Viral Video: একেই বলে বুকের পাটা! ঢিল মেরে সিংহ তাড়ালেন লোকো পাইলট! হু হু করে ভাইরাল ভিডিও | Loco Pilot Scaring Lion from Railway Tracks with Stone
শ্বেতা মিত্র, কলকাতাঃ সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে মিনিটে মিনিটে কিছু না কিছু ভিডিওজ ছবি পোস্ট হচ্ছে। আর যেগুলি দেখে কখনো আমাদের ভালো লাগে, আবার খারাপ লাগে কিংবা রাগ হয়। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছেন যা দেখে নেটিজেনদের চোখ রীতিমতো কপালে উঠেছে। কেউ হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি যে সোশ্যাল মিডিয়ার দৌলতে তাঁরা এরকম ভিডিও-ও কোনোদিন দেখতে পাবেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে ট্রেনের লোকো পাইলট ট্রেন থেকে নেমে কুকুরের মতো একটি সিংহকে তাড়াচ্ছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। আবার ঘটনাটি ভারতেই বলে দাবি করা হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি Indiahood.in।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি জঙ্গলের মতো জায়গা দিয়ে রেললাইন পাতা রয়েছে এবং সেটির ওপর দাঁড়িয়ে ইঞ্জিন। এরপর সেই ইঞ্জিন থেকে নেমে লোকো পাইলট বেশ কয়েকটি পাথর নিয়ে দৌড়ে জঙ্গলের দিকে দৌড়ে যাচ্ছেন। কারণ সেখানে রয়েছে সিংহ। এ যেন এক টুকরো হলিউড সিনেমা। কিন্তু এটি সত্যিই ঘটেছে বলে দাবি করা হয়েছেন ভিডিওতে। ঘটনাটি নাকি ঘটেছে গুজরাটে। স্বাভাবিকভাবেই এহেন ভিডিও দেখে চোখ কপালে উঠেছে নেটাগরিকদের।
ভিডিও-র ক্যাপশন অনুযায়ী, গুজরাটের ভাবনগর ডিভিশনে লোকো পাইলট ও ফরেস্ট ট্র্যাকারদের সহায়তায় ট্রেনের ধাক্কা থেকে রক্ষা পেয়েছে দুটি সিংহ। এমনিতে ভাবনগর রেলওয়ে বিভাগের পক্ষ থেকে সিংহ ও বন্যপ্রাণী রক্ষার জন্য নিরন্তর প্রচেষ্টা চালানো হচ্ছে। ডিভিশনের নির্দেশনা অনুযায়ী ট্রেন পরিচালনাকারী লোকো পাইলটরা নির্ধারিত গতি মেনে বিশেষ সতর্কতার সঙ্গে কাজ করছেন।
ভাবনগর রেলওয়ে ডিভিশনের লোকো পাইলট এবং বন বিভাগের ফরেস্ট ট্র্যাকারদের সহায়তায় এই আর্থিক বছরে এখনও পর্যন্ত মোট ১২৮টি সিংহকে রক্ষা করা হয়েছে। এদিকে খবর পেয়ে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রবীশ কুমার, অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী হিমাংশু শর্মা এবং অন্যান্য আধিকারিকরা লোকো পাইলটদের দুঃসাহসিক কাজের প্রশংসা করেন।
হোন্ডা তাদের জনপ্রিয় এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার মোটরসাইকেল, CRF300L Rally-এর নতুন সংস্করণ লঞ্চের ঘোষণা করেছে। নতুন মডেলটিকে…
ভারত সরকার এবং রাজ্য সরকার উভয়ই সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে থাকে। বিশেষ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2025 শুরু হওয়ার আগেই বড়সড় নিয়ম বাঁধল ভারতীয় ক্রিকেট বোর্ড (Board…
এক অদ্ভুত আবহাওয়া এখন বাংলা জুড়ে। বেশ ভালো গরম পড়ে গেছে। সকাল থেকে রাত দমবন্ধ…
অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ দোলের আগে দেশের বাজারে সোনা এবং রুপোর দামে (Gold and Silver Price)…
This website uses cookies.