Vi নতুন প্ল্যান নিয়ে এসে গ্রাহকদের বড় চমক দিল, কম খরচে মিলবে একগুচ্ছ সুবিধা

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) এর নির্দেশ অনুযায়ী ভোডাফোন আইডিয়া নতুন দুটি সাশ্র্যি মূল্যের প্ল্যান চালু করেছে। এই প্ল্যানগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে কম খরচে দীর্ঘমেয়াদি ভ্যালিডিটি দেওয়ার জন্য এবং ভয়েস কল পরিষেবা দেওয়ার জন্য। ভোডাফোন আইডিয়ার নতুন প্ল্যানগুলি ফিচার ফোন ব্যবহারকারী এবং সেকেন্ডারি সিম রাখার জন্য অত্যন্ত আদর্শ।

ভোডাফোনের নতুন ৮৪ দিনের প্ল্যান

ভোডাফোন আইডিয়া ৮৪ দিনের একটি সস্তার প্ল্যান চালু করেছে। এই প্ল্যানের মধ্যে যে সুবিধাগুলি থাকবে তা হল-

  • ৮৪ দিনের ভ্যালিডিটি থাকবে।
  • ভারতের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধা থাকবে। 
  • ৯০০ টি ফ্রি SMS এর সুবিধা পাওয়া যাবে।
  • ফ্রি রোমিং সুবিধা পাওয়া যাবে।
READ MORE:  ১.৭৬ কোটি কর্মীর জন্য বিশাল সিদ্ধান্ত, মোবাইলেই এখন টাকার হিসাব দেবে নবান্ন

এই প্ল্যানটি এয়ারটেল এবং জিওর প্রতিযোগিতামূলক প্ল্যানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে, তা বলায় যায়। 

ভোডাফোন আইডিয়ার ৩৬৫ দিনের প্ল্যান

যারা দীর্ঘমেয়াদি পরিষেবা চান তাদের জন্য ভোডাফোন আইডিয়া ৩৬৫ দিনের একটি বিশেষ প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানের সুবিধাগুলি হল-

  • এই প্ল্যানটির ভ্যালিডিটি থাকবে ৩৬৫ দিন।
  • আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা পাওয়া যাবে। 
  • ৩৬০০ টি ফ্রি SMS এর সুবিধা পাওয়া যাবে।
  • ফ্রি রোমিং সুবিধা পাওয়া যাবে। 

এই প্ল্যানটি একবার রিচার্জ করলেই সারা বছরের জন্য ভ্যালিডিটি নিশ্চিত করবে, যা সেকেন্ডারি সিম ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে উপকারী হবে।

READ MORE:  EPFO-এর নয়া আপডেট! ১৫ মার্চের আগে এই কাজ না করলে আর পেনশন পাবেন না

কোন প্ল্যান সরিয়ে দেওয়া হয়েছে?

ভোডাফোন আইডিয়া সম্প্রতি তাদের ১৪৬০ টাকার ভয়েস অনলি প্ল্যানটি সরিয়ে দিয়েছে। এই প্ল্যানটি ২৭০ দিনের ভ্যালিডিটি দিত এবং আনলিমিটেড কলিং পরিষেবা প্রদান করত। এছাড়াও প্রতিদিন ১০০টি ফ্রি SMS এবং ন্যাশনাল রোমিং এর সুবিধা পাওয়া যেত।

কেন Vi এর এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ?

TRAI সম্প্রতি টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছিল যে, গ্রাহকদের জন্য কম দামের বিকল্প প্ল্যান চালু করতে হবে। বিশেষ করে যারা ডেটা ব্যবহার করেন না, শুধুমাত্র ইনকামিং এবং আউটগোয়িং পরিষেবার জন্য সিম ব্যবহার করেন, তাদের কথা মাথায় রেখেই এই প্ল্যান চালু করা হয়েছে। 

READ MORE:  HCL Recruitment 2025: হিন্দুস্তান কপার লিমিটেডে প্রচুর শূন্যপদ, নূন্যতম বেতন ২৮,২৮০ টাকা, দেখুন আবেদনের পদ্ধতি | HCL Recruitment 2025 Eligibility and Application Process

ভোডাফোন আইডিয়ার এই নতুন প্ল্যানগুলি সেই নির্দেশ অনুযায়ী তৈরি করা হয়েছে। গ্রাহকদের আরো সাশ্রয়ী মূল্যে সেরা পরিষেবা প্রদান করবে এগুলি।

কেন এই প্ল্যানগুলোর সেরা বিকল্প?

  • এই প্ল্যানগুলি একবার রিচার্জ করলে বারবার রিচার্জ করা ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে।
  • কম খরচে আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যাবে। 
  • ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য এই প্ল্যান বিশেষ কার্যকরী হবে। 

ভোডাফোন আইডিয়ার এই নতুন প্ল্যানগুলি airte, jio এবং bsnl এর সঙ্গে প্রতিযোগিতায় বড় ভূমিকা নেবে তা বলা যায়। যারা দীর্ঘমেয়াদী পরিষেবা চান, তাদের জন্য এই প্ল্যানগুলো বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Scroll to Top