সৌভিক মুখার্জী, কলকাতা: আমরা সাধারণত কোন ট্যাবলেট বা ইলেকট্রনিক ডিভাইস কেনার আগে তার ফিচার, দাম, কোম্পানি ইত্যাদি খতিয়ে দেখি। কিন্তু এবার একেবারে অন্যরকম কাণ্ড ঘটিয়ে বসলেন রেলমন্ত্রী তথা দেশের আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। হ্যাঁ, একেবারে হাতে-কলমে ট্যাবলেটের টেকসইতা পরীক্ষা করে দেখলেন তিনি নিজে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট (Viral Video) করে জানালেন – “নहीं टूटेगा!” অর্থাৎ, ভাঙবে না।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কোথায় ঘটলো এই ঘটনাটি?
ঘটনাটি হরিয়ানার মাণেসর-এ VVDN Technologies নামক সংস্থার নয়া Surface Mount Technology (SMT) লাইন উদ্বোধনের সময়কার। কোম্পানিটি ভারতের অন্যতম এক ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান। আর এই কোম্পানির উদ্বোধনের দিনেই এমন কাণ্ড করে বসলেন তিনি। সেখানে দেশে তৈরি এক নতুন ট্যাবলেট সবার সামনে আনেন কেন্দ্রীয় মন্ত্রী। আর সেটি নিয়েই ঘটল এই নজরবিহীন ঘটনা।
ভিডিওতে কী দেখা গিয়েছে?
ভাইরাল হওয়া সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, মন্ত্রী নিজে একটি নয়া তৈরি ট্যাবলেট হাতে নিয়েছে। এরপর সেটিকে প্রথমে জোরে মাটিতে ফেলে দেন। তারপর সেটিকে দুই হাত দিয়ে ভাঙার চেষ্টা করেন। এরপর সবথেকে অবাক করার দৃশ্য, তিনি নিজেই দাঁড়িয়ে পড়েন সেই ট্যাবলেটের উপরে। এমনকি পাশে থাকা একজন সহকর্মীকেও দাঁড়াতে বলেন তার ওপর। আর সবশেষে তিনি ঘোষণা করেন, “Designed in India, Made in India”। আর এরপরই “নहीं टूटेगा!” লিখে টুইট করেন।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
नहीं टूटेगा!
Designed in India, Made in India. pic.twitter.com/Ez6BpVasvJ
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) April 18, 2025
রাতারাতি ভাইরাল সেই ভিডিও
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পুরো আগুনের মত গতিতে। অনেকেই মন্ত্রীর এই উপস্থাপনা এবং দেশের প্রযুক্তির উন্নতিকে সাধুবাদ জানাচ্ছেন। আবার অনেকে মজার ছলে বলছেন, এটাই হয়তো ভবিষ্যতের নতুন স্ট্রেস টেস্টিং মেথড!। কেউ কেউ বলছেন, স্যামসাং-অ্যাপলের কপালে এবার দুঃখ আছে।
আসলে এই অনুষ্ঠানটিকে ঘিরে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশের ইলেকট্রনিক্স শিল্পের দ্রুত অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান যে, ভারত এখন শুধুমাত্র উৎপাদন নয়, বরং ডিজাইনেও আত্মনির্ভর হচ্ছে। গাড়ির ইন্ডাস্ট্রি, পাওয়ার ইলেকট্রনিক্স, সিকিউরিটি সিস্টেম, সব জায়গায় ভারত প্রথম সারিতে থাকবে।