UPS: শুধু সরকারি কর্মীই নয়, সকলের জন্যই পেনশন! বড় ইঙ্গিত দিল কেন্দ্র | Pension For ALL
সৌভিক মুখার্জী, কলকাতা: নয়া পেনশন প্রকল্প ইউনিফাইড পেনশন স্কিম (UPS) এবার শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নয়। বরং সকলের জন্য চালু করা হতে পারে। এমনই এক ইঙ্গিত দিয়ে বসলেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আধিকারিক। আর যদি এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়, তাহলে বেসরকারি কর্মচারী থেকে সাধারণ মানুষ, সকলেই এই স্কিমের সুবিধা পাবেন। কিন্তু আসলে ইউনিফাইড পেনশন স্কিম কী? কীভাবে এই স্কিম থেকে সাধারণ মানুষের উপকৃত হবেন? আসলেই কি এটি NPS থেকে আলাদা? চলুন বিস্তারিত জেনে নিই এই প্রতিবেদনে।
বর্তমান সময়ে দুই ধরনের পেনশন স্কিম চালু রয়েছে। ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) এবং ইউনিফাইড পেনশন স্কিম (UPS)। সূত্র বলছে, NPS সিস্টেম ২০০৪ সালে চালু করা হয়েছিল। এটি মূলত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। কিন্তু পরে সকলের জন্য উন্মুক্ত করা হয়। আর এই স্কিমে বিনিয়োগের উপর নির্ভর করে পেনশন নির্ধারণ করা হয়। অবসরের পর নির্দিষ্ট পেনশনের কোনরকম গ্যারান্টি নেই এখানে।
তবে নয়া পেনশন স্কিম UPS ২০২৪ সালের ১লা এপ্রিল থেকে চালু হয়েছে। আর এই স্কিম শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যই। সবথেকে বড় সুবিধা, এই স্কিমে অবসরের আগে শেষ ১২ মাসের গড় বেতনের ৫০% নিশ্চিত পেনশন পাওয়া যায়। অর্থাৎ, বিনিয়োগের উপর পেনশন নির্ভর করে না। তাই UPS স্কিম যদি সকলের জন্য চালু করা হয়, তাহলে NPS-র মত অনিশ্চয়তা না থেকে সবাই নিশ্চিত পেনশন পাবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রীকের অধীনস্থ আর্থিক পরিষেবা বিভাগের সচিব এম নাগারাজু জানিয়েছেন, “NPS -র উপর মানুষের আস্থা তৈরি হয়েছে। ফলে এই স্কিমের তহবিল দ্রুত বাড়ানো হচ্ছে। আমাদের বিশ্বাস যে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য চালু হওয়া UPS ভবিষ্যতে NPS গ্রাহকদের মত করেই অনুসরণ করা হবে।”
অর্থাৎ, ভবিষ্যতে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নয়। বরং যারা আগে থেকেই NPS-র অন্তর্ভুক্ত, তারাও UPS সিস্টেমে যোগ দিতে পারবে। এখন দেখার বিষয়, সরকার কবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে এবং UPS পেনশন স্কিমে সরকারি কর্মচারীরা কী কী সুবিধা পায়।
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Motorola Edge 60 Fusion। এবার ডিভাইসটি বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে।…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ০৬ই এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কাটবে?…
শ্বেতা মিত্র, কলকাতাঃ স্বপ্ন পূরণে কোনও বাধাই যে বাধা হয় না, তা আবারও একবার প্রমাণ…
নতুন ফোন কিনতে চান? তাহলে কয়েকটা দিন অপেক্ষা করে যান। কারণ আগামী সপ্তাহে ভারতীয় বাজারে…
25 হাজার টাকার কম দামে নতুন ফোন কিনতে চাইলে অ্যামাজনে আপনার জন্য দুর্দান্ত ডিল রয়েছে।…
ভালো সাউন্ডের জন্য অনেকেই ডলবি অডিও প্রযুক্তি সহ স্মার্ট টিভির (Smart TV) সন্ধান করেন, তাদের…
This website uses cookies.