UPI Incentives: এবার ২০০০ টাকা UPI লেনদেনে মিলবে মোটা ইনসেনটিভ! ঘোষণা কেন্দ্র সরকারের | Central Government On UPI Payments
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ডিজিটাল লেনদেনকে আরো এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে কেন্দ্র সরকার নতুন পথে হাঁটল। ছোট ব্যবসায়ী থেকে সাধারণ ক্রেতা, সবাই এবার উপকৃত হবেন ইনসেনটিভ (UPI Incentives) প্রকল্পের মাধ্যমে। এবার থেকে মাত্র ২০০০ টাকার ইউপিআই লেনদেনে ব্যবসায়ীরা পাবেন বিশেষ সুবিধা। কিন্তু কীভাবে? চলুন বিস্তারিত জেনে নিই।
কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যাচ্ছে, ভীম অ্যাপের মাধ্যমে স্বল্পমূল্যের UPI লেনদেনের উপর এবার বিশেষ ইনসেনটিভ দেওয়া হবে। সরকারের ঘোষণা অনুযায়ী, যদি কোন ছোট ব্যবসায়ী পার্সন-টু-মার্চেন্ট লেনদেনে ইউপিআই ব্যবহার করেন, তাহলে তিনি ২০০০ টাকার প্রতি লেনদেনে ০.১৫% পর্যন্ত নগদ ইনসেনটিভ পাবেন।
বেশ কিছু সূত্র দাবি করছে, এই প্রকল্পের জন্য কেন্দ্র সরকার ১৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। তবে এক্ষেত্রে একটি অনিশ্চয়তা রয়েছে। কারণ ইনসেনটিভ শুধুমাত্র ছোট ব্যবসায়ীদের জন্য। বড় ব্যবসায়ীরা এর সুবিধা পাবে না। তবে কোন অতিরিক্ত চার্জ ছাড় ছাড়াই ব্যবসায়ীরা এই সুবিধা পাবেন। এমনকি প্রতি তিন মাস অন্তর ব্যাংকগুলির মাধ্যমে এই ইনসেনটিভ বিতরণ করা হবে।
এই নতুন প্রকল্পটি মূলত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আনা হয়েছে। মোদী সরকার চাইছে দেশের ছোট দোকানদার, মাইক্রো বিজনেস, পথচলতি ব্যবসায়ী এবং স্ট্রিট ভেন্ডরদের ডিজিটাল লেনদেনে আরো উৎসাহ দিতে। বিশেষ করে যারা ছোট ব্যবসা করেন এবং নিয়মিত ইউপিআই পেমেন্ট গ্রহণ করেন তারা এই সুবিধা পাবে। এর আওতায় চায়ের দোকান, মুদি দোকান, স্টেশনারি দোকান, ফুটপাতের ব্যবসায়ীরা অন্তর্ভুক্ত হবে। মোদ্দা কথা, যারা দৈনিক কম টাকার লেনদেন করে তাদের জন্য এটি বড় উপহার।
এই প্রকল্প ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “স্বল্পমূল্যের ইউপিআই লেনদেনের প্রচারের জন্য ইনসেনটিভ প্রকল্পটি মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এতে ডিজিটাল পেমেন্টে আরও উৎসাহ বাড়বে। শুধু তাই নয়। এটি জীবনযাত্রাকে আরো সহজ করে তুলবে।” সরকার দাবি করছে, এই উদ্যোগের ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা আরও বেশি ডিজিটাল লেনদেনের দিকে পা বাড়াবেন। এতে দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে।
এই নতুন ইনসেনটিভ প্রকল্প বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এক বড় উপহার। মোদী সরকারের এই পদক্ষেপ ডিজিটাল পেমেন্টের বিস্তার, ক্যাশলেস ইকোনমি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক উন্নতির ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।
সুমন পাত্র, কলকাতা: ২৭ মার্চ ইনফিনিক্স ভারতে লঞ্চ করতে চলেছে Infinix Note 50x। এটি একটি…
অঙ্কিতা মন্ডল, কলকাতা: Lava-এর সাব-ব্রান্ড ProWatch কিছুদিন আগে ভারতে ProWatch V1 লঞ্চ করেছিল। আজ থেকে…
শ্বেতা মিত্র, কলকাতা: নয়া বছরে এবার নতুন চমক দিল LIC। এবার দেশের সবথেকে বড় বীমা…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২১শে মার্চ, শুক্রবার। আজকের রাশিফল (Daily Horoscope) অনুযায়ী কেমন কাটতে চলেছে…
শ্বেতা মিত্র, কলকাতা: সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলা জুড়ে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার (Weather Today)…
এইচএমডি গ্লোবাল (HMD Global) ভারতে বার্বি ফোন (Barbie Phone) লঞ্চের ঘোষণা করল। ম্যাটেলের সাথে জোট…
This website uses cookies.