লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

VIRAL VIDEO: হুবহু মানুষের মতো কথা বলছে কাক! পোষ মানিয়ে অসাধ্য সাধন করলেন ব্যক্তি, ভাইরাল ভিডিও | Crow Talking Like Human

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ‘কাক কখনও কোকিল হয়?’, প্রায়শই এই প্রচলিত প্রবাদে কুচকুচে কালো প্রাণীটির প্রসঙ্গ টেন বিদ্রুপ করতে দেখা যায় অনেককেই। এবার সেই কাককেই পোষ মানিয়ে তাক লাগলেন এক ব্যক্তি। একেবারে হুবহু মানুষের মতো কথা বলছে সে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কা….কা-র বদলে ‘বাবা’, ‘মা’ ও পরিবারের অন্যদের নাম ধরে ডাকছে প্রাণীটি! সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল(VIRAL VIDEO) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে খুদে প্রাণীটির কীর্তিতে তাজ্জব হয়ে গিয়েছেন অনেকেই।

ভাইরাল ভিডিও

সম্প্রতি সমাজ মাধ্যমের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গা ভাসিয়েছে অতি চতুর কাকের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, পরিবারের অন্যান্যদের নাম ধরে ডাকছে সে। কখনও বাবা, কখনও আবার প্রিয় মানুষের নাম শোনা যাচ্ছে তার গলায়। সে যেন মানুষেরই কন্ঠস্বর।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কথা শুনে বোঝার উপায় নেই যে কথাগুলি শিখিয়ে পড়িয়ে বলানো। একেবারে মানুষের ভঙ্গিতে কথা বলছে কাকটি। সেই দৃশ্য চাক্ষুষ করতেই একেবারে হা হয়ে গিয়েছেন নেট নাগরিকরা। বিরল দৃশ্যটি সমাজমাধ্যমে শেয়ার করেছে এক জনপ্রিয় হিন্দিভাষী সংবাদ মাধ্যম। মূলত ফেসবুকে ভিডিওটি শেয়ার করে তার ক্যাপশনে লেখা হয়েছে, ‘এই কাকের কথা শুনুন, সে কি আসলেই মানুষের মত কথা বলে?’

 

इस कौए को सुनिए, क्या वाकई ये इंसानों की तरह बातें करता है?

Posted by BBC News हिन्दी on Thursday, April 3, 2025

 

READ MORE:  স্বপ্ন হলেও সত্যি! ১১ বছর আগে মৃত স্বামী গর্ভে দিয়ে গেছে সন্তান! মহিলার দাবিতে রীতিমতো শোরগোল

নেট নাগরিকদের প্রতিক্রিয়া

খেচর শ্রেণীর সবচেয়ে চতুর প্রাণী কাকের এমন আজব কীর্তি সমাজ মাধ্যমে পা রাখতেই তা ভাইরাল হয়েছে দাবানলের গতিতে। জানিয়ে রাখি, এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের ফেসবুক হ্যান্ডেলে পোস্ট হওয়া ভিডিওটি ইতিমধ্যেই 51 লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। ভিডিওটি দেখার পাশাপাশি প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় 1 হাজার জন মানুষ।

অবশ্যই পড়ুন: ঘূর্ণিঝড় থেকে ভূমিকম্প, হার মানবে সবই! আজই প্রথম উলম্ব-উত্তোলিত রেলসেতু পাচ্ছে ভারত

একেবারে হুবহু মানুষের মতো কথা বলতে থাকা কাকটিকে দেখার পর ভিডিওটির কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন, পাখিটি ঈশ্বরের অবতার। যত দ্রুত সম্ভব মন্দির তৈরি করে তার পুজো করা উচিত। কেউ আবার একেবারে ঠাট্টার ছলে লিখেছেন, জিতরাম কুমার এসো আমি তোমার পুজো করি।

READ MORE:  Mahakumbh Monalisa: মহাকুম্ভের ভাইরাল গার্ল মোনালিসার স্বল্পবসনা নাচ দেখেছেন? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় | Maha Kumbh Monalisa dancing Video made with AI Viral Over Internet

এক নেট নাগরিক আবার ভিডিওটি দেখার পর প্রতিক্রিয়া হিসেবে লিখেছেন, ব্যক্তিকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে যোগ দিতে বলুন। সে সত্যিই দারুণ কথা বলে। সব মিলিয়ে, ভাইরাল ভিডিও ঘিরে এসেছে একাধিক মিশ্র প্রতিক্রিয়া। উল্লেখ্য, কাকাটির মালিক জানিয়েছেন প্রাণীটি বাড়ির বেশিরভাগ খাবারই খায়। তবে তার সবচেয়ে প্রিয় খাবার নাকি ভাত!

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.