লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

VI Data Plan: Vodafone Idea গ্রাহকদের জন্য সুখবর, চলে এল আনলিমিটেড সুবিধা সহ ৩৪০ টাকার রিচার্জ প্ল্যান | Vodafone Idea Launches Rs 340 Prepaid Plan

Published on:

Vodafone Idea (Vi) আজ তাদের গ্রাহকদের জন্য নতুন একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করল। ৩৪০ টাকার এই প্ল্যানটি দেশের সব সার্কেলের গ্রাহকদের জন্য আনা হয়েছে। নয়া এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে ইন্টারনেট ডেটা ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা আছে। এছাড়া ৩৪০ টাকার Vodafone Idea (Vi) প্ল্যানে অন্যান্য বেনিফিটও মিলবে।

ভোডাফোন আইডিয়ার ৩৪০ টাকার রিচার্জ প্ল্যান

ভোডাফোন আইডিয়ার ২৮ দিনের এই প্ল্যানে প্রতিদিন পাওয়া যাবে ১ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি এসএমএস। সাথে গ্রাহকরা পাবেন অতিরিক্ত ১ জিবি ডেটা। অর্থাৎ এই প্ল্যান রিচার্জ করলে রোজ খরচ হবে প্রায় ১২ টাকা।

READ MORE:  হাতে আর মাত্র ১১ দিন সময়, জনপ্রিয় দুই আনলিমিটেড প্ল্যান বন্ধ করছে BSNL | Bsnl Holi Offers Ends 365 Day Plan

এদিকে Vi-এর ওয়েবসাইটে সরাসরি উল্লেখ করা না হলেও TelecomTalk-এর রিপোর্টে বলা হয়েছে যে, ৩৪০ টাকার এই ভোডাফোন আইডিয়া প্ল্যানে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ রয়েছে। এছাড়াও আছে “উইকেন্ড ডেটা রোলওভার” এর সুবিধা, যার মাধ্যমে সারা সপ্তাহের অব্যবহৃত ডেটা গ্রাহকরা সপ্তাহান্তে ব্যবহার করতে পারবেন। আবার এর সাথে “ডেটা ডিলাইট” এর সুবিধা দেওয়া হয়, যার মাধ্যমে কিছু বোনাস ডেটা পাওয়া সম্ভব।

READ MORE:  ৬০ দিন যতখুশি কলিং, সঙ্গে দৈনিক ডেটা, সবথেকে কম খরচের রিচার্জ প্ল্যান আনল BSNL

শুধু তাই নয়, মুম্বাই অঞ্চলের গ্রাহকদের জন্য Vi এই প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটাও অফার করছে। শীঘ্রই অন্যান্য সার্কেলেও এই পরিষেবা পাওয়া যাবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.