UPI Incentives: এবার ২০০০ টাকা UPI লেনদেনে মিলবে মোটা ইনসেনটিভ! ঘোষণা কেন্দ্র সরকারের | Central Government On UPI Payments
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ডিজিটাল লেনদেনকে আরো এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে কেন্দ্র সরকার নতুন পথে হাঁটল। ছোট ব্যবসায়ী থেকে সাধারণ ক্রেতা, সবাই এবার উপকৃত হবেন ইনসেনটিভ (UPI Incentives) প্রকল্পের মাধ্যমে। এবার থেকে মাত্র ২০০০ টাকার ইউপিআই লেনদেনে ব্যবসায়ীরা পাবেন বিশেষ সুবিধা। কিন্তু কীভাবে? চলুন বিস্তারিত জেনে নিই।
কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যাচ্ছে, ভীম অ্যাপের মাধ্যমে স্বল্পমূল্যের UPI লেনদেনের উপর এবার বিশেষ ইনসেনটিভ দেওয়া হবে। সরকারের ঘোষণা অনুযায়ী, যদি কোন ছোট ব্যবসায়ী পার্সন-টু-মার্চেন্ট লেনদেনে ইউপিআই ব্যবহার করেন, তাহলে তিনি ২০০০ টাকার প্রতি লেনদেনে ০.১৫% পর্যন্ত নগদ ইনসেনটিভ পাবেন।
বেশ কিছু সূত্র দাবি করছে, এই প্রকল্পের জন্য কেন্দ্র সরকার ১৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। তবে এক্ষেত্রে একটি অনিশ্চয়তা রয়েছে। কারণ ইনসেনটিভ শুধুমাত্র ছোট ব্যবসায়ীদের জন্য। বড় ব্যবসায়ীরা এর সুবিধা পাবে না। তবে কোন অতিরিক্ত চার্জ ছাড় ছাড়াই ব্যবসায়ীরা এই সুবিধা পাবেন। এমনকি প্রতি তিন মাস অন্তর ব্যাংকগুলির মাধ্যমে এই ইনসেনটিভ বিতরণ করা হবে।
এই নতুন প্রকল্পটি মূলত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আনা হয়েছে। মোদী সরকার চাইছে দেশের ছোট দোকানদার, মাইক্রো বিজনেস, পথচলতি ব্যবসায়ী এবং স্ট্রিট ভেন্ডরদের ডিজিটাল লেনদেনে আরো উৎসাহ দিতে। বিশেষ করে যারা ছোট ব্যবসা করেন এবং নিয়মিত ইউপিআই পেমেন্ট গ্রহণ করেন তারা এই সুবিধা পাবে। এর আওতায় চায়ের দোকান, মুদি দোকান, স্টেশনারি দোকান, ফুটপাতের ব্যবসায়ীরা অন্তর্ভুক্ত হবে। মোদ্দা কথা, যারা দৈনিক কম টাকার লেনদেন করে তাদের জন্য এটি বড় উপহার।
এই প্রকল্প ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “স্বল্পমূল্যের ইউপিআই লেনদেনের প্রচারের জন্য ইনসেনটিভ প্রকল্পটি মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এতে ডিজিটাল পেমেন্টে আরও উৎসাহ বাড়বে। শুধু তাই নয়। এটি জীবনযাত্রাকে আরো সহজ করে তুলবে।” সরকার দাবি করছে, এই উদ্যোগের ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা আরও বেশি ডিজিটাল লেনদেনের দিকে পা বাড়াবেন। এতে দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে।
এই নতুন ইনসেনটিভ প্রকল্প বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এক বড় উপহার। মোদী সরকারের এই পদক্ষেপ ডিজিটাল পেমেন্টের বিস্তার, ক্যাশলেস ইকোনমি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক উন্নতির ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।
শ্বেতা মিত্র, কলকাতাঃ বর্তমান সময়ে ভারতীয় রেলওয়ের অধীনে হাজার হাজার ট্রেন চলে। ট্রেনে উপলব্ধ সুযোগ-সুবিধার…
সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্ববিখ্যাত ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা Tesla এবার ভারতের বাজারে পা রাখছে। হ্যাঁ…
শ্বেতা মিত্র, কলকাতাঃ নতুন মাস মানেই হল একগুচ্ছ নিয়ম লাগু হওয়া। এদিকে এপ্রিল মাস আসতেও…
ভারতে স্প্যাম কলের সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে। প্রতিদিন অসংখ্য ভুয়ো কল এবং প্রতারণামূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: পড়শি দেশ পাকিস্তানের রাজনৈতিক মহল দিনের পর দিন গরম (Pakistan Crisis) হয়ে…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। ভারতের অন্যতম বৃহত্তম ইস্পাত সংস্থা NMDC Steel Limited…
This website uses cookies.