Categories: চাকরি

UPSC Recruitment 2025: পরীক্ষা ছাড়াই UPSC-তে প্রচুর নিয়োগ | Job Vacancy

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি যদি একটি সম্মানজনক, স্থায়ী এবং উচ্চ বেতনের কেন্দ্র সরকারের চাকরি খোঁজেন, তাহলে UPSC এবার সেই সুযোগ এনে দিয়েছে। সম্প্রতি UPSC পরীক্ষা ছাড়াই প্রচুর শূন্যপদে নিয়োগ (UPSC Recruitment 2025) করছে। যেখানে চাকরি পেলে মোটা অঙ্কের বেতন তো দেওয়া হবেই, সঙ্গে মিলবে প্রচুর সুযোগ-সুবিধা।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কোন পদে কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ | UPSC Recruitment 2025 |

UPSC এর তরফ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। শূন্যপদ সম্পর্কে যদি আলোচনা করি, তাহলে এখানে মোট ১১১টি শূন্যপদ পাওয়া যাবে। যেখানে Assistant Public Prosecutor পদে ৬৬টি, Joint Assistant Director পদে ১৩টি, Deputy Controller of Explosives পদে ১৮টি, Assistant Engineer পদে ৭টি, এরকম প্রত্যেকটি পদের জন্য ভিন্ন ভিন্ন শূন্যপদ রয়েছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এই পদগুলিতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে M.Tech/BE/B.Tech বা LL.M/LL.B ডিগ্রি অর্জন করতে হবে। তবে বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকম অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

বয়স সীমা কত প্রয়োজন?

বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে সর্বোচ্চ ৩০ বছর, ৩৫ বছর বা ৪০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। তবে বেশিরভাগ পদে আবেদন করার জন্য বয়স লাগবে সর্বোচ্চ ৩০ বছর। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্ব সীমায় ছাড় পাবে।

বেতন কাঠামো

কেন্দ্রীয় সরকারের চাকরি হওয়ায় এখানে শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। যেমনটা জানা যাচ্ছে, এই পদগুলিতে চাকরি পেলে প্রতি মাসে ৪৪,৯০০/- টাকা থেকে ১,৭০,৫০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন?

যে সকল চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে চান, তাদেরকে অনলাইনের মাধ্যমেই আবেদন সারতে হবে। শুধু নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

১) প্রথমে UPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। 

২) এরপর যে পদে আবেদন করতে চান, সেটিকে বেছে নিন। 

৩) এরপর নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। 

৪) এরপর আবেদনপত্র পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন। 

৫) এরপর অনলাইনে আবেদন ফি জমা দিন।

৬) ফর্ম সফলভাবে সাবমিট করে প্রিন্ট আউট রেখে দিন।

জানিয়ে রাখি, এখানে জেনারেল, OBC এবং EWS প্রার্থীদের আবেদন করার জন্য ২৫ টাকা আবেদন ফি লাগবে। তবে SC/ST প্রার্থীদের আবেদন করার জন্য কোনরকম আবেদন ফি প্রয়োজন নেই।

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে আবেদন শুরু হচ্ছে আজ থেকেই, অর্থাৎ ১২ই এপ্রিল থেকে এবং আবেদন চলবে আগামী ১লা মে পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।

কীভাবে নিয়োগ করা হবে?

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, প্রার্থীদের তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে যোগ্যতার ভিত্তিতে শর্ট লিস্টিং করা হবে। তারপর ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে। কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না।

অফিসিয়াল ওয়েবসাইট- UPSC Official Website

অফিসিয়াল নোটিশ- UPSC Official Notification

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.

Recent Posts

আজ ঘটবে বিরল মহাজাগতিক দৃশ্য! গোলাপি হয়ে যাবে চাঁদ, ভারতে কখন দেখা যাবে?

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি রাতের আকাশ নিয়ে খুব আগ্রহী? তাহলে আজকের দিনটি হতে চলেছে…

3 hours ago

চাকরি বাতিলের মাঝেই বদলি নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের! স্বস্তি পেলেন শিক্ষকরা

প্রীতি পোদ্দার, কলকাতা: গত ৩ এপ্রিল কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না…

4 hours ago

চাকরি হারিয়েও শিক্ষক, শিক্ষাকর্মীদের স্কুলে যাওয়ার জের! শিক্ষা দফতরে গেল আইনি নোটিশ

প্রীতি পোদ্দার, কলকাতা: গত ৩ এপ্রিল ২০১৬ সালের এসএসসি-র (SSC) সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে…

5 hours ago

পড়তে হবে পাশের স্কুলে গিয়ে! শিক্ষক আকাল মেটাতে বিকল্প ভাবনা WBCHSE-র

প্রীতি পোদ্দার, কলকাতা: সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়ে গিয়েছে ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি। তার পর…

5 hours ago

Daily Horoscope- সূর্যদেবের কৃপায় ভাগ্যের তাস পাল্টে যাবে ৩ রাশির, রইল আজকের রাশিফল, ১৩ই এপ্রিল | Ajker Rashifal 13 April

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৩ই এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) হিসাবে আজ কেমন যেতে…

6 hours ago

iQOO Z9x 5G Discount: ১০ হাজার টাকায় কেনার সুযোগ এই জনপ্রিয় ৫০ মেগাপিক্সেল ক্যামেরার 5G স্মার্টফোন | Best Smartphone Under 12000 Rupees

নতুন ফোন কিনতে চান? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। আসলে ই-কমার্স সাইট অ্যামাজনে iQOO Z9x…

6 hours ago

This website uses cookies.