লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Untold Story Of Ex KKR Player: পরকীয়া করত স্ত্রী, প্রায় শেষ হয়েছিল কেরিয়ার! KKR প্রাক্তনীর জীবন জানলে চোখে জল আসবে… | Sad Story Of Dinesh Karthik

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 22 গজে দাপট দেখালেও গোপনে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে গুমড়ে গুমড়ে কেঁদেছেন ভারতের অন্যতম সফল ক্রিকেটার দীনেশ কার্তিক। নিজের প্রিয় মানুষকে অন্যের সাথে চলে যেতে দেখাটা কতটা কঠিন তা বোধহয় নিজের বৈবাহিক জীবনে দিয়েই রন্ধ্রে রন্ধ্রে বুঝেছিলেন KKR প্রাক্তনী (Ex KKR Player)। তবে ভেঙে পড়েও উঠে দাঁড়িয়েছেন দীনেশ। নিজের ব্যক্তিগত জীবনের যন্ত্রণাকে শক্তি বানিয়ে কেরিয়ারে কামব্যাক করেছেন এই ভারতীয় তারকা। চলুন জেনে নেওয়া যাক প্রাক্তন KKR তারকার জীবনের যন্ত্রণাদায়ক অধ্যায়ের কিছু অংশ।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ছোট থেকেই ক্রিকেটের প্রতি ঝোঁক দীনেশের

দীনেশ কার্তিক। আসল নামটা কৃষ্ণকুমার দীনেশ কার্তিক। চেন্নাইয়ের একটি তেলেগু পরিবারে জন্ম হয় ভারতীয় তারকার। একেবারে খুদে বয়স থেকেই ক্রিকেটের প্রতি এক আজব টান ছিল তাঁর। আর সেই ভালবাসাকে পুঁজি করেই মাত্র 10 বছর বয়স থেকেই ক্রিকেটের যাত্রা শুরু করেন দীনেশ।

এভাবেই দীর্ঘ সময় পেরিয়ে 2008 সালে ভারতীয় দলে অভিষেক হয় তাঁর। দেশের জার্সি গায়ে বহুবার নিজের জাত চিনিয়েছেন তিনি। বলে রাখি, দীনেশ কার্তিক ভারতের হয়ে 300টি টি-টোয়েন্টি খেলা চতুর্থ ব্যাটসম্যান। গোটা কেরিয়ারে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে কার্যত তান্ডব চালিয়েছেন দীনেশ। এহেন একজন ক্রিকেটারের ব্যক্তিগত জীবন সত্যিই মন খারাপ করার মতো।

দীনেশের ব্যক্তিগত জীবনের কঠিন অধ্যায়

দীনেশ কার্তিকের প্রথম স্ত্রী নিকিতা ভাঞ্জারা তাঁর ছেলেবেলার বন্ধু ছিলেন। পরবর্তীতে দীর্ঘ আলাপচারিতা ও ঘনিষ্ঠতার দৌলাতে বন্ধুত্বের সম্পর্ক পরিণতি পায় প্রেমে। এবং সবশেষে 2007 সালে মাত্র 21 বছর বয়সে দীনেশ কার্তিককে বিয়ে করেন শৈশবকালীন বন্ধু নিকিতা। তবে বিয়ের কয়েক বছর পরই তৈরি হয় দাম্পত্য কলহ। নেপথ্যে যদিও রয়েছে দীনেশের প্রথম স্ত্রী নিকিতার বড় পদক্ষেপ।

জানা যায়, বিয়ের কয়েক বছরের মধ্যেই নিকিতা প্রেমে পড়েছিলেন দীনেশ কার্তিকের তৎকালীন সতীর্থ তথা ঘনিষ্ঠ বন্ধু মুরুলি বিজয়ের। স্ত্রীয়ের এমন সম্পর্কের কারণে বৈবাহিক জীবন ভেঙে চুরমার হয়ে যায় দীনেশের। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, সালটা ছিল 2012। সেবার বিজয় হাজারে ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালীন ভারতীয় ক্রিকেটার দীনেশ জানতে পারেন, তাঁর স্ত্রী নিকিতা বন্ধু মুরলি বিজয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে।

READ MORE:  KKR Vs MI: অভিষেক ম্যাচেই ৪ উইকেট, নাইট শিবিরে ধ্বস নামানো কে এই অশ্বিনী কুমার? | Who Is Ashwani Kumar?

এই খবর কানে আসতেই প্রথম ধাক্কা খান নাইট প্রাক্তনী। তবে সেখানেই শেষ নয়, স্ত্রীয়ের এমন গোপন কীর্তি জেনে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের পর ভারতীয় তারকা জানতে পারেন, নিকিতার গর্ভে যে সন্তান রয়েছে তা বন্ধু মুরলি বিজয়ের। এক কথায়, বন্ধুর সন্তানের মা হতে চলেছেন প্রাক্তন স্ত্রী। আর এমন দুর্ভাগ্যের মাঝেই একেবারে ভেঙে পড়েছিলেন ভারতীয় তারকা দীনেশ কার্তিক।

22 গজ ছেড়ে, জিম ছেড়ে একাকিত্বের জীবন কাটাতে শুরু করেন দীনেশ। যদিও এই সময়ে প্রাক্তন স্ত্রী বিয়ে করেছিলেন মুরলিকে। এদিকে নিজের বৈবাহিক জীবনের খরা কাটাতে কাটাতে একেবারে ডিপ্রেশনে চলে যান দীনেশ। যার জেরে শেষ পর্যন্ত ভারতীয় দল থেকেও বাদ পড়েন তিনি। পরবর্তীতে বন্ধু ও মেন্টর অভিষেক নায়ারের পরামর্শে দীর্ঘদিন পর পুরনো ভূমিকায় ফেরেন দীনেশ কার্তিক। জীবনের দীর্ঘ পর্যায় কাটিয়ে অবশেষে মাঠে ফিরতে শুরু করেন কার্তিক।

অবশ্যই পড়ুন: ক্রিকেটের ইতিহাসে অভিশপ্ত দিন ৭ এপ্রিল! আজই কেরিয়ার শেষ হয়েছিল টিম ইন্ডিয়ার ২ মহারথীর

প্রসঙ্গত, প্রথম স্ত্রীয়ের কাছ থেকে পাওয়া যন্ত্রণার উপহার ভুলে ধীরে ধীরে পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও কাম
ব্যাক হয় দীনেশ কার্তিকের। বলা বাহুল্য, জিমে ফেরার পথে দীনেশ কার্তিকের সাথে দেখা হয় ভারতের স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পল্লিকলের। এরপর ধীরে আলাপ, প্রেম এবং সব শেষে 2015 সালে চেন্নাইয়ে দুই ভিন্ন রীতি মেনে বিয়ে হয় দীনেশ ও দীপিকার। বর্তমানে তাঁরা দুই যমজ সন্তানের অভিভাবক। সব মিলিয়ে বলাই যায়, প্রাক্তন নাইট তারকার ব্যক্তিগত জীবনের এই অন্ধকার জগত সম্পর্কে এখনও অনেকেই অজানা। যার কারণ একমাত্র দীনেশ কার্তিকই। কারণ তিনিই, সম্মানের সহিত গোটা বিষয়টি গোপন রেখেছিলেন।

READ MORE:  Mohun Bagan Super Giant: ট্র্যান্সফার উইন্ডোতে বড় চমক, গোয়া-নর্থইস্টের ঘর ভেঙে দুই তারকাকে আনছে মোহনবাগান? | Mohun Bagan May Sign Two Wingers

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.