VI 5G: 5G নেটওয়ার্কের ট্রায়াল শুরু করল Vodafone Idea, পাওয়া যাচ্ছে আনলিমিটেড ইন্টারনেট | Vodafone Idea 5G Network Trail in Mumbai

অবশেষে সবুজ সংকেত পেল Vodafone Idea। বাণিজ্য নগরীতে শুরু হল কোম্পানির প্রথম 5G ট্রায়াল। নির্বাচিত কিছু গ্রাহকদের এই পরিষেবা দিতে শুরু করেছে ভোডাফোন আইডিয়া। বেশ কিছু ব্যবহারকারীরা ৫জি নেটওয়ার্কের স্ক্রিনশট পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। দ্রুত গতির ইন্টারনের দেওয়ার ক্ষেত্রে আরও একধাপ এগোল দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর।

যদিও অনেক দিন আগেই জিও এবং এয়ারটেল দেশজুড়ে ৫জি পরিষেবা চালু করেছে। কিন্তু, এই দৌড়ে পিছিয়ে ছিল ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর Vi ব্যবহারকারীরা ৫জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কিন্তু, বিএসএনএল কবে এই নেটওয়ার্ক পরিষেবা চালু করবে তা নিয়ে এখনও সংশয় রয়েছে।

READ MORE:  East Bengal Vs Mumbai City: হিজাজির পর ক্লেটন, ফের চোট লাল-হলুদে! মুম্বইয়ের বিরুদ্ধে কেমন হবে ইস্টবেঙ্গলের একাদশ? | East Bengal FC Possible XI vs Mumbai

কোন কোন শহরে এবং কবে চালু হবে Vi 5G?

উল্লেখ্য, ২০২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্টে কোম্পানি জানিয়েছিল, মার্চে তারা মুম্বইয়ে ৫জি চালু করবে। তারপর এপ্রিলে দিল্লি, বেঙ্গালুরু, চণ্ডীগড় এবং পাটনায় পরিষেবা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন, মুম্বইয়ের Vi ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনে ৫জি অ্যাক্টিভেশন এসএমএস, নিশ্চিতকরণ বিজ্ঞপ্তি এবং ৫জি নেটওয়ার্ক লোগোর উপস্থিতির ছবি আপলোড করেছেন।

টেলিকম টকের এক রিপোর্ট অনুসারে, ট্রায়াল পর্ব চলাকালীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ একাধিক ব্যবহারকারীরা এই বিষয়ে পোস্ট করেছেন। একজন গ্রাহকের প্রতিক্রিয়ায় কোম্পানির কাস্টমার কেয়ার জানিয়েছে যে, নির্বাচিত গ্রাহকরা আনলিমিটেড ৫জি ডেটা পাবেন, যা মূল্যবান প্রতিক্রিয়া সংগ্রহ করতে এবং আনুষ্ঠানিক লঞ্চের আগে অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করবে। এই পরিষেবা শীঘ্রই ঘোষণা করা হবে।

READ MORE:  এবার ল্যান্ডলাইন নম্বর হবে ১০টি নম্বরের , মোবাইল নম্বরেও পরিবর্তন আনতে চলেছে ট্রাই?

Scroll to Top