লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Vijay Sale: গল্প নয় সত্যি, এবার আইফোনের স্বপ্নপূরণ, জনপ্রিয় মডেলে প্রায় 15 হাজার টাকা ছাড় | iPhone 16 Pro Price Drop

Published on:

আইফোন যত পুরনো হয় ততই তার চাহিদা বাড়তে থাকে, বিশেষ করে যারা বাজেট নিয়ে সচেতন। কারণ সময়ের সাথে সাথে আইফোনে ডিসকাউন্টের অঙ্ক বাড়তে থাকে, যার ফলে কিছুটা সাশ্রয়ে লেটেস্ট মডেল পকেটস্থ করার অপেক্ষায় থাকেন ক্রেতারা। আপনিও যদি iPhone 16 সিরিজ কেনার পরিকল্পনা করেন, তাহলে সুখবর রয়েছে। কারণ, Vijaya Sales নতুন iPhone 16 Pro-র উপর মোটা টাকা ছাড় দিচ্ছে।

READ MORE:  চার্জের চিন্তা থেকে চিরতরে মুক্তি, আসছে দেশের বৃহত্তম ব্যাটারির ফোন Vivo T4 5G

iPhone 16 Pro কিনুন ডিসকাউন্টে

প্রাথমিকভাবে, বিজয় সেলসে আইফোন ১৬ প্রো-এর ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ১,১৯,৯০০ টাকায় উপলব্ধ ছিল। কিন্তু এখন ৯ শতাংশ ডিসকাউন্ট যোগ হওয়ার ফলে ১,০৯,৫০০ টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এছাড়াও, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অতিরিক্ত ৩,০০০ টাকার তাৎক্ষণিক ছাড় পাবেন।

আবার এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড উভয়ের উপর ৪,৫০০ টাকা ডিসকাউন্ট মিলবে। অর্থাৎ ১৪,৯০০ টাকা সাশ্রয়ের সুযোগ।ক্রেতারা ডিভাইস এবং এর ইন-বক্স অ্যাক্সেসরিজের জন্য এক বছরের ওয়ারেন্টিও পাবেন। আপনি যদি ২৫৬ জিবি অথবা ৫১২ জিবি মডেলটি কিনতে চান, তাহলে বিজয়া সেলসে ৮ শতাংশ ছাড় পাবেন।

READ MORE:  Motorola Phone: ভারতে এল Motorola Edge 60 Fusion! কম বাজেটে IPhone-কে টেক্কা দেবে এই স্মার্টফোন | New Smartphone In India

iPhone 16 Pro: স্পেসিফিকেশন

আইফোন ১৬ প্রো-তে ৬.৩ ইঞ্চি সুপার রেটিনা ওলেড ডিসপ্লে, ১২০৬ x ২৬২২ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ২০০০ নিট ব্রাইটনেস, এ১৮ প্রো প্রসেসর, ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ, এফ/১.৮ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা, এফ/২.৮ অ্যাপারচার এবং ৫x অপটিক্যাল জুম সহ ১২ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৩৫৮২ এমএএইচ ব্যাটারি, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে।

READ MORE:  লঞ্চের পর প্রথমবার কেনার সুযোগ iPhone 16e, নো কস্ট ইএমআই সহ রয়েছে লোভনীয় অফার

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.