UPI New Rules: ১ ফেব্রুয়ারি থেকে এবার বড় পরিবর্তন আসছে UPI-এ, সমস্যায় পড়ার আগে জানুন | Unified Payments Interface New Rules
প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমান যুগে দাঁড়িয়ে দেশে অনলাইনে লেনদেন ব্যবস্থা ক্রমশ বাড়ছে। ধীরে ধীরে ইন্ডিয়া ক্যাশলেস পেমেন্ট প্রসেসর বিশ্বাসী হয়ে উঠেছে। এখন সামান্য ৫-১০ টাকার জিনিসও কিনতে গেলে অনেকেই অনলাইনে পেমেন্ট করে দেয়। আর অনলাইনে লেনদেনের ক্ষেত্রে গুরুত্ব বেড়েছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেসের (Unified Payments Interface)।
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তথ্য একপ্রকার তাই বলছে। তাদের মতে অনলাইনে লেনদেনের মাধ্যম হিসেবে UPI, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস এবং ক্রেডিট ও ডেবিট কার্ডকে কয়েক কদম পিছনে ফেলে দিয়েছে। তবে এবার UPI সিস্টেমে এক নতুন নিয়ম আনতে চলেছে সরকার।
UPI লেনদেনের পর গ্রাহককে প্রতিটি পেমেন্টের পর একটি করে নোটিফিকেশন পাঠানো হত। এবং সেই নোটিফিকেশনে দেওয়া থাকত লেনদেনের বিস্তারিত তথ্য যেমন নম্বর ও টাকার পরিমাণ। কিন্তু এবার সেই নোটিফিকেশন আর পাঠানো হবে না। আগামী ১ ফেব্রুয়ারি থেকে, এই নোটিফিকেশন সিস্টেমটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে। আসলে NPCI বা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে বলা হয়েছে যে, আসলে এই নতুন ব্যবস্থা মূলত প্রযুক্তিগত নিরাপত্তা বাড়ানোর জন্য নেওয়া হয়েছে।
বর্তমানে UPI সিস্টেমের ব্যবহারের পরিমাণ দিনের পর দিন যেন ইন্টারনেটের মত গোটা দুনিয়াকে কব্জা করে নিয়েছে। আর এই সুবিধাকেই সাইবার অপরাধীরা প্রতারণার হাতিয়ার বানিয়েছে। আসলে দিনের পর দিন গ্রাহকের লেনদেনের পরিমাণ যেন বেড়েই চলেছে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত UPI-এর মাধ্যমে ১৬.৭৩ বিলিয়ন লেনদেন সম্পন্ন হয়েছে, এবং জন্য গিয়েছে এই সংখ্যা আগামীদিনে আরও বাড়বে। এদিকে সাইবার অপরাধীরা ছোট ছোট পেমেন্টের মাধ্যমে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এই ধরনের ঘটনা হামেশাই দেখা যাচ্ছে।
খবরের কাগজ খুললেই সাইবার প্রতারণার খবর বারবার শিরোনামে উঠে আসে। তাই UPI সিস্টেমকে আরও উন্নত এবং সুরক্ষা প্রদান করতে এই নোটিফিকেশন বন্ধের নতুন নিয়ম চালু করা হচ্ছে, যাতে সাইবার আক্রমণকারীরা সিস্টেমের দুর্বলতাকে কাজে লাগাতে না পারে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, UPI পেমেন্টের পর নম্বর না আসা নিয়ে গ্রাহকদের আর কোনো চিন্তা করার কিছু নেই। লেনদেন প্রক্রিয়া তাঁরা নিরাপদ ভাবেই সম্পন্ন করতে পারবেন।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপ থেকে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগ, AFC চ্যালেঞ্জ লিগ ও…
একদিকে মূল্যবৃদ্ধির চাপে কূলকিনারা খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ, আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য…
ভারতীয় মোবাইল ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দিতে চলেছে নোকিয়া ফোন নির্মাতা HMD। সংস্থাটি ঘোষণা করেছে যে…
ভারতের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা জিও সম্প্রতি এক নতুন দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান চালু করেছে, যা মাত্র…
সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য খুশির হওয়া। এতদিন ধরে…
সহেলি মিত্র, কলকাতাঃ অক্ষয় তৃতীয়ার আবহে আপনার জন্য রইল একদম সোনায় সোহাগা খবর। বর্তমান সময়ে…
This website uses cookies.