UPI Charges: UPI আর থাকছেনা ফ্রি, টাকা চার্জ করার সিদ্ধান্ত নিল Google Pay | Google Pay Charge Convenience Fees
ছোট, মাঝারি, এমনকী লাখ টাকা লেনদেনের জন্যও UPI ব্যবহার করে থাকেন অনেক। যেহেতু দ্রুত, নিরাপদে এবং বিনামূল্যে লেনদেন করা যায়, তাই বেশিরভাগ ব্যবহারকারী UPI- কে বেছে নেন। কিন্তু, এই প্রক্রিয়ায় শীঘ্রই বদল আনতে পারে Google Pay। রিপোর্ট অনুযায়ী, পরিষেবা দেওয়ার জন্য অতিরিক্ত কনভিনিয়েন্স বা সুবিধা ফি চার্জ করা হবে ব্যবহারকারীদের। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি কোম্পানি।
জানা গিয়েছে, বিদ্যুৎ ও গ্যাসের বিল জমা দেওয়ার সময় এই টাকা চার্জ করতে পারে গুগল পে। বর্তমানে, UPI এর ক্ষেত্রে দুটি প্ল্যাটফর্ম সবথেকে বেশি জনপ্রিয়। একটি PhonePe এবং আর একটি Google Pay।
বলা হয়েছে Google Pay-তে প্রযোজ্য যেকোনও GST-সহ লেনদেনের পরিমাণের ০.৫ শতাংশ থেকে ১ শতাংশের মধ্যে ফি প্রযোজ্য হতে পারে। উল্লেখ্য, মোবাইল রিচার্জের ক্ষেত্রে ইতিমধ্যে ৩% ফি চার্জ করা শুরু করেছে কোম্পানি। এর পাশাপাশি বিদ্যুৎ বিলের ক্ষেত্রে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করলে ১৫ টাকা “প্রসেসিং ফি” হিসাবে টাকা কাটে কোম্পানি।
প্রসঙ্গত, ২০২০ সালে ভারত সরকার ডিজিটাল লেনদেনকে আরও উৎসাহিত করার জন্য ২০০০ টাকার কম মূল্যের UPI লেনদেনের জন্য মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) মকুব করার সিদ্ধান্ত নেয়। তবে সরকার নিজেই এই লেনদেনের খরচ বহন করে। কিন্তু, তবুও প্ল্যাটফর্মগুলি ব্যবহারকারীদের কাছ থেকে সরাসরি রাজস্ব আয় করতে অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন।
এই সমস্যাগুলি সত্ত্বেও সাম্প্রতিক সময়ে UPI ব্যবহার বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে ২৩.৪৮ লক্ষ কোটি টাকার ১৬.৯৯ বিলিয়ন লেনদেন রেকর্ড করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৩৯ শতাংশ বৃদ্ধি। UPI লেনদেন নতুন চার্জ নিয়ে গুগল পে কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার।
শ্বেতা মিত্র, কলকাতা: ফের দেশে এয়ারস্ট্রাইক (Airstrike)। হামলায় মৃত্যু হল বহু মানুষের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড…
শ্বেতা মিত্র, কলকাতা: মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গজুড়ে। জেলায় জেলায় রীতিমতো…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
This website uses cookies.