লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

UPI New Rules: আজ থেকে এই নম্বরগুলিতে কাজ করবে না UPI, বিপাকে Google Pay, PhonePe ইউজাররা | UPI Stop Working Numbers

Published on:

১ এপ্রিল থেকে ইউপিআই ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম (UPI New Rules) লাগু হয়েছে। এই নয়া নিয়ম কার্যকর গুগল পে, ফোনপে, পেটিএম ব্যবহারকারীদের জন্য। সম্প্রতি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত নিষ্ক্রিয় মোবাইল নম্বরগুলি মুছে ফেলার নির্দেশিকা ঘোষণা করেছে। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে একটি নিষ্ক্রিয় মোবাইল নম্বর যুক্ত রয়েছে, তারা আজ থেকে ইউপিআই লেনদেন করার সময় সমস্যার সম্মুখীন হতে পারেন।

READ MORE:  Electric Scooter: লঞ্চ হচ্ছে টাটা ইলেকট্রিক স্কুটার, একচার্জে চলবে ২৫০ কিমি, জানুন বিস্তারিত

বাড়তে থাকা সাইবার অপরাধের ঘটনাকে মাথায় রেখে এই নতুন নির্দেশিকা জারি করেছে এনপিসিআই। নিরাপদে ইউপিআই ব্যবহার করার জন্য, মোবাইল নম্বরটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইউপিআই লেনদেনের সময় এই নম্বরটি আপনার শনাক্তকরণ হিসেবে কাজ করে। নিশ্চিত করে যে পেমেন্টগুলি সঠিক প্রাপকের কাছে পাঠানো হচ্ছে কিনা। যদি আপনার লিঙ্ক করা নম্বরটি নিষ্ক্রিয় থাকে বা পুনরায় বরাদ্দ করা হয়, তাহলে আপনার পেমেন্টগুলি ব্যর্থ হতে পারে অথবা অন্য কারও অ্যাকাউন্টে চলে যেতে পারে।

READ MORE:  UPI Rules Changing: ১৫ ফেব্রুয়ারি থেকেই বদলে যাবে UPI-র চার্জব্যাক নিয়ম | Unified Payments Interface Chargeback Rules

কী কী করা উচিত?

যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত কোনও মোবাইল নম্বর আর সক্রিয় না থাকে অথবা বেশ কিছুদিন ধরে রিচার্জ করা হয়নি, তাহলে আপনার টেলিকম প্রোভাইডার – তা সে জিও, এয়ারটেল, ভিআই, অথবা বিএসএনএল যেটাই হোক তাদের সঙ্গে যোগাযোগ করুন।

যদি নম্বরটি সত্যিই নিষ্ক্রিয় থাকে, তাহলে তা অবিলম্বে পুনরায় সক্রিয় করা উচিত অথবা একটি নতুন মোবাইল নম্বর দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করা উচিত।

READ MORE:  Oppo F29 Pro 5G নাকি Nothing Phone 3a Pro: নতুন দুই ফিচারে ঠাসা ফোনের মধ্যে সেরা কোনটা

এনপিসিআই ব্যাঙ্ক এবং ইউপিআই অ্যাপগুলিকে প্রতি সপ্তাহে তাদের মুছে ফেলা মোবাইল নম্বরের রেকর্ড রিফ্রেশ করার নির্দেশ দিয়েছে। এই পদক্ষেপ নিশ্চিত করবে যে, ১ এপ্রিল থেকে, নিষ্ক্রিয় নম্বরগুলি ব্যাঙ্কিং সিস্টেম থেকে তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়েছে কিনা, যা সকলের জন্য লেনদেনের নিরাপত্তা বৃদ্ধি নিশ্চিত করবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.