লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

UPI Payment: ডেবিট, ক্রেডিট কার্ডের মতোই সেভ করা যাবে UPI আইডি! এক ক্লিকেই হবে পেমেন্ট | You Can Save UPI ID

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: কখনো কি ভেবে দেখেছেন, অনলাইনে কিছু কেনাকাটা করতে গিয়ে প্রতিবার আর ইউপিআই আইডি টাইপ করতে হচ্ছে না, বরং এক ক্লিকেই হয়ে যাচ্ছে পেমেন্ট (UPI Payment)! হ্যাঁ, এমনটাই চালু হতে চলেছে ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেমে। সূত্রের খবর, জাতীয় পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এক নয়া ব্যবস্থা আনার পথে হাঁটছে, যা গোটা ইউপিআই লেনদেন পরিষেবাকে বদলে দেবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কী এই নয়া ফিচার?

বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, খুব শীঘ্রই অনলাইন শপিং বা সার্ভিস প্ল্যাটফর্মে ইউপিআই আইডি সেভ করার এক নয়া ফিচার আনা হবে। আর এই ফিচারটি হবে একদম ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মত। আর এই পদ্ধতির নাম টোকেনাইজেশন। জানা যাচ্ছে, এই সুবিধা চালু হলে ব্যবহারকারীদের প্রতিবাদ ইউপিআই আইডি টাইপ করতে হবে না বা অ্যাপ সিলেক্ট করতে হবে না। এতে সময়ও বাঁচবে এবং লেনদেন হবে আরো দ্রুত এবং সহজ। 

READ MORE:  বন্ধ হয়ে যাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়? রাজ্য সরকারকে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ

কোথায় কোথায় কাজ করবে এই ফিচার?

এখনো পর্যন্ত যা খবর, এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তাদের ইউপিআই আইডি সেভ করে রাখতে পারবেন। যেমন ই-কমার্স সাইট (Amazon, Flipkart, Meesho), ট্রাভেল বুকিং অ্যাপ, ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম (Zomato, Swiggy), কুইক কমার্স অ্যাপ (Blinkit, Zepto)। এর ফলে একাধিক স্টেপ বাদ দিয়ে শুধুমাত্র এক ক্লিকেই হবে পেমেন্ট।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

বর্তমানে কীভাবে ইউপিআই পেমেন্ট হয়?

বর্তমানে যখন কেউ কোন ওয়েবসাইট বা অনলাইন মার্কেটপ্লেস থেকে কেনাকাটা করেন এবং সেখানে পেমেন্ট করতে যান, তখন তাকে ইউপিআই অ্যাপ বেছে নিতে হয়। তারপর ইউপিআই আইডি টাইপ করে পেমেন্ট করতে হয়। আর এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে যথেষ্ট সময় লাগে। কিন্তু এই নতুন ফিচার আসলে শুধুমাত্র সেভ করা আইডিতে একবার ক্লিক করলেই অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে।

READ MORE:  EPFO: ATM অতীত, এবার UPI থেকেই তোলা যাবে PF-র টাকা, আসছে নয়া সুবিধা | EPFO Might Start PF Wihtdrawal With UPI Soon

কবে চালু হবে এই ফিচার?

এখনো পর্যন্ত যা খবর, এই ফিচার চালু হওয়ার আগে NPCI-কে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে অনুমতি নিতে হবে। কারণ, এখন এই নিয়ম অনুযায়ী শুধুমাত্র কার্ডের ক্ষেত্রেই টোকনাইজেশনের অনুমতি রয়েছে। আর এই নতুন ফিচার কার্ডের স্তরে পেমেন্টকে পৌঁছে দিতে পারে। তাই এখনো নিশ্চিত বলা যাচ্ছে না, কবে নাগাদ এই ফিচার চালু করা হবে।

READ MORE:  গোল্ড লোনের নিয়মে বড় বদল আনতে চলেছে RBI, জানুন কতটা পড়বে প্রভাব

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.