Uno Minda Electric Bike Unveiled: দামি গাড়িতেও নেই এত সব সুবিধা, আশ্চর্য হবেন এই ইলেকট্রিক বাইকের বৈশিষ্ট্য শুনলে | Uno Minda Electric Bike Advanced Safety Technology
ভারতের গাড়ি বাজারে ইদানিং সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে সচেতনতা ও গুরুত্ব দুটোই বৃদ্ধি পেয়েছে। গাড়ির মতো দু’চাকাতেও অত্যাধুনিক বৈশিষ্ট্য যোগ করছে কোম্পানিগুলি। কিন্তু, বাজেট ফ্রেন্ডলি বাইকগুলিতে দাম কম রাখার জন্য এই সুবিধাগুলি পাওয়া যায় না। তবে ব্যতিক্রম রয়েছে। বাইকে একটি সুরক্ষা বৈশিষ্ট্য হল অ্যাডভান্স রাইডার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ARAS)। এবার ভারতে সেই ফিচারের সঙ্গে পরিচয় করাতে চলেছে Uno Minda।
সম্প্রতি অটোমোটিভ পার্টস ও সিস্টেম নির্মাতা Uno Minda তাদের নিজস্ব ইলেকট্রিক বাইক হাজির করেছে। এই বাইকে তারা উন্নত অ্যাডভান্স রাইডার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ARAS) যুক্ত করেছে। এই সিস্টেমে থাকে একটি ফ্রন্ট রাডার এবং রিয়ার ক্যামেরা, যা সেন্সরের মাধ্যমে রাইডারকে সতর্ক করে এবং দুর্ঘটনা থেকে বাঁচায়।
ব্লাইন্ড স্পট মনিটরিং, ফরওয়ার্ড কলিসন ওয়ার্নিং, লেন চেঞ্জ অ্যাসিস্ট, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল ইত্যাদি। অনেকটা গাড়ির অ্যাডভ্যান্সড ড্রাইভার অ্যাসিস্ট সিস্টেম বা ADAS-এর মতো কাজ করে এই প্রযুক্তি। উচ্চ গতিতে বাইক চালানোর সময় লেন চেঞ্জ করলে বা নানা অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়লে দুর্ঘটনার ঝুঁকি থাকে, সেই ঝুঁকি থেকে বের করে আনবে এই ARAS সিস্টেম।
শুধু তাই নয়, তাদের বাইকে এক বিশেষ অ্যাডভান্সড হ্যান্ডেলবার এসেম্বলি থাকবে, যা নিশ্চিত করবে যে রাইডারের হাত আদৌ হ্যান্ডেলবারে রয়েছে কিনা, পাশাপাশি একটি হেলমেট ডিটেকশন প্রযুক্তিও আনছে কোম্পানি। অন্যান্য ফিচার্সের মধ্যে পাওয়া যাবে ১০.২৫ ইঞ্চি ডিজিটাল ক্লাস্টার, আধুনিক সিট এবং এক বিশেষ এক্স-ইন-ওয়ান ইলেকট্রিক পাওয়ারট্রেন, যার মধ্যে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, মোটর কন্ট্রোলার, টেলিম্যাটিক্স সব একটি ইউনিটেই পাওয়া যাবে।
উল্লেখ্য, সম্প্রতি এই বাইক ২০২৫ ভারত এক্সপো-তে তুলে ধরেছে কোম্পানি। তবে বাইকটি উৎপাদন করতে চায় না বলে জানিয়েছে Uno Minda। কোম্পানির দাবি, বাইকটির প্রযুক্তিগত দক্ষতা মানুষের সামনে তুলে ধরতে চায় তারা। কোম্পানির মতে, এই প্রযুক্তির প্রয়োজনীয়তা বর্তমান সময়ে সবথেকে বেশি।
ভারতীয় রেলে ভুয়া টিকিট পরীক্ষকদের (TTE) প্রতারণা থেকে যাত্রীদের রক্ষা করতে নতুন প্রযুক্তি ও নিয়ম…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক আরও বিগড়েছে। 26 জন…
গরমকাল আসলেই যেন ফ্রিজ ছাড়া দিন চলে না। আর তেমনই ফ্রিজের (Fridge) একটি সবথেকে বড়সড়…
দক্ষিণ-পূর্ব রেলের পূর্ব নির্ধারিত নন-ইন্টারলকিং উন্নয়নমূলক কাজের কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল এবং কিছু ট্রেনের…
সহেলি মিত্র, কলকাতাঃ কবে চালু হবে ধর্মতলা থেকে শিয়ালদা অবধি মেট্রো পরিষেবা? এখন এই প্রশ্ন…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারিতে অর্থপ্রাপ্তি নির্ভর করে ভাগ্যের ওপর! রাশিচক্রের পরিবর্তন ও শুভ সময় অনুযায়ী…
This website uses cookies.