লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

UPI Down: দেশজুড়ে বন্ধ UPI পেমেন্ট পরিষেবা, লেনদেন থেকে ব্যালেন্স চেক সব পরিষেবা ব্যাহত | UPI Payments Service Not Working

Published on:

আজ ১২ এপ্রিল ভারতজুড়ে ফের ইউপিআই (ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস) পরিষেবায় বড়সড় বিপর্যয় দেখা দিয়েছে। দুপুর ১২ টা ৫০ মিনিট থেকে বহু ব্যবহারকারী Google Pay, PhonePe, Paytm-এর মতো জনপ্রিয় অ্যাপ থেকে পেমেন্ট করতে পারছেন না বলে অভিযোগ জানিয়েছেন। শুধু থার্ড পার্টি অ্যাপ নয়, বরং SBI, HDFC, ICICI, Axis Bank ও Bank of India-সহ বহু জনপ্রিয় ব্যাঙ্কেরর ইউপিআই পরিষেবাও প্রভাবিত হয়েছে।

READ MORE:  মোবাইল ইউজারদের মাথায় হাত, এই বছরের শেষের দিকে ৫জি-র খরচে বৃদ্ধি

ওয়েবসাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম, ডাউনডিটেক্টর অনুযায়ী, দুপুর প্রায় ১ টা থেকে ইউপিআই সংক্রান্ত সমস্যার অভিযোগ আসতে শুরু করেছে। এর আগেও ২ এপ্রিল ইউপিআই পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছিল। যদিও NPCI এখনো পর্যন্ত সমস্যার প্রকৃত কারণ জানায়নি, তবে আশা করা হচ্ছে এটি ব্যাকএন্ড নেটওয়ার্ক সংক্রান্ত ত্রুটির কারণে হতে পারে।

ইউপিআই পরিষেবা অচল হয়ে যাওয়ার ফলে ব্যবহারকারীরা পেমেন্ট, ব্যালেন্স চেক, এমনকি ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতেও সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে এমন পরিস্থিতিতে কিছু বিকল্প পেমেন্ট পদ্ধতির মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব।

READ MORE:  চীনের ব্রহ্মাস্ত্র এখন Deepseek AI, স্মার্টফোন ও ল্যাপটপে কীভাবে ইনস্টল করবেন? জানুন

যেমন আপনি দোকানে গিয়ে ফিজিক্যাল ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে লেনদেন করতে পারেন। আবার অনেক ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং পরিষেবা এখনো সচল আছে, যার মাধ্যমে প্রয়োজনীয় লেনদেন সম্পন্ন করা যেতে পারে। আবার চাইলে এটিএম থেকে ক্যাশ তুলেও লেনদেন করতে পারেন। সেই সঙ্গে Airtel Money কিংবা WhatsApp Pay-এর মতো ডিজিটাল ওয়ালেটও এই সময় কাজে আসতে পারে।

READ MORE:  দেশের কোটি কোটি দোকানদারকে উপহার জিওর, বিনামূল্যে পাওয়া যাবে জিও সাউন্ডপে পরিষেবা

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.