UPI Charges: UPI আর থাকছেনা ফ্রি, টাকা চার্জ করার সিদ্ধান্ত নিল Google Pay | Google Pay Charge Convenience Fees

ছোট, মাঝারি, এমনকী লাখ টাকা লেনদেনের জন্যও UPI ব্যবহার করে থাকেন অনেক। যেহেতু দ্রুত, নিরাপদে এবং বিনামূল্যে লেনদেন করা যায়, তাই বেশিরভাগ ব্যবহারকারী UPI- কে বেছে নেন। কিন্তু, এই প্রক্রিয়ায় শীঘ্রই বদল আনতে পারে Google Pay। রিপোর্ট অনুযায়ী, পরিষেবা দেওয়ার জন্য অতিরিক্ত কনভিনিয়েন্স বা সুবিধা ফি চার্জ করা হবে ব্যবহারকারীদের। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি কোম্পানি।

জানা গিয়েছে, বিদ্যুৎ ও গ্যাসের বিল জমা দেওয়ার সময় এই টাকা চার্জ করতে পারে গুগল পে। বর্তমানে, UPI এর ক্ষেত্রে দুটি প্ল্যাটফর্ম সবথেকে বেশি জনপ্রিয়। একটি PhonePe এবং আর একটি Google Pay।

READ MORE:  Rules From 1st March: LPG থেকে UPI, ফিক্সড ডিপোজিট! ১ মার্চ থেকে বদলে যাচ্ছে ৮ নিয়ম, প্রভাবিত হবে সবাই | From March LPG, UPI, Fixed Deposit And 8 Rules Will Change

UPI লেনদেনে টাকা কাটবে Google Pay

বলা হয়েছে Google Pay-তে প্রযোজ্য যেকোনও GST-সহ লেনদেনের পরিমাণের ০.৫ শতাংশ থেকে ১ শতাংশের মধ্যে ফি প্রযোজ্য হতে পারে। উল্লেখ্য, মোবাইল রিচার্জের ক্ষেত্রে ইতিমধ্যে ৩% ফি চার্জ করা শুরু করেছে কোম্পানি। এর পাশাপাশি বিদ্যুৎ বিলের ক্ষেত্রে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করলে ১৫ টাকা “প্রসেসিং ফি” হিসাবে টাকা কাটে কোম্পানি।

READ MORE:  UPI New Rules: ১ ফেব্রুয়ারি থেকে আটকে যাবে ইউপিআই পেমেন্ট, এক্ষুনি এই কাজ করুন

মার্চেন্ট ডিসকাউন্ট রেট কী?

প্রসঙ্গত, ২০২০ সালে ভারত সরকার ডিজিটাল লেনদেনকে আরও উৎসাহিত করার জন্য ২০০০ টাকার কম মূল্যের UPI লেনদেনের জন্য মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) মকুব করার সিদ্ধান্ত নেয়। তবে সরকার নিজেই এই লেনদেনের খরচ বহন করে। কিন্তু, তবুও প্ল্যাটফর্মগুলি ব্যবহারকারীদের কাছ থেকে সরাসরি রাজস্ব আয় করতে অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন।

READ MORE:  UPI Rules Changing: ১৫ ফেব্রুয়ারি থেকেই বদলে যাবে UPI-র চার্জব্যাক নিয়ম | Unified Payments Interface Chargeback Rules

এই সমস্যাগুলি সত্ত্বেও সাম্প্রতিক সময়ে UPI ব্যবহার বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে ২৩.৪৮ লক্ষ কোটি টাকার ১৬.৯৯ বিলিয়ন লেনদেন রেকর্ড করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৩৯ শতাংশ বৃদ্ধি। UPI লেনদেন নতুন চার্জ নিয়ে গুগল পে কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার।

Scroll to Top