UPI Downtime: UPI পরিষেবা বন্ধের ঘোষণা ভারতের সবথেকে বড় ব্যাঙ্কের! কবে? জানাল HDFC | HDFC Bank Announce UPI Will Not Work For Few Hours Due To Maintainence Work
পার্থ সারথি মান্না, কলকাতাঃ সময়ের সাথে প্রযুক্তির উন্নতি যেমন হয়েছে তেমনি বেড়েছে স্মার্টফোনের ব্যবহার। আর স্মার্টফোন আছে মানেই UPI মাস্ট। পকেটে ক্যাশ নিয়ে ঘুরে বাড়ানোর জামান পেরিয়ে আজকাল ছোট থেকে এবার সকলেই ইউপিআই ব্যবহার করছেন। এটা ব্যবহার করা যেমন সোজা তেমনি সুরক্ষিতও। পাড়ার মুদিখানার দোকান থেকে বড় শপিং মল সব জায়গাতেই ব্যবহার হচ্ছে এই সুবিধার। কিন্তু এবার জানা যাচ্ছে কাজ করবে না UPI। কিন্তু কেন? জানতে হলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
হটাৎ UPI কাজ করবে না এমন একটা ঘোষণা শোনার পর স্বাভাবিকভাবেই রীতিমত চমকে গিয়েছেন অনেকেই। কারণ আজকাল ছোট থেকে এবার প্রায় সমস্ত লেনদেনই UPI এর দৌলতে খুব সহজে করে অভ্যস্ত হয়ে পড়েছেন সকলেই। এক্ষেত্রে জানিয়ে রাখি, দেশের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাঙ্ক HDFC এর তরফ থেকে সমস্ত গ্রাহকদের জানানো হয়েছে যে, রক্ষনাবেক্ষণের কারণেই কিছুক্ষণের জন্য UPI কাজ করবে না। কোন সময়ে? চলুন দেখে নেওয়া যাক।
HDFC ব্যাঙ্কের তরফ থেকে জানানো হচ্ছে, আগামী ৮ই ফেব্রুয়ারি রাত্রি ১২টা থেকে শুরু করে ভোর ৩টে পর্যন্ত কাজ করবে না। তাই এই এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকেরা কোনো ইউপিআই ট্রানজ্যাকশন করতে পারবেন না। আসলে ইউপিআই সার্ভিস যাতে কোনো সমস্যা ছাড়া চালু রাখা যায় এর জন্য নিয়মিত রক্ষণাবেক্ষেণের প্রয়োজন পড়ে। তবে ব্যাঙ্কের তরফ থেকে চেষ্টা করা হয় যতটা সম্ভব গ্রাহকদের সুবিধা দিয়ে এই ধরণের কাজ করার। সেই কারণেই রাতের বেলায় যখন সবচেয়ে কম UPI ব্যবহার হয় তখনই এই কাজ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
UPI যে শুধুমাত্র সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই ব্যবহার করা হ যায় তা কিন্তু নয়। আজকাল ক্রেডিট কার্ডেও ইউপিআই ফেসিলিটি পাওয়া যাচ্ছে। তাই কোন কোন ক্ষেত্রে সমস্যা হতে পারে সেটা জেনে রাখা প্রয়োজন। এক্ষেত্রে ৮ই ফেব্রুয়ারি রাত্রি ১২টা থেকে ভোর ৩টে পর্যন্ত HDFC ব্যাঙ্কের সমস্ত সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, রূপে ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ও মার্চেন্ট ইউপিআই কাজ করবে না বলে জানা যাচ্ছে।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.