লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Venkatesh Iyer: কেন রান পাচ্ছে না ২৩.৭৫ কোটির ভেঙ্কটেশ? KKR-র ভুল ধরিয়ে দিলেন কুম্বলে | Kumble Opens Up About Venkatesh Iyer

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের এ মরসুমের সবচেয়ে দামি ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিগত ম্যাচগুলিতে 23.75 কোটির পারফরমেন্স দেখে বোঝার উপায় নেই যে, তিনিই কলকাতার মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কেননা, অর্থের দরের সাথে তাল মিলিয়ে ম্যাচে এক চুলও ছাপ রাখতে পারছেন না তিনি। এমতাবস্থায়, ভেঙ্কটেশের ব্যাটিং অর্ডার নিয়ে মুখ খুললেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে। অনিলের মতে, ভেঙ্কিকে ভুল জায়গায় খেলাচ্ছে KKR।

ভেঙ্কটেশের সাম্প্রতিক পারফরমেন্স

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের ছন্দ হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের এই দলই যে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তা বোঝা যাবে এমন সাধ্য কই। IPL 2025 মরসুমে কলকাতার এই দলের অবস্থা যে একেবারে শোচনীয়, মুখে না বললেও তা বুঝতে পারছেন দলের ছেলেরাই। তবে বুঝেও কাজের কাজ করতে পারছেন কোথায়?


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

দলের সবচেয়ে দামি খেলোয়াড় ভেঙ্কটেশ আইয়ার, সব ম্যাচই নিয়মিত। তবে এখনও পর্যন্ত সেভাবে দলের হয়ে ভরসাযোগ্য ইনিংস দেখাতে পারেননি তিনি। আর এখানেই প্রশ্ন উঠছে তাঁর 23.75 কোটির মূল্য নিয়ে। জানিয়ে রাখি, এখনও পর্যন্ত, মোট 9 ম্যাচে 135 রান করেছেন ভেঙ্কটেশ।

READ MORE:  KKR Increased IPL Ticket Prices: ভেঙ্কটেশের দাম তুলতেই IPL টিকিটের মূল্যবৃদ্ধি? KKR-কে কাঠগড়ায় তুলল সমর্থকরা | Eden Gardens IPL 2025 Matches Ticket Prices Increased

ভেঙ্কটেশের অবস্থান নিয়ে মুখ খুললেন অনিল কুম্বলে

সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের দামি খেলোয়াড় প্রসঙ্গে ভারতীয় কিংবদন্তি কুম্বলে জানান, শনিবার পাঞ্জাবের ম্যাচে কলকাতার কাছে সুযোগ ছিল ভেঙ্কটেশ আইয়ারকে ওপরের দিকে খেলানোর। এদিন রহমানউল্লাহ গুরবাজকে খেলানো উচিত হয়নি। ওকে বসানো উচিত ছিল।

বদলে রমনদীপকে বসিয়ে দিল KKR। অন্তত সেই জায়গায় লুভনিথ সিসোদিয়াকে খেলানো যেত। ও উইকেট কিপিংও ভাল করে। অন্যদিকে চেতন সাকারিয়াকে না রেখে পেসার এনরিখ নরকিয়াকে খেলানো দরকার ছিল।

READ MORE:  Shardul Thakur: তাড়িয়ে দিয়েছিল KKR! নিলামেও নেয়নি কেউ! হায়দরাবাদকে গুঁড়িয়ে উপেক্ষার জবাব দিলেন শার্দুল | Shardul Responded To Neglect

নাইট শিবিরের ব্যাটিং অর্ডার নিয়ে কথা বলতে গিয়েই ভেঙ্কটেশ প্রসঙ্গে আসেন কুম্বলে। ভারতের কিংবদন্তি ক্রিকেটারের বক্তব্য ছিল, ভেঙ্কটেশের ব্যাটে গতিতে বল আসা প্রয়োজন। আসলে পাওয়ার প্লে তে যে ছয় ওভার পাওয়া যায় সেই সময়টাকে কাজে লাগিয়ে ও নিজের স্বাভাবিক ছন্দে খেলতে পারে।

অবশ্যই পড়ুন: ভারতের ভয়? পরিবারকে বিদেশে পাঠিয়ে দিলেন আসিম মুনির! আতঙ্ক পাকিস্তানে

এই সময় বড় শট খেলার সুযোগ থাকে। এর আগেও ও এই কাজ করেছে। দুবাইয়ে ওকে এমনভাবে খেলতে দেখা গিয়েছিল। সব মিলিয়ে, অনিলের বক্তব্য ছিল, ভেঙ্কিকে অন্য জায়গায় খেলানো হলে তিনি হয়তো নিজের ফর্ম তুলে ধরতে পারবেন।

READ MORE:  KKR Vs SRH: ইডেনে মহাপরীক্ষা, SRH-র বিরুদ্ধে দলে ৩ পরিবর্তন করবে KKR! কেমন হবে প্রথম একাদশ? | KKR Possible Playing 11 Against SRH

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.