লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

UPI, ATM থেকে ন্যূনতম ব্যালেন্স! ১লা মে থেকে বদলাতে চলেছে ব্যাংকের সব নিয়ম

Published on:

ভারতের ব্যাংকিং ব্যবস্থায় ১লা মে থেকে চালু হতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। যাদের ব্যাংক অ্যাকাউন্ট (Bank Account) রয়েছে, তাদের এই নিয়মগুলি মানা অত্যন্ত জরুরী। হ্যাঁ, এই নতুন নিয়মে বদলাতে চলেছে এটিএম থেকে টাকা তোলার সীমা, ইউপিআই লেনদেনের চার্জ, অনলাইন ট্রান্সফারের সময়সূচি এবং সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্স সংক্রান্ত নিয়ম। চলুন জেনে নেওয়া যাক, এমন চারটি পরিবর্তন সম্পর্কে, যা আপনার দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমে প্রভাব ফেলে।

এটিএম থেকে টাকা তোলার ফ্রি লিমিটে কাটছাঁট

আগে যেখানে মাসে পাঁচবার এটিএম থেকে ফ্রিতে টাকা তোলা যেত, এখন সেটি কমে দাঁড়াবে তিনবার। হ্যাঁ, বিশেষ করে যারা নিজেদের হোম ব্রাঞ্চের বাইরে গিয়ে এটিএম ব্যবহার করেন, তাদের জন্য এই পরিবর্তন সবথেকে গুরুত্বপূর্ণ।

READ MORE:  Salary Hike: বেতন বাড়তে পারে ২০ থেকে ৩০%, DA বৃদ্ধির আগে সুখবর শিক্ষকদের জন্য | May 20-30% Sala Hike For Professors In 8th Pay Commission

তবে হ্যাঁ, হোম ব্রাঞ্চে আগের নিয়ম বহাল থাকবে এবং অতিরিক্ত লেনদেনের জন্য এখন ২১ টাকা করে চার্জ দিতে হবে, যা আগে ছিল ২০ টাকা। পাশাপাশি প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকলে হয়তো কিছুটা ছাড় পেতে পারেন।

ইউপিআই লেনদেনে আসছে বড়সড় বদল

দিন দিন ইউপিআই ব্যবহারের হার বেড়ে যাওয়ার ফলে নতুন গাইডলাইনস আনছে NPCI এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক। আর এই নিয়মের ফলে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে লাগু হচ্ছে অতিরিক্ত চার্জ। জানা যাচ্ছে, সাধারণ গ্রাহকদের জন্য দৈনন্দিন লেনদেনের সর্বোচ্চ সীমা এবার ১ লক্ষ টাকা করা হবে। 

পাশাপাশি ছোট লেনদেনের জন্য চালু হচ্ছে ইউপিআই লাইট, যার সীমা করা হচ্ছে ২০০ টাকা। এছাড়া কোন দোকানে ২০০০ টাকার বেশি পেমেন্ট করতে গেলে ১.১% চার্জ দিতে হতে পারে। তবে বন্ধু বা পরিবারের মধ্যে টাকা পাঠাতে হলে কোন রকম চার্জ লাগবে না। 

READ MORE:  7th Pay Commission: সরকারি কর্মীদের জন্য লাগু হচ্ছে নতুন পেনশন প্রকল্প, জারি বিজ্ঞপ্তি | New Pension Scheme For Government Employee

ব্যাংক লকারের জন্য বাধ্যতামূলক চুক্তি

আপনার ব্যাংক লকার থাকলে মে মাসের প্রথম তারিখেই নতুন চুক্তিপত্র সই করতে হবে। হ্যাঁ, রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এটি বাধ্যতামূলক পদক্ষেপ করা হয়েছে। তাই এখনই ব্যাংকে গিয়ে লকার এগ্রিমেন্টে সই করুন এবং সঙ্গে রাখুন পরিচয়পত্র ও লকারের বিস্তারিত তথ্য। যদি নিয়ম না মানেন, তাহলে লকার বন্ধ করে দেওয়া হতে পারে।

সেভিংস অ্যাকাউন্টে মাসিক ব্যালেন্সের নিয়মে বদল

সাধারণ গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে এখন থেকে গড় ব্যালেন্স কিছুটা বাড়ানো হয়েছে। শহরাঞ্চলে আগে ন্যূনতম ব্যালেন্স ৩০০০ টাকা ছিল। তবে এখন ৫০০০ টাকা করা হয়েছে। অর্থাৎ, ন্যূনতম ৫০০০ টাকা না রাখলে ১০০ টাকা থেকে ৩০০ টাকা জরিমানা হতে পারে। তবে আধা শহর বা গ্রামীণ অঞ্চলের জন্য এই নিয়ম কার্যকর হয়নি।

READ MORE:  7th Pay Commission: অর্থবর্ষের প্রথম দিনেই সুখবর, কেন্দ্রের সমান DA বৃদ্ধির ঘোষণা সরকারের | Government Of Rajasthan Hikes 2% DA

১লা মে থেকে শুরু হওয়া এই নতুন নিয়মগুলি আমাদের ব্যাঙ্কিং জীবনে বড়সড় প্রভাব ফেলবে। একদিকে যেমন সুবিধা বাড়ছে, তেমনই সচেতনতারার প্রয়োজন রয়েছে। তাই এখন থেকেই খোঁজ নিন আপনার ব্যাংকে গিয়ে, কোন কোন নিয়ম আপনার অ্যাকাউন্টে প্রযোজ্য হবে এবং সেই নিয়মগুলি মেনে চলুন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.