সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন অর্থবছর মানেই নতুন সব পরিবর্তন। আর আগামী ১লা এপ্রিল, ২০২৫ থেকে ভারতে কর ব্যবস্থা থেকে শুরু করে UPI পেমেন্ট, বিনিয়োগ, LPG, সোনার দাম সহ বিভিন্ন আর্থিক খাতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। আর এই পরিবর্তনগুলি সরাসরি সাধারণ মানুষের সঞ্চয় এবং ব্যয়ের উপর সরাসরি আঘাত হানবে। তাই এই পরিবর্তনগুলি সম্পর্কে আগেভাগেই সচেতন হওয়া জরুরী। চলুন দেখে নেওয়া যাক, কী কী নিয়ম বদলাচ্ছে এবং কীভাবে সাধারণ মানুষের উপর তার প্রভাব পড়বে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
UPI নিয়মে বড়সড় পরিবর্তন
আপনি কি আপনার UPI অ্যাপটি প্রতিনিয়ত ব্যবহার করেন না? না করলে এখন থেকেই ব্যবহার করা শুরু করুন। কারণ আগামী ১লা এপ্রিল থেকে যদি কোন UPI আইডি টানা ১২ মাস নিষ্ক্রিয় থাকে, তাহলে সেটিকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। তাই যদি আপনি মাঝে মাঝে বা অনেকদিন পর পর UPI অ্যাপ ব্যবহার করেন, তাহলে সেটি নিষ্ক্রিয় হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি পুরনো UPI আইডি হারিয়ে ফেলতে পারেন, যা নতুন করে চালু করতে প্রচুর সময় লাগতে পারে। তাই নিয়মিত লেনদেন করুন, যাতে অ্যাকাউন্ট সক্রিয় থাকে এবং আপনার ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাও চালু থাকে।
নতুন কর ব্যবস্থায় পরিবর্তন
অর্থবর্ষ ২০২৫-২৬ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কর ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। তবে পুরনো কর ব্যবস্থা এখনো বহাল থাকবে বলেই জানা যাচ্ছে। তবে এর জন্য আলাদা করে আবেদন করতে হবে। যদি কর ফাইল করার সময় পুরনো কর ব্যবস্থা না বেঁছে নেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে নতুন কর ব্যবস্থায় স্থানান্তরিত হয়ে যেতে পারেন। আর যদি 80C কর ব্যবস্থার আওতায় কর ছাড় পেতে চান, তাহলে আগেভাগেই বিনিয়োগের পরিকল্পনা সেরে রাখুন।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
প্যান-আধার লিঙ্ক বাধ্যতামূলক
আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে তো? যদি না থাকে তাহলে ১লা এপ্রিলের মধ্যে অবশ্যই কাজটি সেরে নিন। নাহলে ১লা এপ্রিল থেকে ডিভিডেন্ড বন্ধ হয়ে যেতে পারে। ফলে ডিভিডেন্ড বা ক্যাপিটাল গেইন থেকে TDS বেশি পরিমাণে কাটা হবে। পাশাপাশি ফ্রম 26AS থেকে কোনো ক্রেডিট পাবেন না। ফলে রিফান্ড পেতে দেরি হবে। এছাড়া শেয়ারবাজার ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের জন্য বড়সড় ধাক্কা আসতে পারে।
গ্যাস, সোনা এবং জ্বালানির দামে পরিবর্তন
প্রতিবারের মত এবারও নতুন অর্থবর্ষের শুরুতে সরকার সাবসিডি এবং আমদানি নির্ভর খনিজ তেল, সোনা এবং LPG-এর মূল্য পরিবর্তন আনতে চলেছে। যদি জ্বালানির দাম বাড়ে, তাহলে মাসিক বাজেটে প্রভাব পড়বে। পাশাপাশি সাধারণ মানুষের জ্বালানির খরচ এবং গৃহস্থালির খরচ অনেকটাই বেড়ে যাবে।
মিউচুয়াল ফান্ড ও ডিম্যাট অ্যাকাউন্টে পরিবর্তন
আগামী ১লা এপ্রিল থেকে SEBI মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্টের জন্য নতুন নিয়ম লাগু হচ্ছে। এখন থেকে প্রত্যেক ব্যবহারকারীকে তাদের কেওয়াইসি এবং নমিনির তথ্য আপডেট করতে হবে। হ্যাঁ ঠিকই শুনেছেন। যদি কেওয়াইসি বা নমিনি আপডেট না করে থাকেন, তাহলে অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে যার। পাশাপাশি লভ্যাংশ ও রিডেম্পশন আটকে যেতে পারে, যা বড় আর্থিক সমস্যার কারণ হয়ে দাঁড়াবে।
তাই এই পরিবর্তনগুলি দেখতে ছোট মনে হলেও সাধারণ মানুষের অর্থনৈতিক এবং দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তাই আগে থেকেই ওয়াকিবহাল হওয়া দরকার। আগাম প্রস্তুতি নিলে এই সমস্ত পরিবর্তনগুলির কারণে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং নতুন অর্থবছরে কোনরকম সমস্যার সম্মুখীন হতে হবে না। তাই এখন থেকেই পরিকল্পনা সারুন।