UPI লেনদেনে বড়সড় পরিবর্তন‌ আনছে NPCI, আর সবাই পাবে না এই সুবিধা

ডিজিটাল দুনিয়া তথা লেনদেন পরিকাঠামোয় যুগান্তকারী আবিষ্কার ভারতের এনপিসিআই দ্বারা তৈরি করা UPI প্ল্যাটফর্ম। যার উপর ভর করে প্রতিদিন কোটি লেনদেন হয় সারা দেশজুড়ে। তবে ইউপিআইয়ের এর নানা বৈশিষ্ট্য অপব্যাবহার করে অপরাধের কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। এই প্রতারণা চক্র রুখতে এবার কঠোর পদক্ষেপ নিল সরকার। ক্রমবর্ধমান জালিয়াতির উদ্বেগ মোকাবিলায় NPCI ইউপিআই প্ল্যাটফর্ম থেকে ‘কালেক্ট পেমেন্টস’ বৈশিষ্ট্যটি ধীরে ধীরে মুছতে শুরু করেছে।

READ MORE:  Garena Free Fire Max Win Rewards: শুরু হল Free Fire Max Booyah পাস রিং ইভেন্ট, প্রিমিয়াম প্লাস সহ জিতুন একাধিক রিওয়ার্ড | Garena Free Fire Max Booyah Pass Ring Event

এই ‘কালেক্ট পেমেন্টস’ বৈশিষ্ট্যটি একটি পুল-ভিত্তিক পেমেন্ট পদ্ধতি। যেখানে ব্যবহারকারীদের UPI অ্যাপ থেকে সরাসরি অর্থের অনুরোধ করতে পারে ব্যবসায়ীরা। যা ক্রমশই জালিয়াতির ঝুঁকিতে পরিণত হচ্ছে। নতুন নির্দেশিকার অনুযায়ী, পুল পেমেন্ট শুধুমাত্র বৃহৎ, যাচাইকৃত ব্যবসায়ীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। যেখানে ব্যক্তি-থেকে-ব্যক্তি সংগ্রহের অনুরোধের সর্বোচ্চ সীমা ২০০০ টাকা রাখা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দায়িত্বপ্রাপ্ত ব্যাংক আধিকারিক ইকোনমিক টাইমসকে জানিয়েছে, “ব্যবসায়ীদের দ্বারা পুল লেনদেন – জালিয়াতির জন্য খুবই সংবেদনশীল।” সাইবার অপরাধীরা এই বৈশিষ্ট্য কাজে লাগিয়ে অনলাইনে বিক্রি হওয়া পণ্যের প্রতি আগ্রহ প্রকাশ করে, UPI পেমেন্টের প্রতিশ্রুতি দেয়। তারপর পুল রিকোয়েস্ট পাঠায় যা ভুক্তভোগীরা ভুল করে অনুমোদন করে ফেলে। এই ভাবে দেশজুড়ে অজস্র আর্থিক জালিয়াতির ঘটনা হয়েছে বলে জানা গিয়েছে সংবাদ মাধ্যমের নানা খবরে।

READ MORE:  প্যানোরামিক সানরুফ ফিচার্সের অন্যতম সস্তা SUV চলে এল ভারতের বাজারে

NPCI এর বদলে নিরাপদ বিকল্প আনতে চাইছে। জোর দেওয়া হচ্ছে কিউ আর কোড ভিত্তিক লেনদেন ব্যবস্থার উপর। ইউপিআই প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত গোটা ব্যবস্থার উপর নিরাপত্তা নজরদারি বৃদ্ধি করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলি। সরকারের এই পদক্ষেপে উপকৃত হবে Google Pay এবং PhonePe-র মতো প্রধান ইউপিআই অ্যাপ্লিকেশন। তবে ছোট ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়তে পারেন। তাদের এবার পেমেন্ট অ্যাগ্রিগেটরদের মাধ্যমে QR কোড সিস্টেমে মানিয়ে নিতে হবে।

READ MORE:  Jio Cheapest Plan: মাত্র ৮৯৫ টাকায় ৩৩৬ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং ও আরও দুর্দান্ত সুবিধা!

Scroll to Top