UPI Payment: ডেবিট, ক্রেডিট কার্ডের মতোই সেভ করা যাবে UPI আইডি! এক ক্লিকেই হবে পেমেন্ট | You Can Save UPI ID
সৌভিক মুখার্জী, কলকাতা: কখনো কি ভেবে দেখেছেন, অনলাইনে কিছু কেনাকাটা করতে গিয়ে প্রতিবার আর ইউপিআই আইডি টাইপ করতে হচ্ছে না, বরং এক ক্লিকেই হয়ে যাচ্ছে পেমেন্ট (UPI Payment)! হ্যাঁ, এমনটাই চালু হতে চলেছে ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেমে। সূত্রের খবর, জাতীয় পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এক নয়া ব্যবস্থা আনার পথে হাঁটছে, যা গোটা ইউপিআই লেনদেন পরিষেবাকে বদলে দেবে।
বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, খুব শীঘ্রই অনলাইন শপিং বা সার্ভিস প্ল্যাটফর্মে ইউপিআই আইডি সেভ করার এক নয়া ফিচার আনা হবে। আর এই ফিচারটি হবে একদম ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মত। আর এই পদ্ধতির নাম টোকেনাইজেশন। জানা যাচ্ছে, এই সুবিধা চালু হলে ব্যবহারকারীদের প্রতিবাদ ইউপিআই আইডি টাইপ করতে হবে না বা অ্যাপ সিলেক্ট করতে হবে না। এতে সময়ও বাঁচবে এবং লেনদেন হবে আরো দ্রুত এবং সহজ।
এখনো পর্যন্ত যা খবর, এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তাদের ইউপিআই আইডি সেভ করে রাখতে পারবেন। যেমন ই-কমার্স সাইট (Amazon, Flipkart, Meesho), ট্রাভেল বুকিং অ্যাপ, ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম (Zomato, Swiggy), কুইক কমার্স অ্যাপ (Blinkit, Zepto)। এর ফলে একাধিক স্টেপ বাদ দিয়ে শুধুমাত্র এক ক্লিকেই হবে পেমেন্ট।
বর্তমানে যখন কেউ কোন ওয়েবসাইট বা অনলাইন মার্কেটপ্লেস থেকে কেনাকাটা করেন এবং সেখানে পেমেন্ট করতে যান, তখন তাকে ইউপিআই অ্যাপ বেছে নিতে হয়। তারপর ইউপিআই আইডি টাইপ করে পেমেন্ট করতে হয়। আর এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে যথেষ্ট সময় লাগে। কিন্তু এই নতুন ফিচার আসলে শুধুমাত্র সেভ করা আইডিতে একবার ক্লিক করলেই অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে।
এখনো পর্যন্ত যা খবর, এই ফিচার চালু হওয়ার আগে NPCI-কে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে অনুমতি নিতে হবে। কারণ, এখন এই নিয়ম অনুযায়ী শুধুমাত্র কার্ডের ক্ষেত্রেই টোকনাইজেশনের অনুমতি রয়েছে। আর এই নতুন ফিচার কার্ডের স্তরে পেমেন্টকে পৌঁছে দিতে পারে। তাই এখনো নিশ্চিত বলা যাচ্ছে না, কবে নাগাদ এই ফিচার চালু করা হবে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ই এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন যেতে চলেছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) আগামী ২৫শে…
নুবিয়া সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা আগামী ২৮ এপ্রিল চীনে Nubia Z70S Ultra Photographer Edition…
গোটা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে 5G নেটওয়ার্ক। প্রথমে Reliance Jio এবং Airtel তাদের গ্রাহকদের…
সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন দিল্লি থেকে মুম্বাই বা গুরগাঁও থেকে বড়োদরার…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহ থেকেই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বাংলা জুড়ে হিংসার আগুন জ্বলে…
This website uses cookies.