্ভর করার জন্য একাধিক প্রকল্প চালু করে চলেছে। এমনকি ঘরে বসেই যাতে এই সুবিধা সকলেই নিতে পারে সেই নিরিখে এক নয়া প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। তবে দুর্ভাগ্যবশত এই প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার চালু করেনি।, করেছে হরিয়ানা সরকার। তাই এখন নিশ্চিন্তে বাড়িতে বসেই অনেক টাকা আয় করে নিন এই সরকারি প্রকল্পের মাধ্যমে। সম্পূর্ণটা জেনে নিন আমাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।
হরিয়ানা সরকার কর্তৃক চালু হওয়া এই ‘হর হিথ স্টোর’ যোজনার মূল উদ্দেশ্য হল রাজ্যে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা এবং রাজ্যের নাগরিকদের নতুন কর্মসংস্থানের সুযোগ প্রদান করা হবে। জানা গিয়েছে রাজ্য সরকার এই প্রকল্পের অধীনে গ্রাহকদের প্রাপ্য মূল্যে সঠিক মানসম্পন্ন বিভিন্ন পণ্য সরবরাহ করবে। এবং এর পাশাপাশি ক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্প, স্টার্টআপ এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে শক্তিশালী করবে। যার ফলে রাজ্যে অনেকটাই বেকারত্বের হার কমবে। তাই হরিয়ানা সরকারের এই অভূতপূর্ব এবং অসাধারণ হর হিথ স্টোর খুলতে গেলে কয়েকটি নিয়ম ভালো করে জেনে নিতে হবে।
রাজ্য সরকারের প্রকল্প সূত্রে জানা গিয়েছে যদি কোনো ব্যক্তি হর হিত স্টোর খুলতে চান তাহলে তাঁকে অবশ্যই হরিয়ানার বাসিন্দা হওয়ার পাশাপাশি বয়স ২১ থেকে ৩৫ বছর হতে হবে। সেই সঙ্গে দ্বাদশ শ্রেণী পাস হতে হবে। তাহলেই সেই প্রার্থী এই আবেদনের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে। যদি প্রার্থীর আবেদন অনুমোদিত হয় তাহলে প্রথমে ১০ হাজার টাকা জমা দিতে হবে। গ্রাম বা শহরের যে কোনো জায়গায় দোকান খুলতে পারবেন। প্রতিটি হিথ স্টোর খোলার জন্য, কমপক্ষে ২০০ বর্গফুটের একটি দোকান থাকা উচিত। সেক্ষেত্রে এই ব্যবসা কমপক্ষে ৫ লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারেন।
জানা গিয়েছে এই হর হিথ স্টোরে হরিয়ানা সরকার কর্তৃক সকল প্রকার পণ্য সরবরাহ করা হবে। সাশ্রয়ী মূল্যে এই দোকানগুলিতে HAFED-এর মানসম্পন্ন পণ্য সরবরাহ করবে। পশুর খাদ্য থেকে শুরু করে স্টেশনারি জিনিসপত্র এবং বিউটি সংক্রান্ত জিনিসপত্র মিলবে খুব সহজে। একাধিক সামগ্রীর সম্পদ রয়েছে এখানে। বর্তমানে হরিয়ানায় প্রায় ২০০ টিরও বেশি হর হিথ স্টোর খোলা হয়েছে। আর এর ফলে ব্যবসায়ীদের বেশ বাম্পার আয় হবে।
সহেলি মিত্র, কলকাতাঃ আবহাওয়ার ডিগবাজি হয়তো একেই বলে। মাঝে যে হারে গরম বেড়েছিল তাতে করে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ মে, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যেতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: যারা প্রতি বছর আয়কর রিটার্ন (Income Tax Return) ফাইল করেন, তাদের জন্য…
অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon-এ আগামীকাল থেকে শুরু হচ্ছে Great Summer Sale। এই সেলে জনপ্রিয় ব্র্যান্ডের…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
This website uses cookies.